Header Ads

বিসিএস বা যেকোন পরিক্ষার জন্য সহজে কারক চেনার উপায়(পর্ব-০২)/The easiest way to recognize CASE for BCS or any examination (Part -02)


The easiest way to recognize CASE for BCS or any examination
CASE for BCS-geniusmanik.com

বিসিএস বা যেকোন পরিক্ষার জন্য সহজে কারক চেনার উপায়(পর্ব-০২)

***৫. যা থেকে কোন কিছু গৃহীত, বিচ্যুত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত, রক্ষিত, ভীত হয়, তাকে অপাদান কারক বলে
অর্থাৎ, অপাদান কারক থেকে কোন কিছু বের হওয়া বোঝায়
কী থেকে? কী হতে? ‘কি হতে বের হলইত্যাদি প্রশ্নের উত্তরই অপাদান কারক
উদাহরণ- শুক্তি থেকে মুক্তি মেলে (কি হতে বের হল? শুক্তি থেকে) : অপাদান কারকে পঞ্চমী বিভক্তি
বিপদ থেকে বাঁচাও (কি হতে বাঁচাও? বিপদ হতে) : অপাদান কারকে পঞ্চমী বিভক্তি
বাঘকে ভয় পায় না কে? (কি হতে ভয় বের হল? বাঘ হতে): অপাদান কারকে দ্বিতীয়া বিভক্তি
বাবাকে বড্ড ভয় পাই (কি হতে ভয় বের হয়? বাবা হতে): অপাদান কারকে দ্বিতীয়া বিভক্তি

***৬. ক্রিয়া সম্পাদনের কাল এবং আধারকে (সময় এবং স্থানকে) অধিকরণ কারক বলে
কোথায়/ কখন/ কী বিষয়েদিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই অধিকরণ কারক
উদাহরণ- পুকুরে মাছ আছে (কোথায় আছে? পুকুরে) : অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
বনে বাঘ আছে (কোথায় আছে? বনে) : অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
বাড়িতে কেউ নেই (কোথায় কেউ নেই? বাড়িতে) : অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
নদীতে পানি আছে (কোথায় আছে? নদীতে) : অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
রবিন অঙ্কে কাঁচা (কী বিষয়ে কাঁচা? অঙ্কে) : অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
অনিক ব্যাকরণে ভাল (কী বিষয়ে ভালো? ব্যাকরণে) : অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি
ঘরের মধ্যে কে রে? (কোথায়? ঘরে) : অধিকরণ করক

কারকের মূল কনফিউশন হলো:
অপাদান অধিকরণ কারক আলাদা করতে গিয়ে সকল সমস্যা, সবাই গুলিয়ে ফেলো অপাদান অধিকরণ কারককে আলাদা করে চেনার সহজ উপায় হলো-
*অপাদান কারক থেকে কোন কিছু বের হয় বোঝায়
* আর অধিকরণ কারকের মাঝেই ক্রিয়া সম্পাদিত হয়
যেমন- ‘তিলে থেকে তেল হয় এই বাক্যে তিলের ভেতর ক্রিয়া সংঘটিত হয়নি বরং তিল থেকে তেল বের হওয়ার কথা বোঝাচ্ছে বের হওয়া বুঝালে কী হয়? অপাদান কারক
আরতিলে তেল আছে এই বাক্যে তিলের ভেতরই তিল থাকার কথা বলছে এইআছেক্রিয়াটি তিলের ভেতরে থেকেই কাজ করছে 
স্থান বুঝালে অধিকরণ কারক
এরকম- বিপদ থেকে বাঁচাও- অপাদান কারক বিপদে বাঁচাও- অধিকরণ কারক শুক্তি থেকে মুক্তি মেলে- অপাদান কারক শুক্তিতে মুক্তি হয়- অধিকরণ কারক জমি থেকে ফসল পাই- অপাদান কারক জমিতে ফসল হয়- অধিকরণ কারক

Please Share This…………..

No comments