Header Ads

(পর্বঃ০২/৬) নবম-দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই থেকে সংগৃহিত গুরুত্ত্বপুর্ণ প্রশ্ন/(Part:02/6) The question of great importance collected from the class ninth-tenth Bangladesh and Global Studies book

 The question of great importance collected from the class ninth-tenth Bangladesh and Global Studies book
great importance collection-geniusmanik.com

(পর্বঃ০২/৬) নবম-দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই থেকে সংগৃহিত গুরুত্ত্বপুর্ণ প্রশ্ন


৬৫) আইন বিভাগের একটি অংশআইনসভা
৬৬) এপ্রিল মাসের গড় তাপমাত্রাকক্সবাজার ২৭.৬৪ ডিগ্রী, নারায়ণগঞ্জে ২৮.৬৬ ডিগ্রী, রাজশাহীতে ৩০ ডিগ্রী  
৬৭) গ্রীষ্মকালে বাংলাদেশের উপর দিয়ে বয়ে যায়দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু  
৬৮) কালবৈশাখী ঝড় আঘাত হানেপশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে  
৬৯) প্রলয়ংকারী ঘূর্ণিঝড় হয়১৯৯১ সালের ২৯ এপ্রিল
৭০) বাংলাদেশে বর্ষাকালজুন হতে অক্টোবর মাস
৭১) প্রচুর বৃষ্টিপাত হয়জুন মাসের শেষ দিকে মৌসুমী বায়ুর প্রভাবে
৭২) বর্ষাকালে আবহাওয়া সর্বদাউষ্ণ থাকে
৭৩) বর্ষাকালে গড় উষ্ণতা২৭ ডিগ্রী সে.  
৭৪) বর্ষাকালে সবচেয়ে বেশি গরম পড়েজুন সেপ্টেম্বর মাসে  
৭৫) বাংলাদেশের মোট বৃষ্টিপাতের/ ভাগ হয় হয় বর্ষাকালে  
৭৬) বর্ষাকালে সর্বোচ্চ সর্বনিম্ন গড় বৃষ্টিপাত হয়৩৪০ ১১৯ সে.মি  
৭৭) বর্ষাকালে ক্রমে বৃষ্টিপাত বেশি হয়পশ্চিম হতে পূর্ব দিকে  
৭৮) বর্ষাকালে বিভিন্ন জেলার বৃষ্টিপাতের পরিমানপাবনায় প্রায় ১১৪, ঢাকায় ১২০, কুমিল্লায় ১৪০, শ্রীমঙ্গলে ১৮০ এবং রাঙ্গামাটিতে ১৯০ সে.মি
৭৯) বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়মৌসুমী বায়ুর প্রভাবে
৮০) বর্ষাকালে পর্বতের পাদদেশে এবং উপকূলবর্তী অঞ্চলের কোথাও বৃষ্টিপাত২০০ সে.মি কম হয় ৮১) বর্ষাকালে বিভিন্ন অঞ্চলের বৃষ্টিপাতসিলেটের পাহাড়ী অঞ্চলে ৩৪০ সেমি, পটুয়াখালীতে ২০০ সেমি, চটগ্রামে ২৫০ সেমি, রাঙ্গামাটিতে ২৮০ সেমি এবং কক্সবাজারে ৩২০ সেমি
৮২) জলবায়ু পরিবর্তনের কারনে সমুদ্রপৃষ্টের উচ্চতা প্রতি বছর গড়ে বৃদ্ধি মিমি থেকে মিমি ( হিরন পয়েন্ট, চর চংগা, কক্সবাজার)
৮৩) গত হাজার বছরে ভূমিকম্পে পৃথিবীতে মানুষ মারা যায়প্রায় কোটি ৫০ লাখ  
৮৪) ভৌগোলিক ভাবে বাংলাদেশের অবস্থানইন্ডিয়ান ইউরোপিয়ান প্লেটের সীমানায়
৮৫) বাংলাদেশে ভূমিকম্পের মানবসৃষ্ট কারনপাহাড় কাটা
৮৬) ভূমিকম্পের ফলে সমুদ্রের পানি উপকূলে উঠে১৫-২০ মিটার উঁচু হয়ে
৮৭) ভূমিকম্পের ফলে সৃষ্টি হয়সুনামি
৮৮) ইন্দোনেশিয়ায় মারাত্নক সুনামি আঘাত হানে২০০৪ সালের ২৬ ডিসেম্বর  
৮৯) বাংলাদেশে ভূমিকম্প হয়ে থাকেটেকটনিক প্লেটের সংঘর্ষের কারনে
৯০) বাংলাদেশের ভূমিকম্প বলয় মানচিত্র তৈরি করেছিলেনফরাসি ইঞ্জিনিয়ার কনসোর্টিয়াম ১৯৮৯ সালে  
৯১) তিনি বলয় দেখিয়েছেন টি  
৯২) বলয়গুলোকে ভাগ করেছেনপ্রলয়ংকারী, বিপজ্জনক, লঘু  
৯৩) এই বলয় সমূহকে বলা হয়সিসমিক রিস্ক জোন  
৯৪) বরেন্দ্রভূমিনওগাঁ, রাজশাহী, বগুড়া, জয়পুরহাট, রংপুর দিনাজপুরের অংশ বিশেষ নিয়ে গঠিত ৯৫) বরেন্দ্রভূমির আয়তন৯৩২০ বর্গ কি.মি  
৯৬) প্লাবন সমভূমি থেকে এর উচ্চতা থেকে ১২ মিটার
৯৭) বরেন্দ্র অঞ্চলের মাটিধূসর লাল বর্ণের  
৯৮) মধুপুর ভাওয়ালের সোপানের আয়তন,১০৩ বর্গ কি.মি  
৯৯) সমভূমি থেকে এর উচ্চতা৬থেকে ৩০ মিটার
১০০) মধুপুর ভাওয়ালের মাটিলালচে ধূসর  
১০১) লালমাই পাহাড়কুমিল্লা শহর থেকে কি.মি পশ্চিমে  
১০২) লালমাই পাহাড়ের আয়তন৩৪ বর্গ কি.মি  
১০৩) এই পাহাড়ের উচ্চতা২১ মিটার  
১০৪) লালমাই পাহাড়ের মাটি- লালচে, এবং নুড়ি, বালি কংকর মিশ্রিত
১০৫) বাংলাদেশের নদী বিধৌত বিস্তীর্ণ সমভূমিপ্রায় ৮০%
১০৬) প্লাবন সমভূমির আয়তন,২৪,২৬৬ বর্গ কি.মি  
১০৭) প্লাবন সমভূমিদেশের উত্তর পশ্চিমে অবস্থিত রংপুর দিনাজপুর জেলার অধিকাংশ  
১০৮) উপকূলীয় সমভূমিনোয়াখালী, ফেনীর নিম্নভাগ থেকে কক্সবাজার পর্যন্ত  
১০৯) স্রোতজ সমভূমিখুলনা পটুয়াখালী বরগুনা জেলার কিয়দংশ
১১০) জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান৯ম
১১১) ২০০১ সালে জনসংখ্যা ছিল১২.৯৩ কোটি
(২০১৭সালে১৬৩,১৮৭,০০০ জন প্রায়)

