Header Ads

বিসিএস, ব্যাংক জব ও সকল চাকুরির জন্য সহজ বাংলা বানানের নিয়ম (পর্বঃ০১)/Simple Bengali spelling rules for BCS, bank jobs and all jobs (Part-01)


Simple Bengali spelling rules for BCS, bank jobs and all jobs
spelling rules -geniusmanik.com

বিসিএস, ব্যাংক জব ও সকল চাকুরির জন্য সহজ বাংলা বানানের নিয়ম (পর্বঃ০১)
. দূরত্ব বোঝায় না এরূপ শব্দে -কার যোগে 'দুর' ('দুর' উপসর্গ) বা 'দু+রেফ' হবে যেমন দুরবস্থা, দুরন্ত, দুরাকাঙ্ক্ষা, দুরারোগ্য, দুরূহ, দুর্গা, দুর্গতি, দুর্গ, দুর্দান্ত, দুর্নীতি, দুর্যোগ, দুর্ঘটনা, দুর্নাম, দুর্ভোগ, দুর্দিন, দুর্বল, দুর্জয় ইত্যাদি

. দূরত্ব বোঝায় এমন শব্দে -কার যোগে 'দূর' হবে যেমন দূর, দূরবর্তী, দূর-দূরান্ত, দূরীকরণ, অদূর, দূরত্ব, দূরবীক্ষণ ইত্যাদি
. পদের শেষে '-জীবী' -কার হবে যেমন চাকরিজীবী, পেশাজীবী, শ্রমজীবী, কৃষিজীবী, আইনজীবী ইত্যাদি 
. পদের শেষে '-বলি' (আবলি) -কার হবে যেমন কার্যাবলি, শর্তাবলি, ব্যাখ্যাবলি, নিয়মাবলি, তথ্যাবলি, রচনাবলি ইত্যাদি
. 'স্ট' এবং 'ষ্ট' ব্যবহার: বিদেশি শব্দে 'স্ট' ব্যবহার হবে বিশেষ করে ইংরেজি st যোগে শব্দগুলোতে 'স্ট' ব্যবহার হবে যেমন পোস্ট, স্টার, স্টাফ, স্টেশন, বাসস্ট্যান্ড, মাস্টার, ডাস্টার, পোস্টার, স্টুডিও, ফাস্ট, লাস্ট, বেস্ট ইত্যাদি ষত্ব-বিধান অনুযায়ী বাংলা বানানে -বর্গীয় বর্ণে 'ষ্ট' ব্যবহার হবে যেমন বৃষ্টি, কৃষ্টি, সৃষ্টি, দৃষ্টি, মিষ্টি, নষ্ট, কষ্ট, তুষ্ট, সন্তুষ্ট ইত্যাদি অর্থাৎ 'স্ট'-এর উচ্চারণ হবেস্ট্’-এর মতো এবং 'ষ্ট'-এর উচ্চারণ হবেশ্টো’-এর মতো যেমন পোস্ট (পোস্ট্‌), লাস্ট (লাস্ট্‌), কষ্ট (কশ্টো), তুষ্ট (তুশ্টো) ইত্যাদি  
. যুক্তবর্ণেএবংব্যবহার: /-কারের পর যুক্তবর্ণে হবে যেমন তিরস্কার, তেজস্ক্রিয়, নমস্কার, পুরস্কার, পুরস্কৃত, বয়স্ক, ভস্ম, ভাস্কর, ভাস্কর্য, মনস্ক, সংস্কার, পরস্পর, বৃহস্পতি ইত্যাদি এর ব্যতিক্রম বাষ্প দ্বারা গঠিত শব্দসমূহ এছাড়া স্পৃশ্য, স্পর্ধা, স্পষ্ট, স্পন্দ, স্পন্দন, স্পর্শ, স্পৃষ্ট, স্পর্শী, স্মর, স্মৃত/স্মৃতি, স্মিত, স্মরণ, বিস্ময় দ্বারা গঠিত শব্দে হবে নিষ্ফল বাদে সকল’-হবে /-কার, /-কার, /-কার এবং /-কারের পর যুক্তবর্ণে হবে যেমন আবিষ্কর, আয়ুষ্কাল, আয়ুষ্কর, আয়ুষ্মান, আয়ুষ্মতী, উষ্ম, কুষ্মাণ্ড, গ্রীষ্ম, গীষ্পতি, গোষ্পদ, চতুষ্কোণ, চতুষ্পার্শ্ব, চতুষ্পদ, জ্যোতিষ্ক, দুষ্কর্ম, দুষ্কর, দুষ্প্রাপ্য, নিষ্কাশন, নিষ্কণ্টক, নিষ্পাপ, নিষ্পত্তি, নৈষ্কর্ম্য, পরিষ্কার, পুষ্করিণী, পুষ্প, মস্তিষ্ক, শ্লেষ্মা, শুষ্ক ইত্যাদি এর ব্যতিক্রম বিস্ময় দ্বারা গঠিত শব্দসমূহ
[দ্রষ্টব্য: বাংলা বানানে স্ট/স্ঠ এবং ষ্ত/ষ্থ হবে না তাই নিম্নের নিয়মগুলোতেষ্ট/ষ্ঠএবংস্ত/স্থদ্বারা গঠিত বানান প্রযোজ্য নয়]
 
