Header Ads

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন/Preparatory Suggestions for Primary Assistant Teacher Recruitment Exam


/Preparatory Suggestions for Primary Assistant Teacher Recruitment Exam
Preparatory Suggestion-geniusmanik.com

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন



. ‘সঞ্চিতাকোন কবির কাব্য সংকলন?

উত্তর: কাজী নজরুল ইসলাম

২. বাংলা সাহিত্যের সনেট রচনার প্রবর্তক কে?

উত্তর:মাইকেল মধুসূদন দত্ত

.’Bitter’ শব্দটির Verb হচ্ছে-

উত্তর: Embitter

. ‘Please’ শব্দটির Noun হচ্ছে__

উত্তর: Pleasure

. Numbering’ শব্দটির Verb হচ্ছে___

উত্তর: Enumerate

.’Sea’ শব্দটির Adjective হচ্ছে__

উত্তর:Marine

. x + =3 হলে x4+ ( )4 = কত?

উত্তর:47

. x3 – y3=513 এবং x – y = 3 হলে xy-এর মান কত?

উত্তর:54

. সমকোণী ত্রিভূজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে 3 4 সেমি হলে এর অতিভুজের মান কত?

উত্তর: 5 সেমি

১০. ‘গৃহদাহউপন্যাসটির রচয়িতা কে?

উত্তর:শরৎচন্দ্র চট্রোপাধ্যায়

১১. ‘ক্রীতদাসের হাসিউপন্যাসটির রচয়িতা কে?

উত্তর:শওকত ওসমান

১২. কোনটি শুদ্ধ বানান?

উত্তর: Occasion

১৩. কোনটি শুদ্ধ বানান?

উত্তর:Grievance

১৪. সুষম বাহুভুজের একটি অন্তকোণের পরিমাণ ১৩৫০ হলে উহার বাহুর সংখ্যা কত?

উত্তর:

১৫. ২০ জন লোক কোনো কাজ ১৫ দিনে করতে পারে, কিন্তু কাজ আরম্ভের ১০ দিন পর কিছু লোক চলে যাওয়ায় বাকী কাজ ১০ দিনে শেষ হল কতজন লোক চলে গিয়েছিল?

উত্তর: ১০ জন

১৬. পিতা পুত্রের বয়সের অনুপাত বছর পূর্বে, তাদের বয়সের অনুপাত ছিল ১৩ বর্তমানে কার বয়স কত?

উত্তর:৫৬ বছর, ২৪ বছর

১৭. ১২টি পেনসিলের ক্রয়মূল্য ৮টি পেনসিলের বিক্রয় মূল্যের সমান লাভের হার কত?

উত্তর:৫০%

১৮. ‘মানচিত্রনাটকটির রচয়িতা কে?

উত্তর:আনিস চৌধুরী

১৯. ‘পায়ের আওয়াজ পাওয়া যায়নাটকটির রচয়িতা কে?

উত্তর:সৈয়দ শামসুল হক

২০. কোনটি শুদ্ধ বানান?

উত্তর:সর্বাঙ্গীণ

২১. প্রতি বছর কোনো শহরের লোক সংখ্যার % জন্মগ্রহণ করে এবং % মারা যায় এক বছরে শহরে ৪০০ লোক বৃদ্ধিপ্রাপ্ত হলে শহরের লোকসংখ্যা কত ছিল?

উত্তর: ১০০০০

২২. যে বায়ু সর্বদাই উচ্চ চাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয়?

উত্তর:নিয়ত বায়ু

২৩. উপকূলে কোনো একটি স্থানে পরপর দুটি জোয়ারের সময়ের ব্যবধান হলো__

উত্তর:প্রায় ১২ ঘন্টা

২৪. কোনটি শুদ্ধ বানান?

উত্তর: ঊর্মি

২৫. সামাজিক কাঠামোর অবিচ্ছেদ্য উপাদান হলো__

উত্তর:মূল্যবোধ

২৬. সূর্য অন্যান্য গ্রহের উচ্চতা পরিমাপক যন্ত্র__

উত্তর:সেক্সট্যান্ট

২৭. ভারত বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে__

উত্তর: ডিসেম্বর, ১৯৭১

২৮. কোন শুদ্ধ বানান?

উত্তর: Satellite

২৯. কোনটি শুদ্ধ বানান?

উত্তর:Heterogeneous

৩০. বাংলাদেশের অস্থায়ী সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন__

উত্তর:খন্দকার মুশতাক আহমেদ

৩১. ‘Who gave you this pen?’ বাক্যের Passive form হচ্ছে__

উত্তর:By whom were you given this pen?

৩২. ‘Everything hinges ____ what happens next’ বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে__

উত্তর: upon

৩৩. ‘Hurry up! we have to go _____ five minutes’ বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে___

উত্তর:in

৩৪. ২০০৪ সাল পর্যন্ত সংবিধান সংশোধন করা হয়েছে__

উত্তর:১৫ বার

৩৫. কোনটি শুদ্ধ বানান?

উত্তর: ইন্দ্রিয়

৩৬. কে জাতীয় সংসদের অধিবেশন আহবান করেন?

উত্তর:রাষ্ট্রপতি

৩৭. ‘এই বনে বাঘের ভয় নাইবাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

উত্তর:অপাদানে ষষ্ঠী

৩৮. ‘আমি বই পড়িবাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

উত্তর: কর্মে প্রথমা

৩৯. ‘সপ্তর্ষিশব্দটি কোন সমাস?

উত্তর:দ্বিগু সমাস

৪০. ‘কিরণ’- এর সমার্থক শব্দ নয়__

উত্তর:রবি

৪১. ‘উগ্র’-এর বিপরীতার্থক শব্দ__

উত্তর:সৌম্য

৪২. ‘উন্নয়ন’-এর সন্ধি বিচ্ছেদ__

উত্তর:উৎ+ নয়ন

৪৩. কোনো পরীক্ষায় ৭৫টি প্রশ্ন ছিল রহিম ৬০টি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে সে শতকরা কতটি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে?

