প্রাথমিক শিক্ষক নিয়োগ পরিক্ষার ফাইনাল সাজেশন (পর্বঃ০১) বাংলা/Final Suggestion for Primary Teacher Recruitment (Part 1) Bengali
Primary Teacher Recruitment-geniusmanik.com |
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরিক্ষার ফাইনাল সাজেশন (পর্বঃ০১) বাংলা
১. বাংলা সাহিত্যে প্রথম উপন্যাস কোনটি? ক) বিষবৃক্ষ খ) শ্রীকান্ত গ) আলালের ঘরের দুলাল ঘ) গোরা
২. “ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা-
এই দেশাত্মবোধক গানটির রচয়িতা কে?
ক) অতুল প্রসাদ সেন
খ) দ্বিজেন্দ্র লাল রায়
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ) বঙ্কিম চন্দ্র চট্রোপাধ্যায়
৩. বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার কে?
ক) মীর মশাররফ হোসেন
খ) কাজী নজরুল ইসলাম
গ) আবুল ফজল
ঘ) শওকত ওসমান
৪. ভাষার জগতে বর্তমানে বাংলা ভাষার স্থান কোথায়?
ক) অষ্টম
খ) নবম
গ) দশম
ঘ) সপ্তম
৫. ক থেকে ম পর্যন্ত ২৫টি ধ্বনিকে বলা হয়-
ক) স্পর্শ ধ্বনি
খ) উষ্ম ধ্বনি
গ) পরাশ্রয়ী ধ্বনি
ঘ) জিহ্বামূলীয় ধ্বনি
৬. “অনল প্রবাহ”
কাব্যের রচয়িতা কে?
ক) বন্দে আলী মিয়া
খ) ইসমাইল হোসেন সিরাজী
গ) কাজী নজরুল ইসলাম
ঘ) মীর মশাররফ হোসেন
৭. “কালবেলা” নাটকটির লেখক কে?
ক) আনিস চৌধুরী
খ) সাঈদ আহমদ
গ) মু্নীর চৌধুরী
ঘ) কল্যাণ মিত্র
৮. “মেঘ থেকে বৃষ্টি হয়”-
এই বাক্যের “মেঘ থেকে”
কোন কারকে কোন বিভক্তি?
ক) কর্তৃকারকে ২য়া বিভক্তি
খ) অপাদানে ৫মী বিভক্তি
গ) কর্মকারকে তৃতীয়া বিভক্তি
ঘ) অধিকরণে ৭মী বিভক্তি
৯. অনুসর্গ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
ক) পূর্বে
খ) মধ্যে
গ) পরে
ঘ) কোনোটাতেই নয়
১০. সমাস নিষ্পন্ন পদের নাম কি?
ক) ব্যাস বাক্য
খ) সমস্ত পদ
গ) বিগ্রহ বাক্য
ঘ) সমস্যামান পদ
১১. কোন বানানটি শুদ্ধ?
ক) বেতিত
খ) ব্যাতিত
গ) ব্যতীত ১
ঘ) ব্যতিত
১২. নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়?
ক) সোনার তরী
খ) সেঁজুতি
গ) পূরবী
ঘ) ফাল্গুনী
১৩. “কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই”-উক্তিটি কোন লেখকের?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) মানিক বন্দ্যোপাধ্যায়
গ) মাইকেল মধুসূদন দত্ত
ঘ) শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
১৪. “একাত্তরের দিনগুলো”-স্মৃতিকথার গ্রন্থকার কে?
ক) শওকত ওসমান
খ) জাহানারা ইমাম ১
গ) সিরাজুল ইসলাম
ঘ) সৈয়দ সামসুল হক
১৫. “ভাষা প্রকাশ বাঙ্গলা ব্যাকরণ”
কে রচনা করেন?
ক) সুনীতি কুমার চট্রোপাধ্যায়
খ) ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর
গ) ড. মুহম্মদ শহীদুল্লাহ
ঘ) মুহম্মদ এনামুল হক
১৬. দোভাষী পূঁথি বলতে কি বোঝায়?
ক) দুই ভাষায় রচিত পুঁথি
খ) কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত পুঁথি
গ) আঞ্চলিক বাংলায় রচিত পুঁথি
ঘ) তৈরি করা কৃত্রিম ভাষায় রচিত পুঁথি
১৭. “পরাজয়ের”-এই শব্দটিতে কোনটি উপসর্গ?
ক) জয়ের
খ) এর
গ) পরা
ঘ) জয়
১৮. কোনটি হযরত মুহম্মদ (স)-এর জীবনী গ্রন্থ?
ক) মরুমায়া
খ) মরুভাস্কর
গ) মরুতীর্থ
ঘ) মরুকুসুম
১৯. “হ্ম” যুক্ত বর্ণটিতে কোন কোন বর্ণ সংযুক্ত হয়েছে?
ক) স+হ
খ) হ+ম
গ) ম+ম
ঘ) ক+খ
২০. “অভয়া” চরিত্রটি শরৎচন্দ্র চট্রোপাধ্যায়ের কোন উপন্যাসে রয়েছে?
ক)পথের দারী
খ) শ্রীকান্ত
গ) পল্লীসমাজ
ঘ) চন্দ্রনাথ
২১. কবর কবিতায় কয়টি পংক্তি রয়েছে?
ক) ১১৮
খ) ১১৯
গ) ১২০
ঘ) ১২১
২২. ভাষা আন্দোলনের প্রথম পর্যায়ে পূর্ববঙ্গের মূখ্যমন্ত্রী কে ছিলেন?
ক) আবু হোসেন সরকার
খ) নরুল আমীন
গ) খাজা নাজিমুদ্দিন
ঘ) আতাউর রহমান খান
২৩. “হরতাল” কোন ভাষা থেকে বাংলায় এসেছে?
ক) পর্তুগিজ
খ) গুজরাটি
গ) হিন্দি
ঘ) ফারসী
২৪. গীতগোবিন্দ কোন ভায়ায় রচিত?
ক) প্রাচীন বাংলা
খ) সংস্কৃত
গ) হিন্দি
ঘ) ব্রজবুলি
২৫. বাংলা ভাষায় ঞ-হরফটির উচ্চারণ কত প্রকারের হয়? ক) এক খ) দুই গ) তিন ঘ) চার
২৫. বাংলা ভাষায় ঞ-হরফটির উচ্চারণ কত প্রকারের হয়? ক) এক খ) দুই গ) তিন ঘ) চার
উত্তরপত্রঃ ১। (গ); ২। (খ); ৩। (ক); ৪। (ঘ); ৫। (ক); ৬। (খ); ৭। (খ); ৮। (খ); ৯। (গ); ১০। (খ); ১১। (গ); ১২। (ঘ); ১৩। (ক); ১৪। (খ); ১৫। (ক); ১৬। (খ); ১৭। (গ); ১৮। (খ); ১৯। (খ); ২০। (খ); ২১। (ক); ২২। (গ); ২৩। (খ); ২৪। (ঘ); ২৫। (খ);
Post a Comment