Header Ads

বিসিএস বা যেকোন পরিক্ষার জন্য সহজে কারক চেনার উপায়(পর্ব-০১)/The easiest way to recognize CASE for BCS or any examination (Part -01)


The easiest way to recognize CASE for BCS or any examination
CASE for BCS-geniusmanik.com

বিসিএস বা যেকোন পরিক্ষার জন্য সহজে কারক চেনার উপায়(পর্ব-০১)

কারক কিভাবে চিনবে? বিস্তারিত আলোচনার আগে কয়েকটা প্রশ্ন দিচ্ছি যেগুলো দিয়ে প্রশ্ন করে কারক চেনা যায়-
***১. কে, কারা? = কর্তৃকারক ***২. কী, কাকে? = কর্মকারক ***৩. কী দিয়ে? =করণকারক ***৪. কাকে দান করা হল? = সম্প্রদান কারক ***৫. কি হতে বের হল? = অপাদান কারক ***৬. কোথায়, কখন, কী বিষয়ে? = অধিকরণ কারক এবার উদাহরণসহ-
***১. যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্তা বা কর্তৃকারক বলে
ক্রিয়াকেকে/ কারাদিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সেটিই কর্তৃকারক (কর্মবাচ্য ভাববাচ্যের বাক্যে এই নিয়ম খাটবে না)
উদাহরণ-
গরু ঘাস খায় (কে খায়?) : কর্তৃকারকে শূণ্য বিভক্তি
***২. যাকে অবলম্বন করে কর্তা ক্রিয়া সম্পাদন করে, তাকে ককর্মকারক বলে ক্রিয়াকেকী/ কাকেদিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটিই কর্মকারক
*কর্তা নিজে কাজ না করে কর্মকে দিয়ে কাজ করিয়ে নিলে তাকে প্রযোজক ক্রিয়ার কর্ম বলে
বাবা আমাকে একটি খাতা কিনে দিয়েছেন (কাকে দিয়েছেন? আমাকে কী দিয়েছেন? খাতা) : আমাকে- কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি (গৌণ কর্ম), খাতা- কর্মকারকে শূণ্য বিভক্তি (মুখ্য কর্ম)
ডাক্তার ডাক (কাকে ডাকবে?) : কর্মকারকে শূণ্য বিভক্তি
আমারে তুমি করিবে ত্রাণ, নহে মোর প্রার্থণা (কাকে করিবে? আমারে) : কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি
***৩. করণ শব্দের অর্থ যন্ত্র, সহায়ক বা উপায় যা দিয়ে বা যে উপায়ে ক্রিয়া সম্পাদন করা হয়, তাকে করণ কারক বলে ক্রিয়াকেকী দিয়ে/ কী উপায়েদিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই করণ কারক
উদাহরণ- পিয়াল কলম দিয়ে লিখছে (কী দিয়ে লেখে? কলম দিয়ে) :করণ কারকে তৃতীয়া বিভক্তি
কীর্তিমান হয় সাধনায় (কী উপায়ে হয়? সাধনায়) : করণ কারকে সপ্তমী বিভক্তি
লাঙ্গল দিয়ে জমি চাষ করা হয় (কী দিয়ে চাষ করা হয়? লাঙ্গল দিয়ে): করণ কারকে তৃতীয়া বিভক্তি
মন দিয়ে পড়াশুনা কর (কী উপায়ে/ দিয়ে কর? মন দিয়ে) :করণ কারকে তৃতীয়া বিভক্তি
ফুলে ফুলে ঘর ভরেছে (কী দিয়ে ভরেছে? ফুলে ফুলে) : করণ কারকে সপ্তমী বিভক্তি
শিকারি বিড়াল গোঁফে চেনা যায় (কী দিয়ে/ উপায়ে চেনা যায়? গোঁফে): করণ কারকে সপ্তমী বিভক্তি
সাধনায় সব হয় (কী উপায়ে সব হয়? সাধনায়) : করণ কারকে সপ্তমী বিভক্তি
***৪. যাকে স্বত্ব ত্যাগ করে কিছু দেয়া হয়, তাকে সম্প্রদান কারক বলে
কাকে দান করা হলপ্রশ্নের উত্তরই হলো সম্প্রদান কারক উদাহরণ- ভিখারিকে ভিক্ষা দাও (কাকে দান করা হল? ভিখারিকে) : সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি
অসহায়কে খাদ্য দাও (কাকে দান করা হল? অসহায়কে) : সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি

Please Share This…………..

No comments