বিসিএস, বা যেকোন পরীক্ষার জন্য সমাস নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন (পর্বঃ০৩)/Important questions about Compounded for BCS,SSC or any other exam (Part: 3)
Compounded -geniusmanik.com |
বিসিএস বা যেকোন পরীক্ষার জন্য সমাস নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন (পর্বঃ০৩)
১০১.
দ্বিগু
সমাসের
উদাহরণ
-
ক) তিন কালের সমাহার - ত্রিকাল
খ) দু’দিকে অপ যার = দ্বীপ
গ) একদিকে চোখ যার = একচোখা
ঘ) অক্ষির অগোচরে = পরোক্ষ
সঠিক উত্তর: (ক)
১০২. যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটির নাম কী?
ক) সমস্যমান পদ
খ) ব্যাসবাক্য
গ) সমাসবাক্য
ঘ) নতুন বাক্য
সঠিক উত্তর: (ক)
১০৩. নিত্য সমাসের উদাহরণ কোনটি?
ক) উপনদী
খ) মনমাঝি
গ) নরপশু
ঘ) গ্রামান্তর
সঠিক উত্তর: (ঘ)
১০৪. ‘দা-কুমড়া’ কোন দ্বন্ধ সমাসের উদাহরণ?
ক) বিপরীতার্থক দ্বন্ধ
খ) মিলনার্থক দ্বন্ধ
গ) বিরোধার্থক দ্বন্ধ
ঘ) সমার্থক দ্বন্ধ
সঠিক উত্তর: (গ)
১০৫. কোনটি প্রাদি সমাসের উদাহরণ?
ক) গৃহস্থ
খ) ছা-পোষা
গ) উপকূল
ঘ) প্রগতি
সঠিক উত্তর: (ঘ)
১০৬. কোনটি ব্যধিকরণ বহুব্রীহি সমাসের উদাহরণ?
ক) কোলাকুলি
খ) ঊনপাঁজুরে
গ) হাতেখড়ি
ঘ) কথাসর্বস্ব
সঠিক উত্তর: (ঘ)
১০৭. ‘জনৈক’ কোন সমাসের উদাহরণ?
ক) কর্মধারয়
খ) বহুব্রীহি
গ) অলুক দ্বন্ধ
ঘ) নঞ্ বহুব্রীহি
সঠিক উত্তর: (ক)
১০৮. কুলার আকৃতিবিশিষ্ট কান যে রমণীর = কুলাকানী - কোন সমাস?
ক) মধ্যপদলোপী বহুব্রীহি
খ) দ্বন্ধ সমাস
গ) মধ্যপদলোপী কর্মধারয়
ঘ) নিত্য সমাস
সঠিক উত্তর: (ক)
১০৯. ‘গজনীর রাজা = গজনীরাজ’ এটি কোন সমাসের উদাহরণ?
ক) পঞ্চমী তৎপুরুষ সমাস
খ) ষষ্ঠী তৎপুরুষ সমাস
গ) উপপদ তৎপুরুষ সমাস
ঘ) বহুব্রীহি সমাস
সঠিক উত্তর: (ঘ)
১১০. পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষ্য হলে কেন বহুব্রীহি সমাস হয়?
ক) ব্যধিকরণ
খ) সমানাধিকরণ
গ) প্রত্যয়ান্ত
ঘ) মধ্যপদলোপী
সঠিক উত্তর: (খ)
১১১. ‘গাছপাকা’ কোন সমাস?
ক) ষষ্ঠী তৎপুরুষ
খ) সপ্তমী তৎপুরুষ
গ) চতুর্থী তৎপুরুষ
ঘ) পঞ্চমী তৎপুরুষ
সঠিক উত্তর: (খ)
১১২. ‘অহি-নকুল’ কোন শ্রেণির দ্বন্ধ সমাসের উদাহরণ?
ক) বিরোধার্থক
খ) বিপরীতার্থক
গ) সমার্থক
ঘ) মিলনার্থক
সঠিক উত্তর: (ক)
১১৩. কোনটি প্রাদি ও অব্যয়ীভাব এই উভয় সমাসই হয়?
ক) পরিভ্রমণ
খ) প্রভাব
গ) অতিমানব
ঘ) উদ্বেল
সঠিক উত্তর: (ঘ)
১১৪. ‘বেসুর’ কোন সমাস?