১১২) জনসংখ্যা বৃদ্ধির হার ছিল.৪৮%  
১১৩) বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার.৩৭ %
১১৪) আদমশুমারি ২০১১ অনুযায়ী জনসংখ্যা১৪.৯৭ কোটি (১৪,৯৭,৭২,,৬৪জন)  
১১৫) প্রতি বর্গকিলোমিটারে বাস করে১১০৬ জন  
১১৬) জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কমপার্বত্য অঞ্চল সুন্দরবনে  
১১৭) শীত গ্রীষ্মের তারতম্য বেশীদেশের উত্তরাঞ্চলে  
১১৮) বর্তমানে মাথাপিছু জমির পরিমান.২৫ একর  
১১৯) বাংলাদেশের জলবায়ুক্রান্তীয় মৌসুমী জলবায়ু
১২০) বাংলাদেশে শীতকাল- নভেম্বর থেকে ফেব্রুয়ারি  
১২১) শীতকালে দেশের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা২৯ ডিগ্রী ১১ ডিগ্রী সে.
১২২) বাংলাদেশের শীতলতম মাস- জানুয়ারি  
১২৩) জানুয়ারি মাসের গড় তাপমাত্রা১৭. ডিগ্রী সে.  
১২৪) জানুয়ারি মাসে সবচেয়ে কম তাপমাত্রাদিনাজপুরে ১৬.
১২৫) বাংলাদেশে গ্রীষ্মকালমার্চ থেকে মে মাস
১২৬) গ্রীষ্মকালে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা৩৮ এবং ২১ ডিগ্রী সে.  
১২৭) উষ্ণতম মাসএপ্রিল মাস
১২৮) মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাব দেন১৯৩৭ সালে

Please share this………..

No comments