প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন/Preparatory Suggestions for Primary Assistant Teacher Recruitment Exam
Preparatory Suggestion-geniusmanik.com |
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন
১.
‘সঞ্চিতা’ কোন কবির কাব্য
সংকলন?
উত্তর: কাজী
নজরুল ইসলাম
২. বাংলা সাহিত্যের
সনেট রচনার প্রবর্তক কে?
উত্তর:মাইকেল মধুসূদন দত্ত
৩.’Bitter’
শব্দটির Verb হচ্ছে-
উত্তর:
Embitter
৪.
‘Please’ শব্দটির Noun হচ্ছে__
উত্তর:
Pleasure
৫.
Numbering’ শব্দটির Verb হচ্ছে___
উত্তর:
Enumerate
৬.’Sea’
শব্দটির Adjective হচ্ছে__
উত্তর:Marine
৭.
x + =3 হলে x4+ ( )4 = কত?
উত্তর:47
৮.
x3 – y3=513 এবং x – y =
3 হলে xy-এর মান কত?
উত্তর:54
৯.
সমকোণী ত্রিভূজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়
যথাক্রমে 3 ও 4 সেমি হলে
এর অতিভুজের মান কত?
উত্তর:
5 সেমি
১০.
‘গৃহদাহ’ উপন্যাসটির রচয়িতা কে?
উত্তর:শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
১১.
‘ক্রীতদাসের হাসি’ উপন্যাসটির রচয়িতা
কে?
উত্তর:শওকত ওসমান
১২.
কোনটি শুদ্ধ বানান?
উত্তর:
Occasion
১৩.
কোনটি শুদ্ধ বানান?
উত্তর:Grievance
১৪.
সুষম বাহুভুজের একটি অন্তকোণের পরিমাণ
১৩৫০ হলে উহার বাহুর
সংখ্যা কত?
উত্তর:
৮
১৫.
২০ জন লোক কোনো
কাজ ১৫ দিনে করতে
পারে, কিন্তু কাজ আরম্ভের
১০ দিন পর কিছু
লোক চলে যাওয়ায় বাকী
কাজ ১০ দিনে শেষ
হল। কতজন
লোক চলে গিয়েছিল?
উত্তর:
১০ জন
১৬.
পিতা ও পুত্রের বয়সের
অনুপাত ৭ ৩ ।
৪ বছর পূর্বে, তাদের
বয়সের অনুপাত ছিল ১৩
৫। বর্তমানে
কার বয়স কত?
উত্তর:৫৬ বছর, ২৪
বছর
১৭.
১২টি পেনসিলের ক্রয়মূল্য ৮টি পেনসিলের বিক্রয়
মূল্যের সমান। লাভের
হার কত?
উত্তর:৫০%
১৮.
‘মানচিত্র’ নাটকটির রচয়িতা কে?
উত্তর:আনিস চৌধুরী
১৯.
‘পায়ের আওয়াজ পাওয়া যায়’
নাটকটির রচয়িতা কে?
উত্তর:সৈয়দ শামসুল হক
২০.
কোনটি শুদ্ধ বানান?
উত্তর:সর্বাঙ্গীণ
২১.
প্রতি বছর কোনো শহরের
লোক সংখ্যার ৭% জন্মগ্রহণ করে
এবং ৩% মারা যায়। এক
বছরে ঐ শহরে ৪০০
লোক বৃদ্ধিপ্রাপ্ত হলে ঐ শহরের
লোকসংখ্যা কত ছিল?
উত্তর:
১০০০০
২২.
যে বায়ু সর্বদাই উচ্চ
চাপ অঞ্চল থেকে নিম্নচাপ
অঞ্চলের দিকে প্রবাহিত হয়
তাকে বলা হয়?
উত্তর:নিয়ত বায়ু
২৩.
উপকূলে কোনো একটি স্থানে
পরপর দুটি জোয়ারের সময়ের
ব্যবধান হলো__
উত্তর:প্রায় ১২ ঘন্টা
২৪.
কোনটি শুদ্ধ বানান?
উত্তর:
ঊর্মি
২৫.
সামাজিক কাঠামোর অবিচ্ছেদ্য উপাদান হলো__
উত্তর:মূল্যবোধ
২৬.
সূর্য ও অন্যান্য গ্রহের
উচ্চতা পরিমাপক যন্ত্র__
উত্তর:সেক্সট্যান্ট
২৭.