ক) অব্যয়ীভাব
খ) কর্মধারয়
গ) বহুব্রীহি
ঘ) তৎপুরু৯ষ
সঠিক উত্তর: (গ)
১১৫. পূর্বপদে বিভক্তি লোপে কোন সমাস হয়?
ক) অব্যয়ীভাব
খ) তৎপুরুষ
গ) কর্মধারয়
ঘ) দ্বিগু
সঠিক উত্তর: (খ)
১১৬. ‘অভাব’ অর্থে অব্যয়ীভাব সমাসের উদাহরণ কোনটি?
ক) নির্ভাবনা
খ) উচ্ছৃঙ্খল
গ) অনুক্ষণ
ঘ) প্রতিপক্ষ
সঠিক উত্তর: (ক)
১১৭. ‘উপশহর’ কোন সমাসের উদাহরণ?
ক) বহুব্রীহি
খ) প্রাদি
গ) অব্যয়ীভাব
ঘ) নিত্য সমাস
সঠিক উত্তর: (গ)
১১৮. সমাসবদ্ধ বা সমাসনিষ্পন্ন পদটির নাম কী?
ক) ব্যাসবাক্য
খ) বিগ্রহবাক্য
গ) সমস্যমান পদ
ঘ) সমস্তপদ
সঠিক উত্তর: (ঘ)
১১৯. ক্রিয়ার পারস্পরিক অর্থে কোন বহুব্রীহি সমাস হয়?
ক) সমানাধিকরণ বহুব্রীহি
খ) ব্যতিহার বহুব্রীহি
গ) ব্যধিকরণ বহুব্রীহি
ঘ) প্রত্যয়ান্ত বহুব্রীহি
সঠিক উত্তর: (খ)
১২০. ‘দশানন’ সমস্তপদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক) দশ ও আনন
খ) দশ সংখ্যক আনন
গ) দশ আননের সমাহার
ঘ) দশ আনন আছে যার
সঠিক উত্তর: (ঘ)
১২১. বিশেষণের সাথে বিশেষ্যের যে সমাস হয়, তাকে কী বলে?
ক) দ্বন্ধ
খ) বহুব্রীহি
গ) তৎপুরুষ
ঘ) কর্মধারয়
সঠিক উত্তর: (ঘ)
১২২. ‘স্মৃতিসৌধ’ কোন কর্মধারয় সমাস?
ক) মধ্যপদলোপী কর্মধারয়
খ) উপমান কর্মধারয়
গ) রূপক কর্মধারয়
ঘ) উপমিত কর্মধারয়
সঠিক উত্তর: (ক)
১২৩. সমাসের সাথে কোনটির কিছুটা মিল আছে?
ক) কারক
খ) ধাতু
গ) প্রকৃতি
ঘ) সন্ধি
সঠিক উত্তর: (ঘ)
১২৪. ব্যাপ্তি অর্থে কোন সমাস হয়?
ক) ২য়া তৎপুরুষ
খ) তৃতীয়া তৎপুরুষ
গ) ৫মী তৎপুরুষ
ঘ) ৬ষ্ঠী তৎপুরুষ
সঠিক উত্তর: (ক)
১২৫. ‘মেহেদীরাঙা’ - এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক) রাঙা যে মেহেদী
খ) মেহেদী যে রাঙা
গ) মেহেদী ও রাঙা
ঘ) মেহেদী রূপ রাঙা
সঠিক উত্তর: (ঘ)
১২৬. ‘পকেটমার’ কোন তৎপুরুষ সমাসের উদাহরণ?
ক) অলুক তৎপুরুষ
খ) উপপদ তৎপুরুষ
গ) সপ্তমী তৎপুরুষ
ঘ) তৃতীয়া তৎপুরুষ
সঠিক উত্তর: (খ)
১২৭. ‘সামীপ্যে’ অর্থে কোথায় অব্যয়ীভাব সমাস হয়েছে?
ক) উপকূল
খ) আগত
গ) গরমিল
ঘ) উপদ্বীপ
সঠিক উত্তর: (ক)
১২৮. সমপ্তপদকে ভেঙে যে বাক্যাংশ করা হয় তার নাম কী?
ক) সরলবাক্য
খ) মিশ্রবাক্য
গ) ব্যাসবাক্য
ঘ) জটিলবাক্য
সঠিক উত্তর: (গ)
১২৯. উপমান কর্মধারয় সমাস কোনটি?
