Header Ads

বিসিএস লিখিত পরীক্ষার “বাংলা সাহিত্য” এর সকল প্রশ্ন উত্তর ১০ম থেকে ৩৭তম (পর্ব-২) All questions of "Bangla Literature" in BCS written examination are answered from 10th to 37th (Part 2)


BPSC-geniusmanik.com

বিসিএস লিখিত পরীক্ষারবাংলা সাহিত্যএর সকল প্রশ্ন উত্তর ১০ম থেকে ৩৭তম (পর্ব-)

৫১ বাংলা কাব্যের আদি নিদর্শন কী? [১৭, ২০, ২১, ২৪ তম বিসিএস লিখিত] উত্তরঃচর্যাপদ
৫২চণ্ডীমঙ্গল কাব্যের রচয়িতা কে? [১৭ বিসিএস লিখিত] উত্তরঃ মুকুন্দরাম চক্রবর্তী (রচনাকাল ষোড়শ শতক) ৫৩ মনসুর বয়াতি কে? তার রচিত কাব্যের নাম কী? [১৭ বিসিএস লিখিত] উত্তরঃ মৈমনসিংহ গীতিকার অন্যতম কবি রচিত কাব্যদেওয়ানা মদিনা
৫৪যুগসন্ধির কবি কাকে বলে? [১৭, ৩১ তম বিসিএস লিখিত] উত্তরঃ ঈশ্বরচন্দ্র গুপ্তকে
৫৫ মধ্যযুগের কোন কাব্য প্রথমে এক কবি শুরু করেন পরে অন্য এক কবি শেষ করেন? [১৭ বিসিএস লিখিত] উত্তরঃসতীময়না-লোচন্দ্রানী (দৌলত কাজী শুরু করেন আলাওল শেষ করেন)
৫৬তোহফাক্ব্যটি কে রচনা করেন?[১৭ বিসিএস লিখিত] উত্তরঃ আলাওল ফরাসি ভাসা থেকে অনূদিত
৫৭প্রাচীন বঙ্গ সাহিত্যে মুসলমানদের অবদানগ্রন্থের রচয়িতা কে? [১৭ বিসিএস লিখিত] উত্তরঃ আবদুল করিম সাহিত্যবিশারদ
৫৮ভানুসিংহকার ছদ্মনাম? [১৭ বিসিএস লিখিত] উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুরের
৫৯ ফররুখ আহমদ রচিত সনেট গ্রন্থের নাম কী? [১৭ বিসিএস লিখিত] উত্তরমহূর্তের কবিতা’ (১৯৬৩)
৬০ প্রাচীন যুগে রচিত বাংলা সাহিত্যের নিদর্শন কোন কোন নামে পরিচিত? [১৭ বিসিএস লিখিত] উত্তরঃচর্যাচর্যবিনিশ্চয়’, ’চর্যাগীতিকোষ’, ‘চর্যাগীতিকা’, ’চর্যাপদ’, হাজার বছরের পুরান বাঙ্গালা ভাষার বৌদ্ধ গান দোহাইত্যাদি  
৬১ইউসুফ-জোলেখালাইলী-মজনুকাব্যের উপাখ্যানসমূহ কোন দেশের? [১৭ বিসিএস লিখিত] উত্তরঃইউসুফ-জোলেখাআরবের, ’লাইলী-মজনইরান  
৬২রামায়ণমহাভারতকাব্যের মূল রচয়িতাদের নাম কী? [১৭ বিসিএস লিখিত] উত্তরঃ রামায়ণের রচয়িতা বাল্মীকি এবং মহাভারতের রচয়িতা কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস  
৬৩ ১৯৪৮ থেকে ১৯৫২ এর মধ্যে বাংলা ভাষা আন্দোলনের উপর কোন গ্রন্থ রচিত হয়? [১৭ বিসিএস লিখিত] উত্তরঃপূর্ব বাংলার ভাষা আন্দোলন তৎকালীন রাজনীতি গ্রন্থকারঃ বদরুদ্দীন ওমর
৬৪ কবিগান বলতে কী বোঝায়? [১৮ বিসিএস লিখিত] উত্তরঃ কবিতা বা গানের বিতর্ক  
