Header Ads

৩৬তম বিসিএস নন-ক্যাডার সুপারিশ বঞ্চিত প্রাথীর্দের সুপারিশ আসন্ন(36th BCS non-cadre the unrecommended candidates may be recommended soon)


BPSC-geniusmanik.blogspot.com


৩৬তম
বিসিএস নন-ক্যাডার সুপারিশ বঞ্চিত প্রার্থীদের্ সুপারিশ আসন্ন

আগামী সপ্তাহে শূন্যপদের চাহিদার তালিকা বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের নিকট মন্ত্রণালয় থেকে প্রেরণ করা হবে বলে আশ্বাস পেয়েছেন বলে জানিয়েছেন ৩৬তম বিসিএস নন-ক্যাডার সুপারিশ বঞ্চিত  প্রার্থীদের্ নেতৃত্ত্বদানকারী ও সুপারিশ বঞ্চিত প্রার্থী মো: জহিরুল ইসলাম। তিনি দুঃখ করে বলেন আমরা কয়েক মাস যাবত মন্ত্রণালয় ও বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের নিকট গিয়েছি, বারবার বলেছি আমাদের জন্য কিছু একটা করেন, আমাদের যুক্তিক দাবীর পক্ষে বারবার যুক্তি ও দাবী তুলে ধরেছি। শেষ পযর্ন্ত তারা আমাদেরকে সর্বৃাত্বক সাহায্য ও সহযোগীতা করে যাচ্ছেন।
গত ২৭মে রোজ রবিবার পুনরায় মন্ত্রণালয়ে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো: মোস্তাফিজুর রহমান মহোদয়ের সাথে দেখা করেন সুপারিশ বঞ্চিত প্রার্থী মো: জহিরুল ইসলাম, মো: জাকিরুল আমিন ও মো: সফিউল আলম। মন্ত্রী মহোদয় তাদের কথা গুরুত্ব সহকারে নিয়ে সাথে সাথে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক(অতি:সচিব) এ.কে.এম. শাফায়াত আলম স্যারকে ৩৬তম বিসিএস নন-ক্যাডার সুপারিশ বঞ্চিত  প্রার্থীদের্ কথা বলেন ও তাদের জন্য জরুরী পদক্ষেপ নিতে এবং তাদেরকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মিরপুর য়েতে বলেন।সেখানে মো: জহিরুল ইসলাম, মো: জাকিরুল আমিন ও মো: সফিউল আলম গেলে এ.কে.এম. শাফায়াত আলম স্যার তাদের কথা পুনরায় শুনে দুঃখ প্রকাশ করে বলেন যে ৩৬তম বিসিএস নন-ক্যাডার সুপারিশ বঞ্চিত  প্রার্থীরা সকলেই যোগ্য। তিনি সাথে সাথে দেশের ৬৪ জেলায় জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে জরুরীভিত্তিতে মেইল করেন। যাতে বলা হয় ২৯মে সকাল ১০টার মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে সরাসরি নিয়োগ যোগ্য প্রধানশিক্ষকের শূন্য পদের চাহিদা প্রেরণ করতে হবে।
পরেরদিনগুলো অধিদপ্তরে কাজের তদারকির জন্য মো:জহিরুল ইসলাম, মো:জাকিরুল আমিন, মো:ওয়াসিম আকরাম, মো:মোজাম্মেল হোসেন ও আরো অনেকে সেখানে যান।অধিদপ্তরে কর্মকর্তাদের সাথে সাক্ষাত ও কাজের অগ্রগতির জন্য প্রচেষ্টা চালিয়ে যান। মো:জাকিরুল আমিন বলেন শূন্য পদের তালিকা এখন অধিদপ্তর থেকে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এদিকে ৩৬তম বিসিএস নন-ক্যাডার সুপারিশ বঞ্চিত  প্রার্থীদের্ পক্ষে নিবেদিত প্রাণ ও বঞ্চিত প্রার্থী মো: জহিরুল ইসলাম বলেন আমরা খুব আশাবাদী মন্ত্রণালয়ে সকল প্রক্রিয়া শেষে আগামী সপ্তাহে পিএসসিতে প্রেরণ করবে বলে আশ্বাস পেয়েছি ও বাদবাকী তাদের সদ্বিচ্ছা ও কাজের অগ্রগতির উপর নির্ভর করে আমাদের মতো হতভাগাদের চাকরি পাওয়া আর না পাওয়া। তাই তিনি সবার কাছে এই মাহে রমজান মাসে দোয়া কামনা করেছেন যাতে করে সবার মন করুনায় ভরে গিয়ে আমাদের জন্য সুপারিশ করেন।

No comments