Header Ads

বিসিএস লিখিত ও মৌখিক পরীক্ষার বিষয়ে মোট নম্বর ১১০০ (মৌখিক পরীক্ষাসহ)/The total number of written and viva tests on the BCS in 1100 (with viva examination)

BCS in 1100 (with viva examination
BPSC-geniusmanik.com

বিসিএস লিখিত ও  মৌখিক পরীক্ষার বিষয়ে মোট নম্বর ১১০০ (মৌখিক পরীক্ষাসহ)


(১) সাধারণ ক্যাডারের জন্য :


(ক) বাংলা ২০০
(খ) ইংরেজী ২০০
(গ) বাংলাদেশ বিষয়াবলি ২০০
(ঘ) আন্তর্জাতিক বিষয়াবলি ১০০
(ঙ) গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা ১০০
(মানসিক দক্ষতা পরীক্ষার MCQ Type ৫০টি প্রশ্ন থাকবে।
প্রার্থী মানসিক দক্ষতা বিষয়ের প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ (এক) নম্বর পাবেন। তবে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে)
(চ) সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি ১০০
(ছ) মৌখিক পরীক্ষা ২০০ (সর্বমোট = ১১০০)

(২) প্রফেশনাল/টেকনিক্যাল ক্যাডারের জন্য :


(ক) বাংলা ১০০
(খ) ইংরেজী ২০০
(গ) বাংলাদেশ বিষয়াবলি ২০০
(ঘ) আন্তর্জাতিক বিষয়াবলি ১০০
(ঙ) গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা ১০০ (মানসিক দক্ষতা পরীক্ষার MCQ Type ৫০টি প্রশ্ন থাকবে। প্রার্থী মানসিক দক্ষতা বিষয়ের প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ (এক) নম্বর পাবেন। তবে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে)
(চ) সংশ্লিষ্ট পদ বা সার্ভিসের জন্য প্রাসঙ্গিক বিষয় ২০০
(ছ) মৌখিক পরীক্ষা ২০০ (সর্বমোট = ১১০০)

বি. দ্র. : যে সকল প্রার্থী সাধারণ ও প্রফেশনাল/ টেকনিক্যাল উভয় ক্যাডারের পদের জন্য পছন্দ দিতেইচ্ছুক তাদেরকে সাধারণ ক্যাডারের ৯০০ নম্বরের অতিরিক্ত ২। )“সংশ্লিষ্ট পদ বা সার্ভিসের জন্য প্রাসঙ্গিক” একক বিষয়ের ২০০ নম্বরের ৪ ঘণ্টার লিখিত পরীক্ষা দিতে হবে।




Please Share This…………….



No comments