Header Ads

কম্পিউটার বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য (For BCS, Some important information is about Computer)

science-geniusmanik.com

কম্পিউটার বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু  তথ্য
১. কম্পিউটার কি?
উত্তর:
কম্পিউটার ইলেক্ট্রিক যন্ত্র
২. প্রথম কম্পিউটারের নাম কি?
উত্তর: ইউনিভ্যাক
৩. কম্পিউটারের জনক কে?
উত্তর: চার্লস ব্যাবেজ
৪. অ্যাবাকাস কি ধরনের যন্ত্র?
উত্তর: কাঠের তৈরি গননাকারী যন্ত্র
৫. বাইনারী নম্বর কতসালে কে প্রর্বতন করেন?
উত্তর: ১৯৪০ সালে জন ভন নিউম্যাক
৬. EDSAC কম্পিউটার কে আবিস্কার করেন?
উত্তর: অধ্যাপক মরিস উইলস
৭. কম্পিউটারে ব্যবহৃত ট্রানজিস্টার আবিস্কৃত হয় কত সালে?
উত্তর: ১৯৪৮ সালে বেল লাইব্রেরীতে
৮. IBM এর পূর্ণরূপ কি?
উত্তর: International Business Machine
৯ স্ক্যানার দিয়ে কি করা হয়?
উত্তর: ছবি বা কোন কাগজ স্ক্যান করে কম্পিউটারে রাখা হয়
১০. প্রিন্টার কয় ধরনের?
উত্তর: তিন ধরেনের যেমন-লেজার, ইনক জেড ও ডট ম্যাট্রিকস
১১. মাইক্রোসফট কর্পোরেশনের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: বিল গেটস
১২. ENIAC শব্দের পূর্ণরূপ কি?
উত্তর: Electronic Numerical Integrator and Calculator
১৩. IC শব্দের পূর্ণরূপ কি?
উত্তর: Integrated Circuit
১৪. RAM শব্দের পূর্ণরূপ কি?
উত্তর:Random access memory
১৫. LAN শব্দের পূর্ণরূপ কি?
উত্তর: Local area Network
১৬. MAN শব্দের পূর্ণরূপ কি?
উত্তর: Metropolitan Area Network
১৭. WAN শব্দের পূর্ণরূপ কি?
উত্তর: Wide Area Network
১৮. কত বিট সমান এক বাইট?
উত্তর: ৮ বিট সমান এক বাইট
১৯. OMR শব্দের পূর্ণরূপ কি?
উত্তর: Optical Mark Reader
২০. MICR শব্দের পূর্ণরূপ কি?
উত্তর: Magenta Ink Character Reader
২১. DPI শব্দের পূর্ণরূপ কি?
উত্তর: Dot Per Inch
২২. কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষার নাম কি?
উত্তর: FORTRAN
২৩. মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হয় কত সালে?
উত্তর: ১৯৭১ সালে।
২৪. প্রথম কম্পিউটার নেটওয়ার্ক চালু হয়েছিল কবে?
উত্তর: ১৯৬৯ সালে।
২৫. সর্বপ্রথম উদ্ভাবিত মাইক্রোপ্রসেসরের নাম কি?
উত্তর: Intel 4004.
২৬. বাংলাদেশের ইন্টারনেট সেবা প্রদানকারী সংগঠনের নাম কি?
উত্তর: ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।
২৭. বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারের নামকি?
উত্তর: তিহান-১
২৮. একটি উইন্ডো বন্ধ করার জন্য সর্টকাট কী কী?
উত্তর: Alt + F4
২৯. MS DOS কি?
উত্তর: অপারেটিং সিসটেম
৩০. PC এর সংক্ষিপ্ত রুপ কি?
উত্তর: Personal Computer
৩১. Windows কোন ধরনের সফটোয়্যার প্রোগ্রাম?
উত্তর: System Software (সংগৃহীত)
Please Share This…………….

No comments