Header Ads

বিসিএস, ব্যাংক জব, এসএসসি ও সকল চাকুরির জন্য ঘড়ি ও পঞ্জিকার অংক সমাধান করার শর্টকাট টেকনিক(পর্ব-০১/০২)/Shortcuts Technique of Clock & Calendar Mathematics for BCS, Bank Jobs, SSC and All Jobs(Part-01/02)


BPSC-geniusmanik.com

বিসিএস, ব্যাংক জব, এসএসসি সকল চাকুরির জন্য ঘড়ি ও পঞ্জিকার অংক সমাধান করার শর্টকাট টেকনিক(পর্ব-০১/০২)

শুধু মাত্র ১টি সুত্র মনে রাখলেই, মাত্র ১৫-২০ সেকেন্ডের মধ্যেই ঘড়ির, ঘন্টা মিনিট এর কাটার মধ্যেবর্তী কোণের দূরত্বের নির্নয়ের নিচের অংক গুলোর উত্তর করতে পারবেন
টেকনিকঃ (11×M – 6O×H)÷2 এখানে, M=মিনিট
H=ঘন্টা
উদাহরনঃ যদি ঘড়িতে টা ৪০ মিনিট হয়, তবে ঘণ্টার কাটা মিনিটের কাটা কত ডিগ্রি কোন উৎপন্ন করে। সূত্র: (11 × M – 6O × H)÷2, (এখানে M এর স্থানে মিনিট H এর স্থানে ঘন্টা বসাতে হবে)
সমাধানঃ
(11 × 4O–6O×2)÷2
= 160(উঃ)
[বিঃদ্রঃযদি কোনের মান 180° অতিক্রম করে(অর্থাৎ 180 ° চেয়ে বেশি হয়)তবে প্রাপ্ত মানকে ৩৬০ থেকে বিয়োগ করে কোন এর মান নির্নয় করতে হবে]

ঘড়ি বৃত্তান্তঃ ঘড়িসংক্রান্ত সমস্যাতে ঘড়ি বলতে আপনাকে তিনটি কাটা (ঘন্টা, মিনিট সেকেন্ড) যুক্ত ১২ ঘন্টার ঘড়ি (এনালগ) বুঝতে হবে
আমরা জানি, ঘন্টা = ৬০ মিনিট মিনিট = ৬০ সেকেন্ড
ঘড়ির সেকেন্ডের কাটা ৬০ সেকেন্ডে ঘুরে আসে = ৩৬০ ডিগ্রী হারে, সেকেন্ডের কাটা প্রতি সেকেন্ডে ঘোরে = ৩৬০/৬০ = ডিগ্রী
ঘড়ির মিনিটের কাটা ৬০ মিনিটে ঘুরে আসে = ৩৬০ ডিগ্রী হারে, মিনিটের কাটা মিনিটে ঘোরে = ৩৬০/৬০ = ডিগ্রী
ঘড়ির ঘন্টার কাটা ১২ ঘন্টায় ঘুরে আসে = ৩৬০ ডিগ্রী হারে, ঘন্টার কাটা ঘন্টায় ঘোরে = ৩৬০/১২ = ৩০ ডিগ্রী
সংখ্যায় সংখ্যায়ঃ দিন বা ২৪ ঘন্টায়, ঘন্টা মিনিটের কাটা একে অপরের সাথে সমকোণ উৎপন্ন করে = ৪৪ বার [নোট-] ঘন্টা মিনিটের কাটা একটি অপরটির ওপরে অবস্থান করে = ২২ বার [নোট-] ঘন্টা মিনিটের কাটা একটি অপরটির ঠিক বিপরীতে অবস্থান করে = ২২ বার [নোট-]

Please Share This................................

No comments