(পর্বঃ০৫/৬) নবম-দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই থেকে সংগৃহিত গুরুত্ত্বপুর্ণ প্রশ্ন/(Part:05/6) The question of great importance collected from the class ninth-tenth Bangladesh and Global Studies book
great importance collection-geniusmanik.com |
(পর্বঃ০৫/৬) নবম-দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই থেকে সংগৃহিত গুরুত্ত্বপুর্ণ প্রশ্ন
২৫৭) জাতীয় শোক দিবস
– ১৫ আগষ্ট
২৫৮) বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয় – ১৯৭৫ সালের ১৫ আগষ্ট
২৫৯) জাতীয় ৪ নেতাকে গ্রেপ্তার করা হয় – ১৯৭৫ সালে ২২ আগষ্ট
২৫৮) বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয় – ১৯৭৫ সালের ১৫ আগষ্ট
২৫৯) জাতীয় ৪ নেতাকে গ্রেপ্তার করা হয় – ১৯৭৫ সালে ২২ আগষ্ট
২৬০)
রাজনৈতিক দল ও কার্যকলাপ
নিষিদ্ধ করা হয় – ১৯৭৫
সালের ৩১ আগষ্ট
২৬১) ইনডেমনিটি অধ্যাদেশ জারি করেন – খন্দকার
মোশতাক আহমেদ
২৬২) ইনডেমনিটি অধ্যাদেশ জারি করা হয়
– ১৯৭৫ সালের ২৬ সেপ্টেম্বর
২৬৩)
খালেদ মোশাররফ এর নেতৃত্বে সেনা
অভ্যুথান হয় -১৯৭৫ সালের
৩ নভেম্বর
২৬৪) জাতীয় ৪ নেতাকে
হত্যা করা হয় – ১৯৭৫
সালের ৩ নভেম্বর
২৬৫) বাংলাদেশে সেনা শাসন আমল
– ১৯৭৫ সালের ১৫ আগষ্টের
পর থেকে ১৯৯০ পর্যন্ত
২৬৬) গণতন্ত্রের যাত্রা শুরু হয়
– ১৯৯১ সালে
২৬৭) জিয়াউর রহমান সেক্টর
কমান্ডার ছিলেন – ২ নং সেক্টরের
২৬৮) জিয়াউর রহমান রাষ্ট্রপতি
পদে অধিষ্ঠিত হন – ১৯৭৭ সালের
২১ এপ্রিল
২৬৯) রাষ্টপতি নির্বাচন অনুষ্ঠিত হয় – ১৯৭৮ সালের
৩ জুন
২৭০) বাংলাদেশের ২য় জাতীয় সংসদ
নির্বাচন অনুষ্ঠিত হয় – ১৯৭৯ সালের
১৮ ফেব্রুয়ারি
২৭১) সংবিধানের ৫ম সংশোধনী অবৈধ
বলে সুপ্রীম কোর্ট রায় দেন
– ২০০৮ সালে
২৭২) সার্ক গঠনের উদ্যেগক্তা
– জিয়াউর রহমান
২৭৩) রাষ্টপতি জেনারেল জিয়াউর রহমান নিহত
হন – ১৯৮১ সালের ৩১
মে
২৭৪) জিয়াউর রহমানের সামরিক
শাসন ছিল – সাড়ে ৫
বছর
২৭৫) জেনারেল এরশাদ রাষ্টপতি হন
– ১৯৮৩ সালের ১১ ডিসেম্বর
২৭৬) রাষ্টপতি এরশাদ রাজনৈতিক কার্যক্রম
নিষিদ্ধ করেন – ১৯৮২ সালের
২৪ মার্চ
২৭৭) সামরিক শাসনের বিরুদ্ধে
প্রথম বিক্ষোভ হয় – ১৯৮৩ সালে
২৭৮) গণ আন্দোলন হয়
– ১৯৯০ সালে
২৭৯) জেনারেল এরশাদ পদত্যাগ করেন
– ১৯৯০ সালের ৬ ডিসেম্বর
২৮০) এরশাদ ক্ষমতা দখল
করেন – ১৯৮২ সালের ২৪
মার্চ
২৮১) ঘরোয়া রাজনীতির অনুমতি
দেয়া হয় – ১৯৮৩ সালের
১ এপ্রিল
২৮২) ইউনিয়ন পরিষদ নির্বাচন
অনুষ্ঠিত হয় – ১৯৮৩ সালে
২৮৩) পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত
হয় – ১৯৮৪ সালে
২৮৪) এরশাদ গণভোটের আয়োজন
করেন – ১৯৮৫ সালের ২১
মার্চ
২৮৫) উপজেলা পদ্ধতি চালু
করেন – এরশাদ