. 'পূর্ণ' এবং 'পুন' (পুনঃ/পুন+রেফ/পুনরায়) ব্যবহার : 'পূর্ণ' (ইংরেজিতে Full/Complete অর্থে) শব্দটিতে -কার এবং র্ণ যোগে ব্যবহার হবে যেমন পূর্ণরূপ, পূর্ণমান, সম্পূর্ণ, পরিপূর্ণ ইত্যাদি 'পুন-' (পুনঃ/পুন+রেফ/পুনরায় ইংরেজিতে Re- অর্থে) শব্দটিতে -কার হবে এবং অন্য শব্দটির সাথে যুক্ত হয়ে ব্যবহার হবে যেমন পুনঃপ্রকাশ, পুনঃপরীক্ষা, পুনঃপ্রবেশ, পুনঃপ্রতিষ্ঠা, পুনঃপুন, পুনর্জীবিত, পুনর্নিয়োগ, পুনর্নির্মাণ, পুনর্মিলন, পুনর্লাভ, পুনর্মুদ্রিত, পুনরুদ্ধার, পুনর্বিচার, পুনর্বিবেচনা, পুনর্গঠন, পুনর্বাসন ইত্যাদি
. পদের শেষে'-গ্রস্থ' নয় '-গ্রস্ত' হবে যেমন বাধাগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, হতাশাগ্রস্ত, বিপদগ্রস্ত ইত্যাদি
. অঞ্জলি দ্বারা গঠিত সকল শব্দে -কার হবে যেমন গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, জলাঞ্জলি, পুষ্পাঞ্জলি ইত্যাদি
১০. আনন্দ-ব্যথা দান কর্মে -কার হয় যেমন ইয়ার্কি, মশকারি, বাঁদরামি, পাগলামি, ফাজলামি, বদমায়েশি, ইতরামি, মারামারি, হাতাহাতি ইত্যাদি  
১১. বিদেশি শব্দে , , ব্যবহার হবে না যেমন হর্ন, কর্নার, সমিল (করাতকল), স্টার, বাসস্ট্যান্ড, ফটোস্ট্যাট, আস্সালামু আলাইকুম, ইনসান ইত্যাদি
১২. অ্যা, ব্যবহার: বিদেশি বাঁকা শব্দের উচ্চারণে 'অ্যা' ব্যবহার হয় যেমন অ্যান্ড (And), অ্যাড (Ad/Add), অ্যাকাউন্ট (Account), অ্যাম্বুলেন্স (Ambulance), অ্যাসিস্ট্যান্ট (Assistant), অ্যাডভোকেট (Advocate), অ্যাকাডেমিক (Academic), অ্যাডভোকেসি (Advocacy) ইত্যাদি অবিকৃত বা সরলভাবে উচ্চারণে '' হয় যেমন এন্টার (Enter), এন্ড (End), এডিট (Edit) ইত্যাদি
১৩. ইংরেজি বর্ণ S-এর বাংলা প্রতিবর্ণ হবে '' এবং sh, -sion, -tion বর্ণগুচ্ছে '' হবে যেমন সিট (Seat/Sit), শিট, (Sheet), রেজিস্ট্রেশন (Registration), মিশন (Mission) ইত্যাদি  
১৪. আরবি বর্ণ ش (শিন)-এর বাংলা বর্ণ রূপ হবে '' এবং ث (সা), س (সিন) ص (সোয়াদ)-এর বাংলা বর্ণ রূপ হবে '' ث (সা), س (সিন) ص (সোয়াদ)-এর উচ্চারিত রূপ মূল শব্দের মতো হবে এবং বাংলা বানানের ক্ষেত্রে '' ব্যবহার হবে এবং ''-এর স্বতন্ত্র উচ্চারণ হবে যেমন সালাম, শাহাদত, শামস, ইনসান ইত্যাদি আরবি, ফারসি, ইংরেজি অন্যান্য ভাষা থেকে আগত শব্দ বা নামসমূহে , ব্যবহার হবে না  
১৫. : তৎসম শব্দে ব্যবহার হবে খাঁটি বাংলা বিদেশি শব্দে ব্যবহার হবে না বাংলা বানানে '' ব্যবহারের জন্য অবশ্যই ষত্ব-বিধান, উপসর্গ, সন্ধি সম্পর্কে ধারণা থাকতে হবে বাংলায় অধিকাংশ শব্দের উচ্চারণে '' বিদ্যমান এমনকি '' দিয়ে গঠিত শব্দেও '' উচ্চারণ হয় ''-এর স্বতন্ত্র উচ্চারণ বাংলায় খুবই কম ''-এর স্বতন্ত্র উচ্চারণ হচ্ছে সমীর, সাফ, সাফাই যুক্ত বর্ণ, -কার -ফলা যোগে যুক্তধ্বনিতে ''-এর উচ্চারণ পাওয়া যায় যেমন সৃষ্টি, স্মৃতি, স্পর্শ, স্রোত ইত্যাদি

Read More.........

বিসিএস, ব্যাংক জব ও সকল চাকুরির জন্য সহজ বাংলা বানানের নিয়ম (পর্বঃ০১) 

বিসিএস, ব্যাংক জব ও সকল চাকুরির জন্য সহজ বাংলা বানানের নিয়ম (পর্বঃ০২) 

Please Share This.....................

No comments