ক) মুখচন্দ্র
খ) ক্রোধানল
গ) তুষারশুভ্র
ঘ) মনমাঝি
সঠিক উত্তর: (গ)
১৩০. কোন সমাসে সাধারণ ধর্মের উল্লেখ থাকে?
ক) উপমান কর্মধারয়
খ) উপমিত কর্মধারয়
গ) রূপক কর্মধারয়
ঘ) মধ্যপদলোপী কর্মধারয়
সঠিক উত্তর: (ক)
১৩১. ‘বিপদাপন্ন’ সমস্তপদটি কোন সমাসের উদাহরণ?
ক) অলুক দ্বন্ধ
খ) দ্বিতীয়া তৎপুরুষ
গ) তৃতীয়া তৎপুরুষ
ঘ) চতুর্থী তৎপুরুষ
সঠিক উত্তর: (খ)
১৩২. কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ?
ক) আমৃত্যু
খ) দর্শনমাত্র
গ) জীবন্মৃত
ঘ) সফল
সঠিক উত্তর: (ক)
১৩৩. ‘সমাস’ শব্দের অর্থ কী?
ক) বিশ্লেষণ
খ) সংক্ষেপণ
গ) সংযোজন
ঘ) সংশ্লেষণ
সঠিক উত্তর: (খ)
১৩৪. কোনটি মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ?
ক) শিশু সাহিত্য
খ) সাহিত্য সভা
গ) অরুণ রাঙ্গা
ঘ) সকাল সন্ধ্যা
সঠিক উত্তর: (খ)
১৩৫. ‘সুকাজ’ শব্দটির ‘সু’ কোন প্রকার উপসর্গ?
ক) হিন্দি
খ) তৎসম
গ) আরবি
ঘ) খাঁটি বাংলা
সঠিক উত্তর: (ঘ)
১৩৬. ‘অকেজো’ সমস্তপদটি কোন সমাসেরউদাহরণ?
ক) নঞ্ তৎপুরুষ
খ) নঞ্ বহুব্রীহি
গ) প্রত্যয়ান্ত বহুব্রীহি
ঘ) সবগুলো সঠিক
সঠিক উত্তর: (ঘ)
১৩৭. ‘মহাকীর্ত’ - এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক) মহান যে কীর্তি
খ) মহা যে কীর্তি
গ) মহতী যে কীর্তি
ঘ) মহা কীর্তি যার
সঠিক উত্তর: (গ)
১৩৮. বহুব্রীহি সমাসের নিষ্পন্ন পদটি কোন পদ প্রধান?
ক) পূর্বপদ
খ) অন্যপদ
গ) পরপদ
ঘ) উভয়পদ
সঠিক উত্তর: (খ)
১৩৯. বহুব্রীহি কত প্রকার?
ক) ৮
খ) ৯
গ) ৬
ঘ) ৭
সঠিক উত্তর: (ক)
১৪০. কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তার নাম কী?
ক) অলুক তৎপুরুষ
খ) উপপদ তৎপুরুষ
গ) নিত্য সমাস
ঘ) নঞ্ তৎপুরুষ
সঠিক উত্তর: (খ)
১৪১. কোন সমাসে ‘সমাহার’ ব্যাসবাক্য থাকে?
ক) দ্বন্ধ
খ) প্রাদি
গ) নিত্য
ঘ) দ্বিগু
সঠিক উত্তর: (ঘ)
১৪২. ‘পদ্ম নাভিতে যার = পদ্মনাভ’ - এটি কোন সমাস?
ক) কর্মধারয়
খ) তৎপুরুষ
গ) বহুব্রীহি
ঘ) দ্বিগু
সঠিক উত্তর: (গ)
১৪৩. জমা-খরচ কোন শব্দযোগে দ্বন্ধ সমাস?
ক) সমার্থক
খ) বিরোধার্থক
গ) বিপরীতার্থক
ঘ) মিলনার্থক
সঠিক উত্তর: (গ)
১৪৪. ‘জমা-খরচ’ এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক) জমার খরচ
খ) জমাকে খরচ
গ) জমা ও খরচ
ঘ) জমা হতে খরচ
সঠিক উত্তর: (গ)
১৪৫. ‘মহানবি’ শব্দটি কোন সমাস?
