Header Ads

(পর্বঃ০১/৬) নবম-দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই থেকে সংগৃহিত গুরুত্ত্বপুর্ণ প্রশ্ন/ (Part: 01/6) The question of great importance collected from the class ninth-tenth Bangladesh and Global Studies book


 The question of great importance collected from the class ninth-tenth Bangladesh and Global Studies book
importance collected-geniusmanik.com
(পর্বঃ০১/৬)
নবম-দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই থেকে সংগৃহিত গুরুত্ত্বপুর্ণ প্রশ্ন

) সামরিক শাসন জারি করা হয়১৯৫৮ সালের অক্টোবর
) আইয়ুব খান ক্ষমতা দখল করেন১৯৫৮ সালের ২৭ অক্টোবর  
) মৌলিক গণতন্ত্র চালু করেনআইয়ুব খান
) আইয়ুব বিরোধী আন্দোলন শুরু হয়১৯৬১ সালে  
) ছাত্র সমাজ ১৫ দফা কর্মসূচি ঘোষণা করে১৯৬২ সালে  
) ভারত পাকিস্তান যুদ্ধ হয়১৯৬৫ সালের সেপ্টেম্বর  
) ভারত পাকিস্তান যুদ্ধ চলে১৭ দিন  
) বাঙ্গালি জাতির মুক্তির সনদ দফা দাবি
) দফা দাবি উথাপন করেনবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান  
১০) দফা দাবি উথাপন করা হয়১৯৬৬ সালের - ফেব্রুয়ারি  
১১) আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ছিল৩৫ জন  
১২) আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি করা হয়বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে
১৩) আগরতলা ষড়যন্ত্র মামলার শুনানি হয়১৯৬৮ সালের ১৯ জুন  
১৪) ঊনসত্তরের গণ অব্যুথান হয়১৯৬৯ সালে  
১৫) গণ অভ্যুথানে শহীদ হনআসাদ, . শামসুজ্জোহা  
১৬) আগরতাল ষড়যন্ত্র মামলা থেকে শেখ মুজিবুর রহমানকে মুক্তি দেয়া হয়১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি
১৭) শেখ মুজিবুর রহমানকেবঙ্গবন্ধুউপাধি দেয়া হয়১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি
১৮) আইয়ুব খান পদত্যাগ করেন১৯৬৯ সালের ২৫ মার্চ
১৯) কেন্দ্রীয় আইন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়১৯৭০ সালের ডিসেম্বর  
২০) নির্বাচনে মোট ভোটার ছিল কোটি ৬৪ লাখ
২১) কেন্দ্রীয় আইন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ আসন লাভ করে১৬৭ টি ( ১৬৯ এর মধ্যে)  
২২) প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়১৯৭০ সালের ১৭ ডিসেম্বর  
২৩) প্রাদেশিক পরিষদ নির্বাচনে .লীগ আসন পায়২৮৮ টি ( ৩০০ এর মধ্যে)  
২৪) পাকিস্তান জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করেনআগা খান
২৫) অধিবেশন স্থগিত করা হয়১৯৭১ সালের মার্চ  
২৬) অসহযোগ আন্দোলনের ডাক দেনবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান  
২৭) অসহযোগ আন্দোলনের ডাক দেয়া হয়১৯৭১ সালের মার্চ  
২৮) বঙ্গবন্ধুর মার্চের ভাষণের সময় পূর্ব পাকিস্তানে চলছিলঅসহযোগ আন্দোলন  