২৮৬) উপজেলা পরিষদ নির্বাচন
অনুষ্ঠিত হয় – ১৯৮৫ সালের
১৬ ও ২১ মে
২৮৭) বাংলাদেশের ৩য় জাতীয় সংসদ
নির্বাচন হয় – ১৯৮৬ সালের
৭ মে
২৮৮) ৪র্থ জাতীয় সংসদ
নির্বাচনের আয়োজন করা হয়
– ১৯৮৮ সালের ৩ মার্চ
২৮৯) জেনারেল এরশাদের শাসন আমল – ৯
বছর
২৯০) প্রথম গণতান্ত্রিক নির্বাচন
অনুষ্ঠিত হয় – ১৯৯১ সালের
২৭ ফেব্রুয়ারি
২৯১) নুর হোসেন শহীদ
হন – স্বৈরাচার বিরোধি আন্দোলন ১৯৮৭
সালের ১০ নভেম্বর
২৯২) এরশাদ জরুরি অবস্থা
ঘোষণা করেন – ১৯৮৭ সালের
২৭ নভেম্বর
২৯৩) সর্বদলীয় ছাত্র ঐক্য গঠন
করা হয় – ১৯৯০ সালের
১০ অক্টোবর ( ২২ টি ছাত্র
সংগঠন)
২৯৪) ডা. সামসুল আলম
মিলন গুলিবিদ্ধ হয়ে মারা যান
– ১৯৯০ সালের ২৭ নভেম্বর
২৯৫) ৫ম জাতীয় সংসদ
নির্বাচন অনুষ্ঠিত হয় – ১৯৯১ সালের
২৭ ফেব্রুয়ারি
২৯৬) তত্ববধায়ক সরকারে বিল সংসদে
পাশ হয় – ১৯৯৬ সালের
২৬ মার্চ
২৯৭) তত্তবধায়ক সরকারের প্রথম প্রধান উপদেষ্টা
ছিলেন – বিচারপতি হাবিবুর রহমান
২৯৮) তত্ববধায়ক সরকারের অধীনে প্রথম নির্বাচন
অনুষ্ঠিত হয় – ১২ জুন
১৯৯৬ সালে ( ৭ম জাতীয়
নির্বাচন)
২৯৯) ৮মম জাতীয় নির্বাচন
অনুষ্ঠিত হয় – ২০০১ সালের
১ অক্টোবর
৩০০) বাংলাদেশে ১/ ১১ এর
সময় কাল – ২০০৭ সাল
৩০১) ৮ম জাতীয় সংসদ
নির্বাচন হয় – ২০০৮ সালের
২৯ ডিসেম্বর
৩০২) ১৯৭২ সালে বাংলাদেশের
দারিদ্র্যের হার ছিল – ৭০%
৩০৩) ৪০ বছরে দারিদ্যের
হার কমেছে – ৩০%
৩০৪) ৪ দশকে শিশু
মৃত্যু হার কমেছে -প্রতি
হাজারে ১৮৫ থেকে ৪৮
৩০৫) বাংলাদেশের প্রথম জাতীয় শিক্ষানীতি
প্রনীত হয় – ২০১০ সালে
৩০৬) পারিবারিক সংহিংসতা ও সুরক্ষা আইন
– ২০১০ সালে প্রণীত হয়
৩০৭) জাতীয় খাদ্য নীতি
– ২০০৬ সালে
৩০৮) জাতীয় শিশু নীতি
প্রণীত হয় – ২০১১ সালে
৩০৯) জাতীয় শিশু নীতি
২০১১ অনুযায়ী শিশু বলে বিবেচিত
হবে -১৮ বছরের কম
বয়সী সব ব্যক্তি
৩১০) বাংলাদেশ পলল গঠিত – আদ্র
অঞ্চল
৩১১) বাংলাদেশের পাহাড়ী অঞ্চল – উত্তর
পূর্ব ও দক্ষিণ পূর্বে
৩১২) উঁচু ভুমির অবস্থান
– উত্তর পশ্চিমাংশে
৩১৩) বাংলাদেশের ভূ প্রকৃতি – নিচু
ও সমতল
৩১৪) দক্ষিণ এশিয়ার বড়
নদী – ৩ টি( গঙ্গা,
ব্রক্ষপুত্র, মেঘনা)
৩১৫) বাংলাদেশের অবস্থান – এশিয়া মহাদেশের দক্ষিণে
৩১৬) বাংলাদেশের অবস্থান – ২০.৩৪“ উত্তর
অক্ষরেখা থেকে ২৬.৩৮”
উত্তর অক্ষরেখার মধ্যে
৩১৭) দ্রাঘিমা রেখা – ৮৮.০১”
থেকে ৯২.৪১” পূর্ব
দ্রাঘিমা
৩১৮) বাংলাদেশের মাঝামাঝি দিয়ে অতিক্রম করেছে
– কর্কটক্রান্তি রেখা ( ২৩.৫”)
৩১৯) বাংলাদেশের উত্তরে – পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম
৩২০) পূর্বে – আসাম, ত্রিপুরা, মিজোরাম,মায়ানমার
৩২১) দক্ষিণে – বঙ্গোপসাগর
৩২২) মোট আয়তন – ১,৪৭,৬১০ কি.মি.।
Post a Comment