৩৭ তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল ও ৩৬ তম বিসিএস নন-ক্যাডারদের সুপারিশ একই সূত্রে আবদ্ধ/The result of 37th BCS and the recommendation of 36th BCS non-cadres are included in the same point
BPSC-geniusmanik.com |
৩৭ তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল ও ৩৬ তম বিসিএস নন-ক্যাডারদের সুপারিশ একই সূত্রে আবদ্ধ
৩৭ তম বিসিএস
পরীক্ষার চূড়ান্ত ফলাফল ঈদুল ফিতরের আগে প্রকাশ করা হতে পারে। যেহেতু ফলাফল প্রকাশের
প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে একথা জানিয়েছেন গত ৬ জুন, ১৮ রোজ বুধবার বাংলাদেশ পাবলিক
সার্ভিস কমিশনের মাননীয় চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক। তিনি বলেন ৩৭তম বিসিএস কথা যেকোন
বিসিএস পরীক্ষার ফল প্রকাশের জন্য কিছু প্রক্রিয়া রয়েছে, সেই প্রক্রিয়াগুলো চলছে।আগামী
সপ্তাহে ফলাফল প্রকাশ করা হতে পারে।যদি কোন কারনে প্রকাশ করা সম্ভব না হয় তাহলে ঈদের
পর প্রকাশ করা হবে।
বিশ্বস্ত সূত্রে
জানা যায় তিনি বলেন, ৩৬ তম বিসিএস বাকী নন-ক্যাডারদের সুপারিশের জন্য চেষ্টা চলছে,
তাদের সুপারিশের একটি বিষয় রয়েছে। তাদের সুপারিশ না করে ৩৭তম বিসিএস পরীক্ষার রেজাল্ট
প্রকাশ করা যাচ্ছে না। কারন বিধিবিধান মেনে আমাদের কাজ করতে হয়। আমরা আইনের বাইরে কাজ
করতে পারিনা। তবে আশা করতেছি এর একটা সুন্দর সমাধান হবে। আমরা কাউকে কষ্ট দিতে চাইনা,
নিরপেক্ষ, ন্যায়নিষ্ট ও স্বচ্ছভাবে কাজ করার সর্বোচ্চ চেষ্টা করছি।
গত ৩০ শে সেপ্টেম্বর,১৭
৩৭ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় ২ লক্ষ ৪৩ হজার ৪ শত ৭৬ জন পরীক্ষার্থী অংশ গ্রহন
করেন। প্রিলিমিনারি পরীক্ষায় পাস করেন ৮ হাজার ৫ শত ২৩ জন। তবে লিখিত পরীক্ষায় অংশগ্রহন
করেন ৮ হাজার ৩১ জন। গত ২৫ শে অক্টোবর,১৭ ৩৭ তম বিসিএস লিথত পরীক্ষার ফলাফল প্রকাশ
করা হয়। এতে পাস করেন ৫ হাজার ৩ শত ৭৯ জন পরীক্ষার্থী। ৩৭ তম বিসিএস লিখিত পরীক্ষা
শেষ হয় ২৩ মে,১৭। প্রায় ৫ মাস পর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এই বিসিএস পরীক্ষায়
প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হবে ১ হাজার ২ শত ২৬ জনকে।
বাংলাদেশ পাবলিক
সার্ভিস কমিশনের মাননীয় চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক সাহেব আরো বলেন, ৩ আগস্ট ৩৯ তম
বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ও ৮ আগস্ট ৩৮ তম বিসিএস লিখিত পরীক্ষা শুরু হবে। লিখিত
পরীক্ষার আবশ্যিক বিষয়ের পরীক্ষা চলবে ৮ আগস্ট থেকে ১৩ আগস্ট পযর্ন্ত। এছাড়া সেপ্টেম্বরের
শেষের দিকে ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
জানামতে, ৩৯ তম
বিসিএস প্রিলিমিনারি বিশেষ (২০০ নম্বর লিখিত ও ১০০ নম্বর মৌখিক) পরীক্ষায় আবেদন করেন
৩৯ হাজার ৯ শত ৫৪ জন। স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ দেওয়া হবে ৪ হাজার ৫ শত ৪২ জন সহকারী
সার্জন ও ২ শত ৫০ জন সহকারী ডেন্টাল সার্জন (মোট ৪ হাজার ৭ শত ৯২ জন)। প্রতি পদের জন্য লড়াই করবেন প্রায়
৯ জন।
Post a Comment