Header Ads

বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার প্রস্তুতির জন্য জরুরী ১৪টি টিপস/14 Tips for preparing for the BCS Preliminary Exam



14 Tips for preparing for the BCS Preliminary Exam
 BCS Preliminary Exam-geniusmanik.com

বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার প্রস্তুতির জন্য জরুরী ১৪টি টিপস

টিপস-০১: বিসিএস ক্যাডার হওয়ার জন্যে আপনি কী কী পড়বেন, সেটা ঠিক করার চাইতে অনেক বেশি জরুরী আপনি কী কী পড়বেন না, সেটা বুঝতে পারা৷ একটি অপ্রয়োজনীয় topic একবার পড়ার চেয়ে প্রয়োজনীয় topic গুলো বার বার পড়ুন

টিপস-০২: বিসিএস এবং পিএসসি নন-ক্যাডার পরীক্ষার প্রশ্নোত্তরগুলো (সম্ভব হলে অন্ততঃ ২০০-২৫০ সেট) একবার skim through করে নিন

টিপস-০৩: যে প্রশ্নগুলো একটু কঠিন মনে হয়, সেগুলো একাধিকবার পড়ুন৷ কিছু কঠিন প্রশ্ন থাকে যেগুলো বার বার পড়লেও মনে থাকে না সেগুলো মনে রাখার চেষ্টা বাদ দিন৷ কারণ এই ধরণের একটি প্রশ্ন আরো কয়েকটি সহজ প্রশ্নকে মাথা থেকে বের করে দেয়

টিপস-০৪: বাজারে কিছু মডেল টেস্ট এর গাইড বই পাওয়া যায়, যেগুলো আপনারা ইতোমধ্যেই solve করেছেন৷ প্রশ্নোত্তরগুলো আরো একবার পড়ে নিন

টিপস-০৫: মডেল টেস্টগুলোতে একটু কম marks পেলেও মন খারাপ করার দরকার নেই আপনি কী জানেন, তার চেয়ে বেশি বেশি important হলো আপনি যা জানেন তা কতটা কাজে লাগাতে পারছেন

টিপস-০৬: সব প্রশ্নের উত্তর করতে যাবেন না ভুলেও! প্রিলিমিনারী highest marks পাওয়ার পরীক্ষা নয়, just পাস করার পরীক্ষা! কিছু difficult & confusing questions ছেড়ে দেওয়ার উদারতা দেখান, কিপ্টেমিটুকু আপাততঃ জমিয়ে রাখুন written exam এর জন্য !

টিপস-০৭: Blind guessing করতে যাবেন না, তবে কিছুটা intellectual guessing করলে কোনো দোষ নেই ৬টা questions ছেড়ে zero পাওয়ার চাইতে ৩টা correct করে 1.5 পাওয়া অনেক ভালো

টিপস-০৮: Competitive exam গুলোতে ভালো করার ক্ষেত্রে প্রস্তুতির চাইতে আত্মবিশ্বাস বেশি কাজে লাগে I’m the best এই ভাবটা exam hall ধরে রাখুন৷ এটা magic এর মতো কাজ করে! একটি প্রশ্নের উত্তর নিজে ভুল করলে যতটা না মেজাজ খারাপ হয়, তার চাইতে অনেক বেশি মেজাজ খারাপ হয় কারো কাছ থেকে শুনে ভুল করলে (তখন মনে হয়, ইসস্ এটা তো আমি নিজে নিজে পারতাম!)

টিপস-০৯: প্রশ্নে দু’-একটা ছোট-খাট ভুল থাকতেই পারে এটা নিয়ে মাথা খারাপ করার কিছু নেই সমস্যা হলে তো সবারই হবে, আপনার একার নয়! Nervousness দূর করার চেষ্টা করুন, কারণ ওতে প্রশ্নগুলো তো আর সহজ হবে না, বরং সহজ প্রশ্ন ভুল answer করার সম্ভাবনা বেড়ে যাবে

টিপস-১০: পরিক্ষার আগের সময়টাতে বন্ধু-বান্ধবদের সাথে পড়া শেয়ার করা কমিয়ে দিন বন্ধুদের preparation ভালো না শুনলে মন খারাপ হয়, আর preparation আপনার চেয়েও ভালো, এটা শুনলে কিন্তু মেজাজ খারাপ হয়! কেউ আপনার চাইতে ভালো student হওয়া মানেই এই নয় যে, উনি প্রিলিমিনারী পাস করবেন, আপনি করবেন না৷ শেষ হাসিটা হাসার চেষ্টা করুন

টিপস-১১: বৃহঃস্পতিবার সন্ধ্যায় এমন কিছু করুন যা করতে আপনি enjoy করেন৷ পরীক্ষার প্রয়োজনীয় জিনিস-পত্র গুছিয়ে নিয়ে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন এক ঘণ্টা মাথা ঠিক রাখার জন্যে দারুন একটা ঘুম অনেক help করে

টিপস-১২: শুক্রবার সকালে কিছু পড়ার প্রয়োজন নেই৷টেনশন ফ্রি থাকুন বাবা-মা আশীর্বাদ আপনার সাথে আছে আত্মবিশ্বাস রাখুন রাস্তায় জ্যাম্ থাকতে পারে, তাই হাতে যথেষ্ঠ সময় নিয়ে বাসা থেকে রওয়ানা হয়ে পড়ুন তাড়াহুড়ো করবেন না

টিপস-১৩: বিসিএস পরীক্ষায় ভালো করা মূলতঃ চারটি বিষয়ের উপর অনেকংশে নির্ভর করে ---- ইংরেজি, গণিত, বিজ্ঞান বাংলা৷ এই চারটি বিষয় বেশি জোর দিয়ে পড়ুন ভয়ের কিছুই নেই

টিপস-১৪: বেশি বেশি পড়ুন, বুঝে বুঝে পড়ুন, পাশাপাশি আল্লাহর ইবাদত করুন। আপনাদের জন্য শুভ কামনা রইলো আল্লাহ আপনাদের সহায় হোন

Please Share This…………..

No comments