উত্তর:৮০%

৪৪. জন পুরুষ জন বালকের গড় আয় ১২.০০টাকা জন পুরুষের আয় জন বালকের আয়ের সমান হলে জন পুরুষের আয় কত?

উত্তর:১৮ টাকা

৪৫. .৩২ = কত?

উত্তর:.৪৫

৪৬. , , , ১১, ১৮, ২৯,——— ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?

উত্তর: ৪৭

৪৭. ‘I have to do it’ বাক্যের Passive form হচ্ছে__

উত্তর: It has to be done by me

৪৮.The mother said to her son, “ May you pass the examination.” বাক্যের indirect speech হচ্ছে__

উত্তর: The mother wished that her son might pass the examination

৪৯. কোন বাক্যটি শুদ্ধ?

উত্তর:He appeared at the examination

৫০. ‘Abolish’ শব্দটির Synonym হচ্ছে__

উত্তর:Cancel

৫১. ‘Black sheep’-এর অর্থ হচ্ছে__

উত্তর: Wicked man

৫২.’ Calm’ -এর Synonym হচ্ছে___

উত্তর:Quiet

৫৩. You said to me, “ You do not do your duty.” বাক্যটির indirect speech হচ্ছে__

উত্তর:You told me that I did not do my duty

৫৪. “ যদি সত্য বল, তাহলে মুক্তি পাবে”- এটি কোন ধরনের বাক্য?

উত্তর:মিশ্র বাক্য

৫৫. স্বাধীন বাংলাদেশের রাজধানী হওয়ার পূর্বে ঢাকা বাংলার রাজধানী ছিল__

উত্তর:চারবার

৫৬. কোনটি শুদ্ধ বানান?

উত্তর:He cannot pronounce the the word

৫৭. ‘Dead letter’ – এর অর্থ হচ্ছে__

উত্তর: Lew not in force

৫৮. ‘অনুচিতশব্দটি কোন সমাস?

উত্তর:তৎপুরুষ সমাস

৫৯. ‘বাতাস’ -এর সমার্থক শব্দ নয়__

উত্তর:প্রসুন

৬০. ‘তিমির’-এর বিপরীতার্থক শব্দ__

উত্তর:আলো

৬১. ‘সংগীত’-এর সন্ধি বিচ্ছেদ__

উত্তর:সম+ গীত

৬২. একটি বানর ১৩ মিটার উঁচু পিচ্ছিল বাঁশের উপর প্রথম সেকেন্ডে মিটার ওঠে এবং পরবর্তী সেকেন্ডে মিটার নেমে আসে বানরটি কত সেকেন্ডে উক্ত বাঁশের মাথায় উঠবে?

উত্তর:১১ সেকেন্ডে

৬৩. দুটি সংখ্যার অনুপাত : উভয়ের সাথে যোগ করলে অনুপাতটি : হয় সংখ্যা দুটি কত?

উত্তর: ১০ ১৬

৬৪. একটি ঘড়ি একটি চেইনের মূল্য একত্রে ৫০০.০০ টাকা ঘড়ির মূল্য ১০% চেইনের মূল্য % বৃদ্ধি পেলে বর্ধিত মূল্য ৫৪৫ টাকা হয় ঘড়ির মূল্য কত?

৪০০.০০ টাকা

৬৫. এক ব্যক্তি ঘন্টায় কিমি বেগে চলে কোনো স্থানে গেল এবং ঘন্টায় কিমি বেগে ফিরে আসল যাতায়াতে তার গতির গড়__

উত্তর: কিমি

৬৬. = কত?

উত্তর:

৬৭. , , ১৫, ৩১, ৬৩, ——- ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?

উত্তর:১২৭

৬৮. চন্দ্র সূর্য পৃথিবীর একপাশে অবস্থান করে__

উত্তর: অমাবস্যা তিথিতে

৬৯. এশিয়ার কোন অঞ্চলে সারা বছর পরিচলন বৃষ্টি হয়?

উত্তর: মালয়েশিয়া ইন্দোনেশিয়ায়

৭০. প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয়__

উত্তর:কাঠমান্ডুতে

৭১. মাড়ি দিয়ে পুঁজ রক্ত পড়ে কোন ভিটামিনের অভাবে?

উত্তর: ভিটামিন-সি

৭২. আলট্রাসোনিক তরঙ্গ কি?

উত্তর: শ্রাব্য শব্দের কম্পাঙ্ক থেকে বেশি কম্পাঙ্কের তরঙ্গ

৭৩. আয়নার পশ্চাতে কোন ধাতু ব্যবহৃত হয়?

উত্তর:সিলভার

৭৪. ঠোঁটের কোণ মুখের চারদিকে ফেটে যায়__

উত্তর: ভিটামিন বি২এর অভাবে

৭৫. বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?

উত্তর:১৩৬ তম

৭৬. আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়?

উত্তর:১০ এপ্রিল, ১৯৭১

৭৭. বাংলার ১৯৪৩ সালের দুর্ভিক্ষের ওপর ছবি এঁকে বিখ্যাত হন কোন শিল্পী?

উত্তর:জয়নুল আবেদিন

৭৮. ১৯৯৭ সালে গঠিত জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটির সভাপতি কে?

উত্তর:শামসুল হক

৭৯.m + n = 12 এবং m – n = 2 হলে mn এর মান কত?

উত্তর:35

৮০. p + q + r = 0 হলে ,p3 + q3 + r3 -এর মান কত?

উত্তর:3 pqr (Collected)


Please share this………..

No comments