ক) তৎপুরুষ
খ) অব্যয়ীভাব
গ) বহুব্রীহি
ঘ) কর্মধারয়
সঠিক উত্তর: (ঘ)
১৪৬. ‘ছাগদুগ্ধ’ এ সমস্তপদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক) ছাগের দুগ্ধ
খ) ছাগ ও দুগ্ধ
গ) ছাগী হতে দুগ্ধ
ঘ) ছাগীর দুগ্ধ
সঠিক উত্তর: (ঘ)
১৪৭. উপমান কর্মধারয় সমাস কাকে বলে?
ক) দৃশ্যমান বস্তুর সাথে অদৃশ্যমান বস্তুর মিল থাকলে
খ) অদৃশ্য বস্তুর সাথে দৃশ্যমান বস্তুর মিল থাকলে
গ) সাধারণ গুণের উল্লেখ থাকলে
ঘ) দুটি বিশেষ পদের একটিকে বুঝায়
সঠিক উত্তর: (ক)
সারসংক্ষেপ:
১) সমাহার থাকলে দিগু সমাস।
২) সব পদের প্রাধান্য থাকলে দ্বন্দ্ব সমাস।
৩) বিভক্তি লোপ পেলে তা তত্পুরুষ সমাস। কোন বিভক্তি লোপ না পেলে তা অলুক তত্পুরুষ সমাস। আর negative অর্থে সমাস হলে নঞ তৎপুরুষ।
৪) প্র, পরা, অনু অব্যয় যুক্ত সমাস প্রাদি সমাস। অন্যান্য অব্যয় বা উপসর্গ যোগ হলে অব্যয়ীভাব সমাস।
৫) তুলনা করলে কর্মধারয় সমাস। বিশেষ্য-বিশেষ্যে অথবা বিশেষ্য-বিশেষণ দিয়ে (ক)মধ্যপদ লোপ পেয়ে, (খ) দুটি পদ দিয়ে একই ব্যক্তি/বস্তুকে নির্দেশ করে সমস্তপদ হলে তা কর্মধারয় সমাস।
৬) কোন পদের প্রাধান্য না নিয়ে নতুন কোন পদ (ব্যক্তি, বস্তু, ঘটনা) নির্দেশ করলে তা বহুব্রীহি সমাস।
এবার আপনার কাজ হল সমস্তপদ ও ব্যাসবাক্য দেখা এবং বুঝে নেওয়া আপনি সমাস নির্ণয় করতে পারছেন কিনা।
ক) তিন কালের সমাহার - ত্রিকাল
খ) দু’দিকে অপ যার = দ্বীপ
গ) একদিকে চোখ যার = একচোখা
ঘ) অক্ষির অগোচরে = পরোক্ষ
সঠিক উত্তর: (ক)
১০২. যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটির নাম কী?
ক) সমস্যমান পদ
খ) ব্যাসবাক্য
গ) সমাসবাক্য
ঘ) নতুন বাক্য
সঠিক উত্তর: (ক)
১০৩. নিত্য সমাসের উদাহরণ কোনটি?
ক) উপনদী
খ) মনমাঝি
গ) নরপশু
ঘ) গ্রামান্তর
সঠিক উত্তর: (ঘ)
১০৪. ‘দা-কুমড়া’ কোন দ্বন্ধ সমাসের উদাহরণ?
ক) বিপরীতার্থক দ্বন্ধ
খ) মিলনার্থক দ্বন্ধ
গ) বিরোধার্থক দ্বন্ধ
ঘ) সমার্থক দ্বন্ধ
সঠিক উত্তর: (গ)
১০৫. কোনটি প্রাদি সমাসের উদাহরণ?
ক) গৃহস্থ
খ) ছা-পোষা
গ) উপকূল
ঘ) প্রগতি
সঠিক উত্তর: (ঘ)
১০৬. কোনটি ব্যধিকরণ বহুব্রীহি সমাসের উদাহরণ?
ক) কোলাকুলি
খ) ঊনপাঁজুরে
গ) হাতেখড়ি
ঘ) কথাসর্বস্ব
সঠিক উত্তর: (ঘ)
১০৭. ‘জনৈক’ কোন সমাসের উদাহরণ?
ক) কর্মধারয়
খ) বহুব্রীহি
গ) অলুক দ্বন্ধ
ঘ) নঞ্ বহুব্রীহি
সঠিক উত্তর: (ক)
১০৮. কুলার আকৃতিবিশিষ্ট কান যে রমণীর = কুলাকানী - কোন সমাস?
