প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন(পর্বঃ০৪)/Preparatory Suggestions for Primary Assistant Teacher(part-4)
Suggestion-geniusmanik.com |
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন(পর্বঃ০৪)
৩০১) নাইট্রোজেনের প্রধান উৎস কী? উত্তর: বায়ুমণ্ডল।
৩০২) সিমেন্টের তৈরি অন্যতম কাঁচামালের নাম কী? উত্তর: জিপসাম।
৩০৩) কোন বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত? উত্তর: ২২/৭ (বৃত্তের পরিধি ও ব্যাসকে π বলে)
৩০৪) ১.৩.৬.১০.১৫.২১……ধারাটির দশম পদ কত? উত্তর: ৫৫ (ব্যাখ্যা নিজে চেষ্টা করেন)
৩০৫) বাংলা ভাষায় রচিত প্রথম নাটকের নাম কী? উত্তর: ভদ্রার্জুন।
৩০৬)সমাসের রীতি কোন ভাষা থেকে আগত? উত্তর: সংস্কৃত।
৩০৭) কাকনিদ্রা”শব্দটির অর্থ কী? উত্তর: অগভীর সতর্ক নিদ্রা।
৩০৮)”হত্যা করার ইচ্ছা”এক কথায় হবে? উত্তর: জিঘাংসা।
৩০৯)”ঋজু”এর বিপরীত কী? উত্তর: বঙ্কিম বা বাঁকা
৩১০) “To keep one’s head’ means? উত্তর: to keep calm
৩১১) What is the timeউত্তর: _your watch? উত্তর: by
৩১২) Antonyms of “Queer(অদ্ভুদ)” উত্তর: orderly(সুশৃঙ্খল)
৩১৩)একটি ঘড়ি প্রতিদিন করে হারায় ১০ মিনিট। কতদিন পর ঘড়িটি এমন অবস্থায় পৌঁছাবে যখন ঘড়িটি সঠিক সময় দিবে? উত্তর: ৭২
(১ দিনে হারায় ১০মি.৬দিনে ১ঘণ্টা হরায়। সম্পপূর্ণ কাটা ১২(১২*৬=৭২)
৩১৪)সামন্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কী? উত্তর: ভূমি*উচ্চতা
৩১৫) a+b=6 এবং ab=8 হলে (a-b)2=কত? উত্তর: 4
৩১৬) You should (—-)swimming. উত্তর: start up
৩১৭)”প্রতিদিন ঘরহীন ঘরে”কাব্যগ্রন্থটি কার? উত্তর: শামসুর রাহমান
৩১৮)”দৃষ্টিহীন”কার ছদ্মনাম? উত্তর: মধুসূদন মজুমদার।
৩১৯)”A search for identity”উত্তর: বইটি কার? উত্তর: মেজর আব্দুল জলিল
৩২০)”গ্রামের মেয়ে,বেদের মেয়ে” নাটকটি কার? উত্তর: জসীম উদদীন।
৩২১) ত্রিভুজের বৃহত্তর বাহু সংলগ্ন কোনদ্বয়কে কী বলে? উত্তর: সূক্ষ্মকোণ
৩২২) Noun of the word”Break”উত্তর: উত্তর: Breakdown
৩২৩)বাংলাদেশের প্রথম সংবাদপত্রের নাম কী? উত্তর: রঙ্গপুর বার্তাবহ(পূর্ববঙ্গ-১৯৪৭)
৩২৪)প্রত্যক্ষ কোন বস্তুর সাথে পরোক্ষ কোন বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে কী বলে? উত্তর: উপমেয়(ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ=কেশ) ৩২৫)বামেতর”শব্দের অর্থ কী? উত্তর: ডান(ডান ডাহিন,দক্ষিণ)
৩২৬)”মনীষা”শব্দের বিপরীত শব্দ কী? উত্তর: নির্বোধ
