প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফাইনাল সাজেশন (পর্বঃ০৩) গণিত/Final Suggestion for Primary Teacher Recruitment (Part 3) Maths
Primary Teacher Recruitment-geniusmanik.com |
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফাইনাল সাজেশন (পর্বঃ০৩) গণিত
৫১. 2x^2-x-3 এর উৎপাদক কোনটি?
ক) (2x+3) (x+1)
খ) (2x+3) (x-1)
গ) (2x-3) (x-1)
ঘ) (2x-3) (x+1)
৫২. 9x^2+16y^2 রাশিটির
সাথে কোনটি যোগ করলে যোগফল পূর্ণ বর্গ হবে?
ক) 12xy
খ) 24xy
গ) 36xy
ঘ) 144xy
৫৩. কোন দুটি সংখ্যার যোগফল ১০ এবং গুণফল ২৪?
ক) -৪, -৬
খ) -৬, -৪
গ) ১২, -২
ঘ) ৪, ৬
৫৪. কোনো আসল ৮% হার সুদে ৩ বছরে সুদে-আসলে ১৮৬০ টাকা হয়। কত বছরে তা সুদে-আসলে ২০৪০ টাকা হবে?
ক) ৪১/২
খ) ৫
গ) ৬
ঘ) ৭১/২
৫৫. কোন লঘিষ্ঠ সংখ্যা সাথে ৩ যোগ করলে যোগফল ২৪, ৩৬ এবং ৪৮ দ্বারা বিভাজ্য হবে?
ক) ৮৯
খ) ১৪১
গ) ২৪৮
ঘ) ১৭০
৫৬. স্রোতের প্রতিকূলে যেতে সে সময় লাগে,
স্রোতের অনুকূলে যেতে তার অর্ধেক সময় লাগে। যাতায়াতে যদি ২৪ ঘন্টা সময় লাগে, তবে স্রোতের অনুকূলে যেতে কত সময় লাগে?
ক) ৪ ঘন্টা
খ) ৬ ঘন্টা
গ) ৮ ঘন্টা
ঘ) ১২ ঘন্টা
৫৭. এক ব্যক্তি তাঁর স্ত্রীর চেয়ে ৩ বছরের বড় এবং তাঁর স্ত্রীর বয়স তাঁদের ছেলের বয়সের ৪ গুণ। ৪ বছর পর ছেলের বয়স ১২ বছর হলে,
লোকটির বর্তমান বয়স কত?
ক) ৩০ বছর
খ) ৩৫ বছর
গ) ৪০ বছর
ঘ) ৪৫ বছর
৫৮. এক কিলোমিটার এক মাইলের কত অংশের সমান?
ক) ০.৬৭
খ) ০.৬২
গ) ০.৭০
ঘ) ০.৭২
৫৯. একটি সরল রেখার উপর অংকিত বর্গ ঐ সরল রেখার অর্ধেকের উপর অংকিত বর্গের কত গুণ?
ক) দ্বিগুণ
খ) তিন গুণ
গ) চতুর্গুণ
ঘ) পাঁচ গুণ
৬০. শতকরা বার্ষিক কত হার সুদে যে কোনো আসল ৫ বছরে সুদে আসলে দ্বিগুণ হবে?
ক) ২৫%
খ) ২০%
গ) ১৫%
ঘ) ১০%
৬১. ১০টি সংখ্যার যোগফল ৪৬২। এদের প্রথম চারটির গড় ৫২ এবং শেষ ৫টির গড় ৩৮। পঞ্চম সংখ্যাটি কত?
ক) ৬৪
খ) ৬০
গ) ৫০
ঘ) ৬২
৬২. a-{a-(a+1)} এর মান কত?
ক) a
খ) 1
গ) -1
ঘ) a+1
৬৩. x –y = 3 এবং x+y = 6 এটি একটি-
ক) সরল সমীকরণ
খ) সহ-সমীকরণ
গ) জোড় সমীকরণ
ঘ) দ্বিঘাত সমীকরণ
৬৪. একটি বর্গাকৃতি ক্ষেত্রের পরিসীমা ৪৪ মিটার হলে এর ক্ষেত্রফল কত?
ক) ১২০ মি.
খ) ১২০ বর্গ মি.
গ) ১২১ মি.
ঘ) ১২১ বর্গ মি.
