(পর্বঃ০৪/৬) নবম-দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই থেকে সংগৃহিত গুরুত্ত্বপুর্ণ প্রশ্ন/(Part:04/6) The question of great importance collected from the class ninth-tenth Bangladesh and Global Studies book
great importance collected-geniusmanik.com |
(পর্বঃ০৪/৬) নবম-দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই থেকে সংগৃহিত গুরুত্ত্বপুর্ণ প্রশ্ন
১৯৩) বৈদ্যনাথ তলার বর্তমান নাম – মুজিবনগর
১৯৪) মুজিবনগর সরকার গঠিত হয় – ১৯৭১ সালের ১০ এপ্রিল
১৯৫) বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা আদেশ আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয় – ১৯৭১ সালের ১০ এপ্রিল
১৯৬) মুজিবনগর সরকার শপথ গ্রহন করে – ১৯৭১ সালের ১৭ এপ্রিল
১৯৭) মুজিব নগর সরকারের রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
১৯৮) উপরাষ্ট্রপতি – সৈয়দ নজরুল ইসলাম
১৯৯) প্রধান মন্ত্রী – তাজ উদ্দীন আহমেদ
২০০) অর্থমন্ত্রী – এম. মনসুর আলী।
২০১)মুজিবনগর সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী – এ.এইচ. এম.
কামারুজ্জামান
২০২) মুজিবনগর সরকারের পররাষ্ট্রমন্ত্রী – খন্দকার মোশতাক আহমেদ
২০৩) মুজিব নগর সরকারের
শপথবাক্য পাঠ করান – অধ্যাপক
ইউসুফ আলী
২০৪) মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন
– কর্ণেল ( অব.) এম.এ.
জি ওসমানী
২০৫) মুজিব নগর সরকারের
প্রধান উদ্দেশ্য ছিল – মুক্তিযুদ্ধ পরিচালনা
ও বাংলাদেশের পক্ষে বিশ্বে জনমত
সৃষ্টি করা
২০৬) মুজিবনগর সরকারের মন্ত্রনালয় ছির – ১২ টি
২০৭) মুজিবনগর সরকারের বিশেষ দূত ছিলেন
– বিচারপতি আবু সাঈদ চৌধুরী
২০৮) বাংলাদেশে কয়টি সামরিক জোনে
ভাগ করা হয় – ৪
টি ( ১৯৭১ সাল ১০
এপ্রিল)
২০৯) ৪ সামরিক জোনে
ছিলেন – ৪ জন সেক্টর
কমান্ডার
২১০) ১১ এপ্রিল পুনঃরায়
ভাগ করা হয় – ১১
টি সেক্টরে
২১১) মুক্তিযুদ্ধের ব্রিগেড ফোর্স ছিল – ৩
টি
২১২) কাদেরীয়া বাহিনী ছিল – টাঙ্গাইলের
২১৩) ইপিআর – ইষ্ট পাকিস্তান রাইফেল
২১৪) বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বলা যায় – গণযুদ্ধ
বা জনযুদ্ধ
২১৫) ভারতে শরার্থী ছিল
– ১ কোটি
২১৬) বুদ্ধিজীবীদের হত্যাকরা হয় – ১৯৭১ সালের
১৪ ডিসেম্বর
২১৭) ১১ দফা আন্দোলন
হয়েছিল – ১৯৬৮ সালে
২১৮) ১৯৭১ সালের মার্চ
মাসে চলছিল – বঙ্গবন্ধুর অসহযোগ আন্দোলন
২১৯) মুজিবনগর সরকারের অধীনে ” পরিকল্পনা সেল ” গঠন করে
– পেশাজীবীরা
২২০) মুক্তিযুদ্ধে সম্ভ্রম হারান – প্রায় তিন লক্ষ
নারী
২২১) স্বাধীন বাংলা বেতার কেন্দ্র
চালু করেন – চট্টগ্রাম বেতারের
শিল্পী ও সংস্কৃতিনকর্মীরা
২২২) ভারত বাংলাদেশকে স্বীকৃতি
দেয় – ৬ ডিসেম্বর১৯৭১
২২৩) মুক্তি বাহিনী ও