৬৫ কবি গোলাম মোস্তফার তিনটি গ্রন্থের নাম কী কী? [১৮ বিসিএস লিখিত] উত্তরঃবিশ্বনবী’, ’রক্তরাগমরুদুলাল  
৬৬ ঈশ্বরচন্দ্রের বিধবা বিবাহ বিষয়ক গ্রন্থটির নাম কী? [১৮ বিসিএস লিখিত] উত্তরঃবিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ্বিষয়ক প্রস্তাব  
৬৭কাশবনের কন্যাউপন্যাসটির রচয়িতা কে? [১৮ বিসিএস লিখিত] উত্তরঃ শামসুদ্দীন আবুল কালাম
৬৮ বাংলা কথ্যরীতিতে প্রথম গ্রন্থ রচনা করেন কে? [১৮ বিসিএস লিখিত] উত্তরঃ প্যারীচাঁদ মিত্র ওরফে টেকচাঁদ ঠাকুর গ্রন্থের নাম : ‘আলালের ঘরের দুলাল
৬৯ ফোর্ট উইলিয়াম কলেজ কখন প্রতিষ্ঠিত হয়? [১৮ বিসিএস লিখিত] উত্তরঃ ১৮ মে ১৮০০ খ্রিষ্টাব্দে  
৭০তাপস কাহিনীমহর্ষি মনসুরপ্রভৃতি গ্রন্থের রচয়িতার নাম কী? [১৮ বিসিএস লিখিত] উত্তরঃ মোজাম্মেল হক
 ৭১ জীবনানন্দ দাসের তিনটি কাব্যগ্রন্থের নাম কী কী? [২০, ২২ তম বিসিএস লিখিত] উত্তরঃ ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি বনলতা সেন
৭২হাজার বছর ধরেউপন্যাসটির রচয়িতার নাম কী? [২০ তম বিসিএস লিখিত] উত্তরঃ জহির রায়হান
 ৭৩ মৈমনসিংহ গীতিকার দুটি পালা কী কী? [২০ তম বিসিএস লিখিত] উত্তরঃ মহুয়া মলুয়া
৭৪ রবীন্দ্রনাথের প্রথম ঐতিহাসিক উপন্যাস কোনটি? [২০ তম বিসিএস লিখিত] উত্তরঃবৌ-ঠাকুরাণীর হাট
 ৭৫ তিনজন বৈষ্ণব পদকর্তার নাম কী কী? [২১ তম বিসিএস লিখিত] উত্তরঃ বিদ্যাপতি, চণ্ডীদাস গোবিন্দদাস
৭৬ রবীন্দ্রনাথের নোবেল পুরস্কারপ্রাপ্ত গ্রন্থের নাম কী? [২১ তম বিসিএস লিখিত] উত্তরঃ ‘Song Offerings’ কবিতা সংকলনরে জন্য
৭৭ কাজী নজরুল ইসলামের তিনটি কাব্যের নাম কী কী? [২১ তম বিসিএস লিখিত] উত্তরঃঅগ্নিবীনা’, ’চক্রবাকসিন্দু হিন্দোল
৭৮ মুনীর চৌধুরীররক্তাক্ত প্রান্তরনাটকের বিষয়বস্তু কী? [২১ তম বিসিএস লিখিত] উত্তরঃ পানিপথের তৃতীয় যুদ্ধ
৭৯ ইংরেজ আমলে কাজী নজরুলের নিষিদ্ধ গ্রন্থগুলোর নাম কী কী? [২২, ২৪ তম বিসিএস লিখিত] উত্তরঃ বিষের বাঁশি, প্রলয় শিখা, ভাঙ্গার গান, যুগবানী চন্দ্রবিন্দু  
৮০ দৌলত কাজী কোন কাব্যের জন্য বিখ্যাত? [২২ তম বিসিএস লিখিত] উত্তরঃ সতীময়না লোর চন্দ্রানী  
৮১ চরিত্রহীন উপন্যাস কার লেখা? [২২ তম বিসিএস লিখিত] উত্তরঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের
