কেমন আছেন আপনারা?
C-geniusmanik.blogspot.com |
প্রিয় পাঠক-পাঠিকার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভলো আছেন। ভালো থাকা কামনা করি। কিন্তু আমরা মানুষ হিসেবে যেসকল দায় দায়িত্ব ও কর্তব্য রয়েছে, যেমন- সন্তানের প্রতি, পিতা-মাতার প্রতি, আত্মীয়-স্বজনের প্রতি, বন্ধুর প্রতি, প্রতিবেশীর প্রতি, পরিবেশের প্রতি, পরিবারের প্রতি, সমাজের প্রতি, দেশের প্রতি ইত্যাদি বিষয়, তা আমরা কতটুকু জানি আর কতটুকু মানি! মানুষ হিসেবে আমাদের জানতে হবে, মানতে হবে, মানার জন্য জানার কোন বিকল্প নেই। তাই আপনাদের প্রতি আমার আকুল আবেদন একটু ভাবুন, কেন এই পৃধিবীতে আসলাম, আবার কেন চলে যাব, কেন নিজের প্রতি কোন নিয়ন্ত্রণ নেই, কেন ঘুম আসলে কিছুই বলতে পারিনা, তাহলে কেন এত সময় নষ্ট করি, একটু ভাবুন আর একটু ভাবুন আরও একটু ভাবুন, তাহলে আসল উত্তর পাবেন। তাই আমি আপনাদের এই বিষয়ে নিয়মিত জানাতে চাই। আপনারা কত সময় কত ভাবে ব্যয় করেন। আপনাদের কাছে এইটুকু আশা করতেই পারি যে ইহকাল ও পরকালের লাভের জন্য আপনারা আমাদের সাথেই থাকবেন।
Post a Comment