২৯) জাতীয় পরিষদের অধিবেশন আহবান করা হয়১৯৭১ সালের মার্চ  
৩০) পূর্ববাংলার স্বাধীনতার ঘোষণা দেয়া হয়১৯৭১ সালের মার্চের ঐতিহাসিক ভাষণে  
৩১) অপারেশন সার্চ লাইট চালানোর নীলনক্সা করা হয়১৯৭১ সালের ১৭ মার্চ
৩২) নীলনক্সা করেনটিক্কা খান, রাও ফরমান আলী  
৩৩) অপারেশন সার্চ লাইট হলো১৯৭১ সালের ২৫ মার্চের বর্বরহত্যাকান্ড
৩৪) বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন২৬ মার্চ প্রথম প্রহরে ওয়্যারলেসযোগে  
৩৫) বঙ্গবন্ধুকে শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয়২৬ মার্চ প্রথম প্রহরে আনুমানিক রাত .৩০ মিনিটে  
৩৬) শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন- ২৬ মার্চ প্রথম প্রহরে ২৫ মার্চ রাত ১২ টার পর
৩৭) বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাটি ছিলইংরেজিতে
৩৮) বাংলাদেশের অধিকাংশ নদীর উৎপত্তিস্থলভারতে  
৩৯) বাংলাদেশে নদী পথের দৈর্ঘ্য৯৮৩৩ কিমি  
৪০) সারাবছর নৌ চলাচলের উপযোগী নৌপথ,৮৬৫ কি.মি
৪১) অভ্যন্তরীন নৌ পরিবহন কর্তৃপক্ষ তৈরি হয়েছে১৯৫৮ সালে
৪২) কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র থেকর প্রথম বিদ্যুৎ উৎপাদন করা হয়পাকিস্তান আমলে
৪৩) অভ্যন্তরীন নৌ পথে দেশের মোট বাণিজ্যিক মালামালের৭৫% আনা নেয়া হয়
৪৪) বাংলাদেশ শিপিং কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়১৯৭২ সালে  
৪৫) বাংলাদেশে চা চাষ হচ্ছেউওর পূর্বাঞ্চলের পাহাড়ে  
৪৬) সারা বছর বৃষ্টিপাত হয়উষ্ণ আদ্র জরবায়ু অঞ্চলে  
৪৭) বাংলাদেশে চির হরিৎ বনাঞ্চলপার্বত্য চট্টগ্রামের বনাঞ্চল
৪৮) বাংলাদেশে খনিজ সম্পদ সমৃদ্ধ জেলা সমূহপূবাঞ্চলীয় পাহাড়ি জেলা সমূহ
৪৯) বাংলাদেশের লবণাক্তের পরিমাণ বেশিদক্ষিণাঞ্চলের বেশ কিছু এলাকা
৫০) বাংলাদেশের ক্রান্তীয় চিরহরিৎ পত্রপতনশীল বনভূমি- দক্ষিণ পূর্ব উত্তর পুর্ব অংশের পাহাড়ী অঞ্চল
৫১) চিরহরিৎ বনকে বলা হয়চির সবুজ বন  
৫২) চিরহরিৎ বনভূমির পরিমাণ১৪ হাজার বর্গ কি.মি
৫৩) প্রচুচুর বাঁশ বেত জন্মেসিলেটে  
৫৪) রাবার চাষ হয়পার্বত্য চট্টগ্রাম সিলেটে
৫৫) ক্রান্তীয় পাতাঝরা অরণ্যময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর, দিনাজপুর রংপুর জেলায়
৫৬) শীতকালে গাছের পাতা সম্পূর্ণ ঝরে যায়ক্রান্তীয় পাতাঝরা বনভূমির  
৫৭) ক্রান্তীয় পাতাঝরা বনভূমির প্রধান বৃক্ষশাল  
৫৮) মধুপুর ভাওয়াল বনভূমিময়মনসিংহ, টাঙ্গাইল গাজীপুরে  
৫৯) দিনাজপুরে এটিবরেন্দ্র নামে পরিচিত
৬০) স্রোতজ বনভূমি- দক্ষিণ পশ্চিমাংশের নোয়াখালী চট্টগ্রাম জেলার উপকূলীয় বন
৬১) স্রোতজ বনভূমি প্রধানত জন্মেসুন্দরবনে  
৬২) বাংলাদেশে স্রোতজ বা গরান বনভূমির পরিমাণ,১৯২ বর্গ কি.মি  
৬৩) বাংলাদেশ সরকারে বিভাগ টি  
৬৪) আইনবিভাগের কাজআইন প্রনয়ন প্রচলিত আইনের সংশোধন

Please share this………..

No comments