ভারত বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে__
উত্তর:
৬ ডিসেম্বর, ১৯৭১
২৮.
কোন শুদ্ধ বানান?
উত্তর:
Satellite
২৯.
কোনটি শুদ্ধ বানান?
উত্তর:Heterogeneous
৩০.
বাংলাদেশের অস্থায়ী সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন__
উত্তর:খন্দকার মুশতাক আহমেদ
৩১.
‘Who gave you this pen?’ বাক্যের
Passive form হচ্ছে__
উত্তর:By
whom were you given this pen?
৩২.
‘Everything hinges ____ what happens next’ বাক্যের
শূন্যস্থানে সঠিক শব্দ বসবে__
উত্তর:
upon
৩৩.
‘Hurry up! we have to go _____ five minutes’ বাক্যের
শূন্যস্থানে সঠিক শব্দ বসবে___
উত্তর:in
৩৪.
২০০৪ সাল পর্যন্ত সংবিধান
সংশোধন করা হয়েছে__
উত্তর:১৫ বার
৩৫.
কোনটি শুদ্ধ বানান?
উত্তর:
ইন্দ্রিয়
৩৬.
কে জাতীয় সংসদের অধিবেশন
আহবান করেন?
উত্তর:রাষ্ট্রপতি
৩৭.
‘এই বনে বাঘের ভয়
নাই’ বাক্যে নিম্নরেখ শব্দটি
কোন কারকে কোন বিভক্তি?
উত্তর:অপাদানে ষষ্ঠী
৩৮.
‘আমি বই পড়ি’ বাক্যে
নিম্নরেখ শব্দটি কোন কারকে
কোন বিভক্তি?
উত্তর:
কর্মে প্রথমা
৩৯.
‘সপ্তর্ষি’ শব্দটি কোন সমাস?
উত্তর:দ্বিগু সমাস
৪০.
‘কিরণ’- এর সমার্থক শব্দ
নয়__
উত্তর:রবি
৪১.
‘উগ্র’-এর বিপরীতার্থক শব্দ__
উত্তর:সৌম্য
৪২.
‘উন্নয়ন’-এর সন্ধি বিচ্ছেদ__
উত্তর:উৎ+ নয়ন
৪৩.
কোনো পরীক্ষায় ৭৫টি প্রশ্ন ছিল। রহিম
৬০টি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে। সে
শতকরা কতটি প্রশ্নের শুদ্ধ
উত্তর দিয়েছে?
উত্তর:৮০%
৪৪.
৩ জন পুরুষ ও
৬ জন বালকের গড়
আয় ১২.০০টাকা।
১ জন পুরুষের আয়
২ জন বালকের আয়ের
সমান হলে ১ জন
পুরুষের আয় কত?
উত্তর:১৮ টাকা
৪৫.
৩ ০.৩২ = কত?
উত্তর:০.৪৫
৪৬.
৩, ৪, ৭, ১১,
১৮, ২৯,——— ধারাটির পরবর্তী
সংখ্যাটি কত?
উত্তর:
৪৭
৪৭.
‘I have to do it’ বাক্যের
Passive form হচ্ছে__
উত্তর:
It has to be done by me
৪৮.The
mother said to her son, “ May you pass the examination.” বাক্যের indirect speech হচ্ছে__
উত্তর:
The mother wished that her son might pass the examination
৪৯.
কোন বাক্যটি শুদ্ধ?
উত্তর:He
appeared at the examination
৫০.
‘Abolish’ শব্দটির
Synonym হচ্ছে__
উত্তর:Cancel
৫১.
‘Black sheep’-এর অর্থ হচ্ছে__
উত্তর:
Wicked man
৫২.’
Calm’ -এর Synonym হচ্ছে___
উত্তর:Quiet
৫৩.
You said to me, “ You do not do your duty.” বাক্যটির
indirect speech হচ্ছে__
উত্তর:You
told me that I did not do my duty
৫৪.
“ যদি সত্য বল, তাহলে
মুক্তি পাবে”- এটি কোন
ধরনের বাক্য?
উত্তর:মিশ্র বাক্য
৫৫.
স্বাধীন বাংলাদেশের রাজধানী হওয়ার পূর্বে ঢাকা
বাংলার রাজধানী ছিল__
উত্তর:চারবার
৫৬.