ক) মধ্যপদলোপী বহুব্রীহি
খ) দ্বন্ধ সমাস
গ) মধ্যপদলোপী কর্মধারয়
ঘ) নিত্য সমাস
সঠিক উত্তর: (ক)
১০৯. ‘গজনীর রাজা = গজনীরাজ’ এটি কোন সমাসের উদাহরণ?
ক) পঞ্চমী তৎপুরুষ সমাস
খ) ষষ্ঠী তৎপুরুষ সমাস
গ) উপপদ তৎপুরুষ সমাস
ঘ) বহুব্রীহি সমাস
সঠিক উত্তর: (ঘ)
১১০. পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষ্য হলে কেন বহুব্রীহি সমাস হয়?
ক) ব্যধিকরণ
খ) সমানাধিকরণ
গ) প্রত্যয়ান্ত
ঘ) মধ্যপদলোপী
সঠিক উত্তর: (খ)
১১১. ‘গাছপাকা’ কোন সমাস?
ক) ষষ্ঠী তৎপুরুষ
খ) সপ্তমী তৎপুরুষ
গ) চতুর্থী তৎপুরুষ
ঘ) পঞ্চমী তৎপুরুষ
সঠিক উত্তর: (খ)
১১২. ‘অহি-নকুল’ কোন শ্রেণির দ্বন্ধ সমাসের উদাহরণ?
ক) বিরোধার্থক
খ) বিপরীতার্থক
গ) সমার্থক
ঘ) মিলনার্থক
সঠিক উত্তর: (ক)
১১৩. কোনটি প্রাদি ও অব্যয়ীভাব এই উভয় সমাসই হয়?
ক) পরিভ্রমণ
খ) প্রভাব
গ) অতিমানব
ঘ) উদ্বেল
সঠিক উত্তর: (ঘ)
১১৪. ‘বেসুর’ কোন সমাস?
ক) অব্যয়ীভাব
খ) কর্মধারয়
গ) বহুব্রীহি
ঘ) তৎপুরু৯ষ
সঠিক উত্তর: (গ)
১১৫. পূর্বপদে বিভক্তি লোপে কোন সমাস হয়?
ক) অব্যয়ীভাব
খ) তৎপুরুষ
গ) কর্মধারয়
ঘ) দ্বিগু
সঠিক উত্তর: (খ)
১১৬. ‘অভাব’ অর্থে অব্যয়ীভাব সমাসের উদাহরণ কোনটি?
ক) নির্ভাবনা
খ) উচ্ছৃঙ্খল
গ) অনুক্ষণ
ঘ) প্রতিপক্ষ
সঠিক উত্তর: (ক)
১১৭. ‘উপশহর’ কোন সমাসের উদাহরণ?
ক) বহুব্রীহি
খ) প্রাদি
গ) অব্যয়ীভাব
ঘ) নিত্য সমাস
সঠিক উত্তর: (গ)
১১৮. সমাসবদ্ধ বা সমাসনিষ্পন্ন পদটির নাম কী?
ক) ব্যাসবাক্য
খ) বিগ্রহবাক্য
গ) সমস্যমান পদ
ঘ) সমস্তপদ
সঠিক উত্তর: (ঘ)
১১৯. ক্রিয়ার পারস্পরিক অর্থে কোন বহুব্রীহি সমাস হয়?
ক) সমানাধিকরণ বহুব্রীহি
খ) ব্যতিহার বহুব্রীহি
গ) ব্যধিকরণ বহুব্রীহি
ঘ) প্রত্যয়ান্ত বহুব্রীহি
সঠিক উত্তর: (খ)
১২০. ‘দশানন’ সমস্তপদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক) দশ ও আনন
খ) দশ সংখ্যক আনন
গ) দশ আননের সমাহার
ঘ) দশ আনন আছে যার
সঠিক উত্তর: (ঘ)
১২১. বিশেষণের সাথে বিশেষ্যের যে সমাস হয়, তাকে কী বলে?
ক) দ্বন্ধ
খ) বহুব্রীহি
গ) তৎপুরুষ
ঘ) কর্মধারয়
সঠিক উত্তর: (ঘ)
১২২. ‘স্মৃতিসৌধ’ কোন কর্মধারয় সমাস?
