বিসিএস, ব্যাংক জব, এসএসসি ও সকল চাকুরির জন্য ঘড়ি ও পঞ্জিকার অংক সমাধান করার শর্টকাট টেকনিক(পর্ব-০২/০২)/Shortcuts Technique of Clock & Calendar Mathematics for BCS, Bank Jobs, SSC and All Jobs(Part-02/02)
Clock & Calendar Mathematics -geniusmanik.com |
বিসিএস, ব্যাংক জব, এসএসসি ও সকল চাকুরির জন্য ঘড়ি ও পঞ্জিকার অংক সমাধান করার শর্টকাট টেকনিক(পর্ব-০২/০২)
গুরুত্বপূর্ণ সূত্রঃ
যেমন, দুপুর
২টা ৩০
মিনিটে ঘড়ির
ঘন্টা ও
মিনিটের কাটার
মধ্যকার কোণের
পরিমাপ = |(৬০*২ – ১১*৩০)|/২ = |(১২০
– ৩৩০)|/২
= |(১২০ – ৩৩০)|/২ = ২১০/২
= ১০৫ ডিগ্রী
ভাষাগত জটিলতাঃ
20 minutes past 10 মানে হলো ১০টা বেজে ২০ মিনিট বা ১০:২০টা।20 minutes to 10 মানে হলো ১০টা বাজতে ২০ মিনিট বাকি, বা ৯:৪০টা।
——- ‘past’ লেখা নাকি ‘to’ লেখা সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে ।
আরও:
reflex angle কথাটার মানে হলো প্রবৃদ্ধ কোণ। কোনো কোণের পরিমাপ ১৮০ ডিগ্রী অপেক্ষা বড় এবং ৩৬০ ডিগ্রী অপেক্ষা ছোট হলে, তাকে প্রবৃদ্ধ কোণ বলা হয়। একটি কোণের পরিমাপ যদি ৩০ ডিগ্রী হয়, তবে ঐ কোণটির প্রবৃদ্ধ কোণটি হবে = ৩৬০ – ৩০ = ৩৩০ ডিগ্রী।
নোট ১ঃ প্রতি ঘন্টায় ২বার করে ২৪ ঘন্টায় ৪৮ বার করার কথা। কিন্তু প্রকৃতপক্ষে দুপুর ও রাত ২:০০টা থেকে ২:৫৯ এবং ৮:০০টা থেকে ৮:৫৯ এই ৪ ঘন্টায় ১বার করে সমকোণ উৎপন্ন হয়। নোট ২: প্রতি ঘন্টায় ১বার করে ২৪ ঘন্টায় ২৪ বার করার কথা, কিন্তু সকাল ও রাত ১১:০০ থেকে ১১:৫৯ এই সময়ে কাটা দুটি একটি অপরটির ওপরে অবস্থান করে না। নোট ৩: প্রতি ঘন্টায় ১ বার করে ২৪ ঘন্টায় ২৪ বার করার কথা, কিন্তু ভোর ও সন্ধ্যে ৫:০০টা থেকে ৫:৫৯ এই দুই ঘন্টায় কাটা দুটি একটি অপরটির বিপরীতে অবস্থান করে না।
Calendar
প্রশ্ন: বাংলা ক্যালেন্ডারে এক বছরে কত দিন? উত্তর: ৩৬৫ দিন। প্রশ্ন: বাংলা বছরের ষষ্ঠ মাস থেকে ১২তম মাসের প্রতিটি মাস কত দিন করে হয়? উত্তর: ৩০ দিন করে। প্রশ্ন: ভাদ্র মাস কত দিনে? উত্তর: ৩১ দিনে। প্রশ্ন: ফাল্গুন মাস কত দিনে হয়? উত্তর: ৩০ দিনে। প্রশ্ন: ইংরেজি ক্যালেন্ডারে এক বছরে কত দিন? উত্তর: ৩৬৫ দিন। প্রশ্ন: অধিবর্ষ বলতে কী বোঝায়? উত্তর: অধিবর্ষ হলো এমন একটি বছর, যে বছরে ক্যালেন্ডার বছরের সঙ্গে ঋতু বছরের সমন্বয় স্থাপনের জন্য এক দিন বেশি থাকে। প্রশ্ন: খ্রিষ্টীয় সালের একক ও দশক স্থানীয় অঙ্ক দুটি শূন্য হলে সালটি কি অধিবর্ষ হবে? উত্তর: খ্রিষ্টীয় সালের একক ও দশক স্থানীয় অঙ্ক দুটি শূন্য হলে অধিবর্ষ হবে না। তবে ৪০০ দ্বারা বিভাজ্য হলে অধিবর্ষ হবে। প্রশ্ন: ২০০৪ ও ২০০৮ সাল কী বর্ষ? উত্তর: অধিবর্ষ।
Post a Comment