৮২ শামসুর রহমানের প্রথম কাব্যের নাম কী? [২২ তম বিসিএস লিখিত] উত্তরঃ প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে ৮৩একুশে ফেব্রুয়ারিসংকলনের সম্পাদক কে? [২২, ২৩ তম বিসিএস লিখিত] উত্তরঃ হাসান হাফিজুর রহমান ৮৪মোহাম্মদী’, ‘সওগাতবেগমপত্রিকার সম্পাদক কে কে? [২২ তম বিসিএস লিখিত] উত্তরঃ যথাক্রমে মাওলানা আকরাম খাঁ, মোহাম্মদ নাসিরউদ্দীন নূরজাহান বেগম  
৮৫ পবিত্র কুরআন শরীফের প্রথম বাংলা অনুবাদকের নাম কী? [২২ তম বিসিএস লিখিত] উত্তরঃ ভাই গিরিশচন্দ্র সেন
৮৬ বাংলা কোন ভাষাগোষ্ঠীর অন্তর্গত? [২৩ তম বিসিএস লিখিত] উত্তরঃ ইন্দো- ইউরোপীয়  
৮৭ কাব্য পারা কে লিখেছেন? [২৩ তম বিসিএস লিখিত] উত্তরঃ কাজী নজরুল ইসলাম  
৮৮ রবীন্দ্রনাথের সর্বশেষ কাব্যের নাম কী? [২৩ তম বিসিএস লিখিত] উত্তরঃ শেষ লেখা  
৮৯ কাজী নজরুল ইসলামের ছোটগল্পের বইয়ের নাম কী? [২৩ তম বিসিএস লিখিত] উত্তরঃ শিউলিমালা
৯০ জসীমউদ্দীনেরসোজান বাদিয়ার ঘাটকাব্যের প্রধান চরিত্র কী কী? [২৩ তম বিসিএস লিখিত] উত্তরঃ সোজান দুলি
৯১চাঁদের আমাবস্যাকার লেখা? [২৩ তম বিসিএস লিখিত] উত্তরঃ সৈয়দ ওয়ালীউল্লাহ
৯২সংশপ্তককার লেখা? [২৩ তম বিসিএস লিখিত] উত্তরঃ শহীদুল্লাহ কায়সার
৯৩কাঞ্চন গ্রামকার লেখা? [২৩ তম বিসিএস লিখিত] উত্তরঃ শামসুদ্দীন আবুল কালামের
৯৪ ফোর্ট উইলিয়াম কলেজে কত সালে বাংলা বিভাগ খোলা হয়? [২৪ তম বিসিএস লিখিত] উত্তরঃ ১৮০১ সালে
৯৫লালসালু,’ ‘ সূর্যদীঘল বাড়ীচিলে কাঠার সেপাইকে কে লিখেছেন? [২৪,২৭ তম বিসিএস লিখিত] উত্তরঃ যথাক্রমে সৈয়দ ওয়ালীউল্লাহ, আবু ইসহাক আখতারুজ্জামান ইলিয়াস
৯৬ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন কেন বিখ্যাত? [২৪ তম বিসিএস লিখিত] উত্তরঃ নারী জাগরনের অগ্রদূত হিসেবে  
৯৭ রবীন্দ্রনাথেরশেষের কবিতাকী ধরনের গ্রন্থ? [২৪ তম বিসিএস লিখিত] উত্তরঃ রোমান্টিক কাব্যধর্মী উপন্যাস  
৯৮ জসীমউদ্দীনকে কেনপল্লিকবিবলা হয়? [২৪ তম বিসিএস লিখিত] উত্তরঃ তাঁর কবিতায় পল্লি-প্রকৃতির রূপবৈচিত্র ফুটে উঠেছে তাই  
৯৯কল্লোলকী? [২৪ তম বিসিএস লিখিত] উত্তরঃ বাংলা সাহিত্যর পুরোধা-ব্যাক্তিদের একটি সংগঠন এই সংগঠনের মূখপাত্র ছিলোকল্লোল নামের একটি পত্রিকা এর সম্পাদক ছিলেন দীনেশরঞ্জন দাস
১০০ ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? [২৫ তম বিসিএস লিখিত] উত্তরঃ ১৯২১ সালে (সংগৃহীত)

Please share this………..

No comments