ক) মধ্যপদলোপী কর্মধারয়
খ) উপমান কর্মধারয়
গ) রূপক কর্মধারয়
ঘ) উপমিত কর্মধারয়
সঠিক উত্তর: (ক)
১২৩. সমাসের সাথে কোনটির কিছুটা মিল আছে?
ক) কারক
খ) ধাতু
গ) প্রকৃতি
ঘ) সন্ধি
সঠিক উত্তর: (ঘ)
১২৪. ব্যাপ্তি অর্থে কোন সমাস হয়?
ক) ২য়া তৎপুরুষ
খ) তৃতীয়া তৎপুরুষ
গ) ৫মী তৎপুরুষ
ঘ) ৬ষ্ঠী তৎপুরুষ
সঠিক উত্তর: (ক)
১২৫. ‘মেহেদীরাঙা’ - এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক) রাঙা যে মেহেদী
খ) মেহেদী যে রাঙা
গ) মেহেদী ও রাঙা
ঘ) মেহেদী রূপ রাঙা
সঠিক উত্তর: (ঘ)
১২৬. ‘পকেটমার’ কোন তৎপুরুষ সমাসের উদাহরণ?
ক) অলুক তৎপুরুষ
খ) উপপদ তৎপুরুষ
গ) সপ্তমী তৎপুরুষ
ঘ) তৃতীয়া তৎপুরুষ
সঠিক উত্তর: (খ)
১২৭. ‘সামীপ্যে’ অর্থে কোথায় অব্যয়ীভাব সমাস হয়েছে?
ক) উপকূল
খ) আগত
গ) গরমিল
ঘ) উপদ্বীপ
সঠিক উত্তর: (ক)
১২৮. সমপ্তপদকে ভেঙে যে বাক্যাংশ করা হয় তার নাম কী?
ক) সরলবাক্য
খ) মিশ্রবাক্য
গ) ব্যাসবাক্য
ঘ) জটিলবাক্য
সঠিক উত্তর: (গ)
১২৯. উপমান কর্মধারয় সমাস কোনটি?
ক) মুখচন্দ্র
খ) ক্রোধানল
গ) তুষারশুভ্র
ঘ) মনমাঝি
সঠিক উত্তর: (গ)
১৩০. কোন সমাসে সাধারণ ধর্মের উল্লেখ থাকে?
ক) উপমান কর্মধারয়
খ) উপমিত কর্মধারয়
গ) রূপক কর্মধারয়
ঘ) মধ্যপদলোপী কর্মধারয়
সঠিক উত্তর: (ক)
১৩১. ‘বিপদাপন্ন’ সমস্তপদটি কোন সমাসের উদাহরণ?
ক) অলুক দ্বন্ধ
খ) দ্বিতীয়া তৎপুরুষ
গ) তৃতীয়া তৎপুরুষ
ঘ) চতুর্থী তৎপুরুষ
সঠিক উত্তর: (খ)
১৩২. কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ?
ক) আমৃত্যু
খ) দর্শনমাত্র
গ) জীবন্মৃত
ঘ) সফল
সঠিক উত্তর: (ক)
১৩৩. ‘সমাস’ শব্দের অর্থ কী?
ক) বিশ্লেষণ
খ) সংক্ষেপণ
গ) সংযোজন
ঘ) সংশ্লেষণ
সঠিক উত্তর: (খ)
১৩৪. কোনটি মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ?
ক) শিশু সাহিত্য
খ) সাহিত্য সভা
গ) অরুণ রাঙ্গা
ঘ) সকাল সন্ধ্যা
সঠিক উত্তর: (খ)
১৩৫. ‘সুকাজ’ শব্দটির ‘সু’ কোন প্রকার উপসর্গ?
ক) হিন্দি
খ) তৎসম
গ) আরবি
ঘ) খাঁটি বাংলা
সঠিক উত্তর: (ঘ)
১৩৬. ‘অকেজো’ সমস্তপদটি কোন সমাসেরউদাহরণ?
ক) নঞ্ তৎপুরুষ
খ) নঞ্ বহুব্রীহি
গ) প্রত্যয়ান্ত বহুব্রীহি
ঘ) সবগুলো সঠিক
সঠিক উত্তর: (ঘ)
১৩৭. ‘মহাকীর্ত’ - এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক) মহান যে কীর্তি
খ) মহা যে কীর্তি
গ) মহতী যে কীর্তি
ঘ) মহা কীর্তি যার
সঠিক উত্তর: (গ)
১৩৮. বহুব্রীহি সমাসের নিষ্পন্ন পদটি কোন পদ প্রধান?