৩২৭)”Fad end(সর্বশেষ)”means? উত্তর: The last part
৩২৮)”By fits and starts”means? উত্তর: irregularly
৩২৯)”যার বাসস্থান নেই”এক কথা কী? উত্তর: অনিকেতন
৩৩০)বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিবে কিসে”উত্তর: বুলবুলিতে কোন কারকে কোন বিভক্তি? উত্তর: কর্তৃকারকে ৭মী
৩৩১)”মনস্তাপ”এর সন্ধি বিচ্ছেদ কী? উত্তর: মনঃ+তাপ
৩৩২)The idiom “Bring to book”উত্তর: উত্তর: Rebuke (তিরস্কার করা)
৩৩৩)”পেট্রোল ইঞ্জিন”কে চালু করেন? উত্তর: জার্মানি বিজ্ঞানী নিকোলাস অটো।
৩৩৪)কাকে কোষের প্রাণশক্তি বলা হয়? উত্তর: মাইটোকন্ড্রিয়াকে
৩৩৫) পৃথিবীতে প্রাণের সূচনা হয় আনুমানিকউত্তর: _ উত্তর: ১০০কোটি বছর আগে।
৩৩৬) Antonym of”somber-অন্ধকারময়”? উত্তর: Bright
৩৩৭)টলেমী কে ছিলেন? উত্তর: জ্যোতির্বিদ
৩৩৮) “ইন্টারনেট”কবে চালু হয়? উত্তর: ১৯৬৯ সালের ১৪ জানুয়ারি
৩৩৯)”ইন্টারনেট”কবে বাংলাদেশে আসে? উত্তর: ৪ জুন ১৯৯৬ সালে।
৩৪০) ঈশ্বচন্দ্রকে “সংস্কৃত কলেজ”কত সালে বিদ্যাসাগর উপাধিন প্রদান করেন? উত্তর: ১৮৩৯ সালে।
৩৪১) আবু মুসা দ্বীপ”কোন সাগরে অবস্থিত? উত্তর: পারস্য উপসাগরে।
৩৪২)”ব্যাডমিন্টন”কোন দেশের জাতীয় খেলা? উত্তর: মালয়েশিয়ার
৩৪৩) জেনেটিক কোডের আবিষ্কারক কে? উত্তর: ড.হরগোবিন্দ খোরানা(ভারত)
৩৪৪)বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ কী হবে? উত্তর: একই হয়।
৩৪৫)কোন দেশ অতীতে কোন দেশের উপনিবেশ ছিল না? উত্তর: থাইল্যান্ড
৩৪৬)উত্তর: থাইল্যান্ড”অর্থ কী? উত্তর: স্বাধীন ভূমি।
৩৪৭) পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে? উত্তর: আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে
৩৪৮) গোবিন্দলাল ও রোহিনী”কোন উপন্যাসের প্রধান দুটি চরিত্র? উত্তর: কৃষ্ণকান্তের উইল।
৩৪৯)কাকে ইসলামি রেনেসাঁর কবি বলা হয়? উত্তর: ফররুখ আহমদকে।
৩৫০) বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্রের নাম কী? উত্তর: দিকদর্শন(১৮১৮)
৩৫১)”ভবদহ,ইছামতি” বিল দুটি কোথায় অবস্থিত? উত্তর: যশোরে
৩৫২)”রাত্রির শেষ ভাগ”কে এক কথায় কী বলে? উত্তর: পররাত্র/পররাত
৩৫৩)তিনি ব্যাকরণে পণ্ডিত,এখানে ব্যাকরণে কোন কারকে কোন বিভক্তি? উত্তর: অধিকরণে ৭মী
৩৫৪) “নিরাময়” এর সঠিক সন্ধি বিচ্ছেদ কী? উত্তর: নিঃ+আময়
৩৫৫)সাক্ষী গোপাল অর্থ কী? উত্তর: নিষ্কৃয় দর্শক
৩৫৬)”ম্যাডোনা-৪৩”কী? উত্তর: একটি চিত্রকর্ম(বাংলা ১৩৫০)
৩৫৭) “দারফুন”কী? উত্তর: সুদানের একটি অঞ্চলের নাম
Please Share this...............
Post a Comment