৬৫. ৩০ থেকে ৮০-এর মধ্যবর্তী বৃহত্তর ও ক্ষুদ্রতর মৌলিক সংখ্যার ব্যবধান কত?
ক) ২৮
খ) ৩৮
গ) ৪৮
ঘ) ৫৮
৬৬. ক, খ ও গ যথাক্রমে ৬০০, ৮০০ এবং ৯০০ টাকা দিয়ে যৌথ ব্যবসা শুরু করল। কয়েক মাস পর ক আরও ৩০০ টাকা নিয়োগ করল। বছর শেষে ৩০০ টাকা কত মাস পর বিনিয়োগ করেছিল?
ক) ৩ মাস পর
খ) ৪ মাস পর
গ) ৫ মাস পর
ঘ) ৬ মাস পর
৬৭. পিতা ও পুত্রের বয়সের অনুপাত ৭:৩। চার বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ১৩:৫। বর্তমানে কার বয়স কত? ক) ৫৬ বছর, ৩৪ বছর খ) ৬৬ বছর, ৩৪ বছর গ) ৫৬ বছর, ২৪ বছর ঘ) ৪৬ বছর, ৩৬ বছর
৬৭. পিতা ও পুত্রের বয়সের অনুপাত ৭:৩। চার বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ১৩:৫। বর্তমানে কার বয়স কত? ক) ৫৬ বছর, ৩৪ বছর খ) ৬৬ বছর, ৩৪ বছর গ) ৫৬ বছর, ২৪ বছর ঘ) ৪৬ বছর, ৩৬ বছর
৬৮. ৪ বর্গফুট একটি বর্গাকার জায়গা ঢাকতে ৪ বর্গফুট ক্ষেত্রবিশিষ্ট কয়টি পাথর লাগবে?
ক) ১টি
খ) ২টি
গ) ৩টি
ঘ) ৪টি
৬৯. পাঁচ অংকের ক্ষুদ্রতম সংখ্যা হতে চার অংকের বৃহত্তম সংখ্যার বিয়োগফল কত?
ক) ১০০
খ) ৯৯
গ) ১
ঘ) ১০
৭০. a+b=8 এবং a-b =2 হলে ab এর মান কত?
ক) 4
খ) 8
গ) 15
ঘ) 30
৭১. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের তিনগুণ। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল ৩০০ বর্গ মিটার হলে,
পরিসীমা কত মিটার?
ক) ৪০
খ) ৬০
গ) ৮০
ঘ) ১০০
৭২. পাঁচটি গরুর মূল্য কুড়িটি ছাগলের মূল্যের সমান। একটি গরুর মূল্য ৫০০০ টাকা হলে,
পাঁচটি ছাগলের মূল্য কত টাকা?
ক) ১২৫০
খ) ২২৫০
গ) ৪২৫০
ঘ) ৬২৫০
৭৩. একটি ক্রিকেট দলে যতজন
‘স্ট্যাম্প আউট’ হয়েছে তার দেড়গুণ
‘কট আউট’ হয়েছে এবং অর্ধেক ‘বোল্ড আউট’
হয়েছে। মোট কতজন ‘কট আউট’
হয়েছে?
ক) ২
খ) ৩
গ) ৪
ঘ) ৫
৭৪. একটি গাড়ির সামনের চাকার পরিধি ৭ ফুট, পেছনের চাকার পরিধি ৯ ফুট। সামনের চাকা যখন পেছনের চাকার চেয়ে ১০ বার বেশি ঘোরে কখন গাড়িটি কত ফুট যায়?
ক) ১০০
খ) ১১৫
গ) ২১৫
ঘ) ৩১৫
৭৫. যদি জ্বালানি তেলের দাম ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত ভাগ কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না?
ক) ২০%
খ) ২৫%
গ) ৩০%
ঘ) ৩৫%
উত্তরপত্রঃ৫৫। (খ);
৫৬। (গ);
৫৭। (খ);
৫৮। (খ);
৫৯। (গ);
৬০। (খ);
৬১। (ক);
৬২। (ঘ);
৬৩। (খ);
৬৪। (ঘ);
৬৫। (গ);
৬৬। (খ);
৬৭। (খ);
৬৮। (গ);
৬৯। (গ);
৭০। (গ);
৭১। (গ);
৭২। (গ);
৭৩। (খ);
৭৪। (গ);
৭৫। (ক);
Post a Comment