ভারতীয় বাহিনী মিলে গঠিত
হয় – যৌথ কমাণ্ড
২২৪) মুক্তিযুদ্ধের পক্ষে বহির্বিশ্বে প্রচারের
প্রধান কেন্দ্র ছিল – লন্ডন
২২৫) কনসার্ট ফর বাংলাদেশ এর
শিল্পী ছিলেন – জর্জ হ্যারিসন
২২৬) কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত
হয় – যুক্তরাষ্ট্রর নিউইয়র্ক শহরে ( ৪০০০০ লোক
ছিল)
২২৭) স্বাধীন বাংলাদেশ সরকার ক্ষমতা গ্রহন
করে – ১৯৭১ সালের ২২
ডিসেম্বর
২২৮) বঙ্গবন্ধু দেশে ফিরে আসেন
– ১৯৭২ সালের ১০ জানুয়ারি
২২৯) অস্থায়ী সংবিধান আদেশ জারি করা
হয় – ১৯৭২ সালের ১১
জানুয়ারি
২৩০) অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন
– বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
২৩১) গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত
হয় – ১৯৭২ সালের ১০
এপ্রিল
২৩২) সংবিধান প্রনয়ণ কমিটির সদস
ছিলেন – ৩৪ জন
২৩৩) সংবিধান কমিটি খসড়া সংবিধান
পেশ করেন – ১৯৭২ সালের
১২ অক্টোবর
২৩৪) সংবিধান গণ পরিষদে গৃহীত
হয় – ১৯৭২ সালের ৪
নভেম্বর
২৩৫) বাংলাদেশের সংবিধান কার্যকর হয় – ১৯৭২ সালের
১৬ ডিসেম্বর থেকে
২৩৬) সংবিধানের মূলনীতি – ৪ টি
২৩৭) বাংলাদেশ গণ পরিষদ আদেশ
জারি করা হয় – ১৯৭২
সালের ২৩ মার্চ
২৩৮) বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন
– ড. কুদরত এ খুদা
কমিশন
২৩৯) বাংলাদেশের প্রথম সাধারন নির্বাচন
অনুষ্ঠিত হয় – ১৯৭৩ সালের
৭ মার্চ
২৪০) বাংলাদেশের পররাষ্ট্র নীতি ছিল – সকলের
সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা
নয়
২৪১) প্রথম দিকে বাংলাদেশকে
স্বীকৃতি দান করে – ১৪০
টি দেশ
২৪২) চট্টগ্রাম বন্দরের মাইনমুক্ত করার বিষয়ে সহযোগিতা
করে – সোভিয়েত ইউনিয়ন
২৪৩) ভারতীয় বাহিনী বাংলাদেশ
ছাড়ে – ১৯৭২ সালের মার্চে
২৪৪) বাংলাদেশ কমনওয়েলথের সদস্য হয় – ১৯৭২
সালে
২৪৫) জাতিসংঘের সদস্যপদ লাভ করে – ১৯৭৪
সালের ১৭ সেপ্টেম্বর
২৪৬) জাতি সংঘের সাধারণ
অধিবেশনে সর্বপ্রথম বাংলায় ভাষণ দেন
– বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
২৪৭) বঙ্গবন্ধু পুরষ্কার পান – জুলিও কুরি
শান্তি পদক
২৪৮) জুলিও কুরি পদক
দেয় – বিশ্বশান্তি পরিষদ
২৪৯) সংবিধান কমিটির প্রধান ছিলেন
– ড. কামাল হোসেন
২৫০) সংবিধান প্রণয়ণ কমিটিতে মহিলা
সদস্য ছিলেন – ১ জন
২৫১) বাংলাদেশের সংবিধান প্রনয়ণে সময় লাগে – ১০
মাস
২৫২) বাংলাদেশ সংবিধান – লিখিত ও দুষ্পরিবর্তনীয়
২৫৩) সংবিধানে ন্যায়পাল সৃষ্টির কথা বলা হয়েছে
– ৭৭ নং অনুচ্ছেদে
২৫৪) বীরঙ্গনাদের সরকার ” নারী মুক্তিযোদ্ধার স্বীকৃতি
দেয় – ২০১৬ সালের ২৯
জানুয়ারি
২৫৫) সর্বজনীন ভোটাধিকারের নীতি – এক ব্যক্তি
এক ভোট নীতি
২৫৬) সুপ্রীম কোর্ট বাতিল করে
সংবিধানের – ৫ম, ৭ম ও
১৩ দশ সংশোধনী
Post a Comment