প্রাথমিক শিক্ষক নিয়োগ পরিক্ষার ফাইনাল সাজেশন (পর্বঃ০৪) সাধারণ জ্ঞান/Final Suggestion for Primary Teacher Recruitment (Part 4) General Knowledge
Primary Teacher Recruitment-geniusmanik.com |
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরিক্ষার ফাইনাল সাজেশন (পর্বঃ০৪) সাধারণ জ্ঞান
৭৬. বাংলায় প্রথম পূর্ণদৈর্ঘ্য ছায়াছবি কোনটি?
ক) সূর্য দীঘল বাড়ী
খ) আসিয়া
গ) সিরাজদ্দৌলা
ঘ)মুখ ও মুখোশ
৭৭. লালবাগের কেল্লা কোন থানায় অবস্থিত?
ক) রমনা
খ) কোতওয়ালী
গ) লালবাগ
ঘ) ধানমন্ডি
৭৮. বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয়?
ক) ১৯৯০
খ) ১৯৯২
গ) ১৯৯৪
ঘ) ১৯৯৬
৭৯. সরকারি কর্মকমিশন সংবিধানের কত অনুচ্ছেদে গঠিত হয়?
ক) ২৯
খ) ১৩৭
গ) ১০৯
ঘ) ১৫০
৮০. পদ্মা ও মেঘনা কোথায় মিলিত হয়েছে?
ক) চাঁদপুর ১খ)
গোয়ালন্দ
গ) নগরবাড়ী
ঘ) সিরাজগঞ্জ
৮১. প্রাইজবন্ডের সর্বনিম্ন ইউনিট কত টাকার?
ক) ৫০ টাকা
খ) ১০০ টাকা ১
গ) ৫০০ টাকা
ঘ) ১০০০ টাকা
৮২. পুলিশ ট্রেনিং একাডেমী কোথায়?
ক) ঢাকা
খ) খুলনা
গ) টাঙ্গাইল
ঘ) সারদা
৮৩. ভারতে প্রথমে লোকসভা গঠিত হয়েছিল কবে?
ক) ১৯৪৭ সালে
খ) ১৯৭২ সালে
গ) ১৯৫০ সালে
ঘ) ১৯৫২ সালে
৮৪. জাতিসংঘ সনদ
(১৯৪৫) এ মোট কতটি দেশ স্বাক্ষর করেছিল?
ক) ৫০টি
খ) ৫১টি
গ) ৫২টি
ঘ) ৫৩টি
৮৫. শরীর থেকে বর্জ্য পদার্থ ইউরিয়া বের করে দেয়-
ক) যকৃত
খ) হৃৎপিণ্ড
গ) কিডনি
ঘ) ফুসফুস
৮৬. হামাস কোন দেশে গেরিলা সংগঠন?
ক) লেবানন
খ) সিরিয়া
গ) ফিলিস্তান
ঘ) ইরাক
৮৭. চিনির চাইতে মিষ্টি ‘স্যাকারিন’ প্রস্তুত করা হয়-
ক) বেনজিন হতে
খ) কয়লা হতে
গ) টলুইন হতে
ঘ) ফেনল হতে
৮৮. প্রোটিনের অভাবে মানুষের কি রোগ হয়?
ক) কোয়াশিয়রকর
খ) ডিপথেরিয়া
গ) বেরিবেরি
ঘ) রিকেটস
৮৯. কারবালা কোন নদীর তীরে অবস্থিত?
ক) টাইগ্রিস
খ) নীল
গ) ইউফ্রেটিস
ঘ) সিন্ধু
৯০. আল জাজিরা টিভি চ্যানেলের মূলকেন্দ্র কোথায়?
ক) কুয়েত
খ) দোহা
গ) দুবাই
ঘ) আম্মান
৯১. জাপানের আইন সভার নাম কি?
ক) ডায়েট
খ) পার্লামেন্ট
গ) কংগ্রেস
ঘ) জাতীয় গণ কংগ্রেস
৯২. বর্ণালী এবং শুভ্র কী/
ক) উন্নত জাতের ভুট্রা
খ) উন্নত জাতের গম
গ) উন্নত জাতের আম
ঘ) উন্নত জাতের চাল
৯৩. প্রথম মহিলা জাতীয় অধ্যাপিকার নাম-
ক) ড. নীলিমা ইব্রাহিম
খ) ড. সুফিয়া আহমেদ
গ) ড. শায়লা সুলতানা
ঘ) ড. তাহমিনা খানম
৯৪. বাংলাদেশের খাসিয়া সম্প্রদায়ের প্রধান আবাসস্থল-
ক) বগুড়া
খ) দিনাজপুর
গ) পার্বত্য চট্রগ্রাম
ঘ) সিলেট
৯৫. নিচের কোনটি মৌলিক লজিজ গেট?
ক) NAND
খ) NOR
গ) XOR
ঘ) NOT
৯৬. গুগল নিউজ
(Google News) চালু হয় কখন?
ক) ২০০১ সালের মার্চে
খ) ২০০২ সালের মার্চে
গ) ২০০৩ সালের মার্চে
ঘ) ২০০০ সালের মার্চে
৯৭. মূল্যবোধ শিক্ষা কোন ধরনের জ্ঞান দান করে?
ক) ১টি
খ) ২টি
গ) ৩ট
ঘ) ৪টি
৯৮. সুষম খাদ্যে শর্করা, আমিষ ও স্নেহ জাতীয় খাদ্যের অনুপাত হল-
ক) ৫:২:১
খ) ৫:৩:২
গ) ৪:২:১
ঘ) ৪:১:১
৯৯. আকুপাংচার হলো-
ক) জাপানের প্রাচীন চিকিৎসা পদ্ধতি
খ) চীন দেশীয় প্রাচীন চিকিৎসা পদ্ধতি
গ) প্রীসের প্রাচীন চিকিৎসা পদ্ধতি
ঘ) মিসরের প্রাচীন চিকিৎসা পদ্ধতি
১০০. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কতক্ষণ সময় লাগে?
ক) ৮:৩২ মিনিট
খ) ৯:১২ মিনিট
গ) ৭:৫৪ মিনিট
ঘ) ৭:২২ মিনিট
উত্তরপত্রঃ৭৬। (ঘ);
৭৭। (গ);
৭৮। (খ);
৭৯। (খ);
৮০। (ক);
৮১। (খ);
৮২। (ঘ);
৮৩। (ঘ);
৮৪। (ক);
৮৫। (গ);
৮৬। (গ);
৮৭। (গ);
৮৮। (ক);
৮৯। (গ);
৯০। (খ);
৯১। (ক);
৯২। (ক);
৯৩। (খ);
৯৪। (ঘ);
৯৫। (ঘ);
৯৬। (ঘ);
৯৭। (খ);
৯৮। (ঘ);
৯৯। (খ);
১০০। (ক);।।
Post a Comment