ক) পূর্বপদ
খ) অন্যপদ
গ) পরপদ
ঘ) উভয়পদ
সঠিক উত্তর: (খ)
১৩৯. বহুব্রীহি কত প্রকার?
ক) ৮
খ) ৯
গ) ৬
ঘ) ৭
সঠিক উত্তর: (ক)
১৪০. কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তার নাম কী?
ক) অলুক তৎপুরুষ
খ) উপপদ তৎপুরুষ
গ) নিত্য সমাস
ঘ) নঞ্ তৎপুরুষ
সঠিক উত্তর: (খ)
১৪১. কোন সমাসে ‘সমাহার’ ব্যাসবাক্য থাকে?
ক) দ্বন্ধ
খ) প্রাদি
গ) নিত্য
ঘ) দ্বিগু
সঠিক উত্তর: (ঘ)
১৪২. ‘পদ্ম নাভিতে যার = পদ্মনাভ’ - এটি কোন সমাস?
ক) কর্মধারয়
খ) তৎপুরুষ
গ) বহুব্রীহি
ঘ) দ্বিগু
সঠিক উত্তর: (গ)
১৪৩. জমা-খরচ কোন শব্দযোগে দ্বন্ধ সমাস?
ক) সমার্থক
খ) বিরোধার্থক
গ) বিপরীতার্থক
ঘ) মিলনার্থক
সঠিক উত্তর: (গ)
১৪৪. ‘জমা-খরচ’ এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক) জমার খরচ
খ) জমাকে খরচ
গ) জমা ও খরচ
ঘ) জমা হতে খরচ
সঠিক উত্তর: (গ)
১৪৫. ‘মহানবি’ শব্দটি কোন সমাস?
ক) তৎপুরুষ
খ) অব্যয়ীভাব
গ) বহুব্রীহি
ঘ) কর্মধারয়
সঠিক উত্তর: (ঘ)
১৪৬. ‘ছাগদুগ্ধ’ এ সমস্তপদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক) ছাগের দুগ্ধ
খ) ছাগ ও দুগ্ধ
গ) ছাগী হতে দুগ্ধ
ঘ) ছাগীর দুগ্ধ
সঠিক উত্তর: (ঘ)
১৪৭. উপমান কর্মধারয় সমাস কাকে বলে?
ক) দৃশ্যমান বস্তুর সাথে অদৃশ্যমান বস্তুর মিল থাকলে
খ) অদৃশ্য বস্তুর সাথে দৃশ্যমান বস্তুর মিল থাকলে
গ) সাধারণ গুণের উল্লেখ থাকলে
ঘ) দুটি বিশেষ পদের একটিকে বুঝায়
সঠিক উত্তর: (ক)
সারসংক্ষেপ:
১) সমাহার থাকলে দিগু সমাস।
২) সব পদের প্রাধান্য থাকলে দ্বন্দ্ব সমাস।
৩) বিভক্তি লোপ পেলে তা তত্পুরুষ সমাস। কোন বিভক্তি লোপ না পেলে তা অলুক তত্পুরুষ সমাস। আর negative অর্থে সমাস হলে নঞ তৎপুরুষ।
৪) প্র, পরা, অনু অব্যয় যুক্ত সমাস প্রাদি সমাস। অন্যান্য অব্যয় বা উপসর্গ যোগ হলে অব্যয়ীভাব সমাস।
৫) তুলনা করলে কর্মধারয় সমাস। বিশেষ্য-বিশেষ্যে অথবা বিশেষ্য-বিশেষণ দিয়ে (ক)মধ্যপদ লোপ পেয়ে, (খ) দুটি পদ দিয়ে একই ব্যক্তি/বস্তুকে নির্দেশ করে সমস্তপদ হলে তা কর্মধারয় সমাস।
৬) কোন পদের প্রাধান্য না নিয়ে নতুন কোন পদ (ব্যক্তি, বস্তু, ঘটনা) নির্দেশ করলে তা বহুব্রীহি সমাস।
এবার আপনার কাজ হল সমস্তপদ ও ব্যাসবাক্য দেখা এবং বুঝে নেওয়া আপনি সমাস নির্ণয় করতে পারছেন কিনা।
Please Share This...........
Post a Comment