কোনটি শুদ্ধ বানান?
উত্তর:He
cannot pronounce the the word
৫৭.
‘Dead letter’ – এর অর্থ হচ্ছে__
উত্তর:
Lew not in force
৫৮.
‘অনুচিত’ শব্দটি কোন সমাস?
উত্তর:তৎপুরুষ সমাস
৫৯.
‘বাতাস’ -এর সমার্থক শব্দ
নয়__
উত্তর:প্রসুন
৬০.
‘তিমির’-এর বিপরীতার্থক শব্দ__
উত্তর:আলো
৬১.
‘সংগীত’-এর সন্ধি বিচ্ছেদ__
উত্তর:সম+ গীত
৬২.
একটি বানর ১৩ মিটার
উঁচু পিচ্ছিল বাঁশের উপর প্রথম
সেকেন্ডে ৩ মিটার ওঠে
এবং পরবর্তী সেকেন্ডে ১ মিটার নেমে
আসে। বানরটি
কত সেকেন্ডে উক্ত বাঁশের মাথায়
উঠবে?
উত্তর:১১ সেকেন্ডে
৬৩.
দুটি সংখ্যার অনুপাত ৫ : ৮
।উভয়ের সাথে
২ যোগ করলে অনুপাতটি
২ : ৩ হয়।
সংখ্যা দুটি কত?
উত্তর:
১০ ও ১৬
৬৪.
একটি ঘড়ি ও একটি
চেইনের মূল্য একত্রে ৫০০.০০ টাকা।
ঘড়ির মূল্য ১০% ও
চেইনের মূল্য ৫% বৃদ্ধি
পেলে বর্ধিত মূল্য ৫৪৫
টাকা হয়। ঘড়ির
মূল্য কত?
৪০০.০০ টাকা
৬৫.
এক ব্যক্তি ঘন্টায় ৫ কিমি
বেগে চলে কোনো স্থানে
গেল এবং ঘন্টায় ৩
কিমি বেগে ফিরে আসল। যাতায়াতে
তার গতির গড়__
উত্তর:
কিমি
৬৬.
= কত?
উত্তর:
৬৭.
৩, ৭, ১৫, ৩১,
৬৩, ——- ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?
উত্তর:১২৭
৬৮.
চন্দ্র ও সূর্য পৃথিবীর
একপাশে অবস্থান করে__
উত্তর:
অমাবস্যা তিথিতে
৬৯.
এশিয়ার কোন অঞ্চলে সারা
বছর পরিচলন বৃষ্টি হয়?
উত্তর:
মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায়
৭০.
প্রথম সাফ গেমস অনুষ্ঠিত
হয়__
উত্তর:কাঠমান্ডুতে
৭১.
মাড়ি দিয়ে পুঁজ ও
রক্ত পড়ে কোন ভিটামিনের
অভাবে?
উত্তর:
ভিটামিন-সি
৭২.
আলট্রাসোনিক তরঙ্গ কি?
উত্তর:
শ্রাব্য শব্দের কম্পাঙ্ক থেকে
বেশি কম্পাঙ্কের তরঙ্গ
৭৩.
আয়নার পশ্চাতে কোন ধাতু ব্যবহৃত
হয়?
উত্তর:সিলভার
৭৪.
ঠোঁটের কোণ ও মুখের
চারদিকে ফেটে যায়__
উত্তর:
ভিটামিন বি২ – এর অভাবে
৭৫.
বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
উত্তর:১৩৬ তম
৭৬.
আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা
হয়?
উত্তর:১০ এপ্রিল, ১৯৭১
৭৭.
বাংলার ১৯৪৩ সালের দুর্ভিক্ষের
ওপর ছবি এঁকে বিখ্যাত
হন কোন শিল্পী?
উত্তর:জয়নুল আবেদিন
৭৮.
১৯৯৭ সালে গঠিত জাতীয়
শিক্ষানীতি প্রণয়ন কমিটির সভাপতি
কে?
উত্তর:শামসুল হক
৭৯.m
+ n = 12 এবং m – n = 2 হলে mn এর মান
কত?
উত্তর:35
৮০.
p + q + r = 0 হলে ,p3 +
q3 + r3 -এর মান কত?
উত্তর:3
pqr (Collected)
Please share this………..
Post a Comment