Header Ads

বিসিএস, ব্যাংক জব ও সকল চাকুরির জন্য সহজ বাংলা বানানের নিয়ম (পর্বঃ০৩)/Simple Bengali spelling rules for BCS, bank jobs and all jobs (Part-03)


Simple Bengali spelling rules for BCS, bank jobs and all jobs
spelling rules-geniusmanik.com

বিসিএস, ব্যাংক জব ও সকল চাকুরির জন্য সহজ বাংলা বানানের নিয়ম (পর্বঃ০৩)


৩৪. প্রমিত বানানে শব্দের শেষে -কার থাকলেগণ যোগে -কার হয় যেমন সহকারী>সহকারিগণ, কর্মচারী>কর্মচারিগণ, কর্মী>কর্মিগণ, আবেদনকারী>আবেদনকারিগণ ইত্যাদি  
৩৫. 'বেশি' এবং '-বেশী' ব্যবহার: 'বহু', 'অনেক' অর্থে ব্যবহার হবে 'বেশি' শব্দের শেষে যেমন ছদ্মবেশী, প্রতিবেশী অর্থে '-বেশী' ব্যবহার হবে
৩৬. ''-এর সাথে স্বরচিহ্ন যোগ হলে '' হবে যেমন জগৎ>জগতে জাগতিক, বিদ্যুৎ>বিদ্যুতে বৈদ্যুতিক, ভবিষ্যৎ>ভবিষ্যতে, আত্মসাৎ>আত্মসাতে, সাক্ষাৎ>সাক্ষাতে ইত্যাদি
৩৭. ইক প্রত্যয় যুক্ত হলে যদি শব্দের প্রথমে -কার থাকে তা পরিবর্তন হয়ে -কার হবে যেমন অঙ্গ>আঙ্গিক, বর্ষ>বার্ষিক, পরস্পর>পারস্পরিক, সংস্কৃত>সাংস্কৃতিক, অর্থ>আর্থিক, পরলোক>পারলৌকিক, প্রকৃত>প্রাকৃতিক, প্রসঙ্গ>প্রাসঙ্গিক, সংসার>সাংসারিক, সপ্তাহ>সাপ্তাহিক, সময়>সাময়িক, সংবাদ>সাংবাদিক, প্রদেশ>প্রাদেশিক, সম্প্রদায়>সাম্প্রদায়িক ইত্যাদি  
৩৮. সাধু থেকে চলিত রূপের শব্দসমূহ যথাক্রমে দেখানো হলো: হউক>হোক, যাউক>যাক, থাউক>থাক, লিখ>লেখ, গুলি>গুলো, শুন>শোন, শুকনা>শুকনো, ভিজা>ভেজা, ভিতর>ভেতর, দিয়া>দিয়ে, গিয়া>গিয়ে, হইল>হলো, হইত>হতো, খাইয়া>খেয়ে, থাকিয়া>থেকে, উল্টা>উল্টো, বুঝা>বোঝা, পূজা>পুজো, বুড়া>বুড়ো, সুতা>সুতো, তুলা>তুলো, নাই>নেই, নহে>নয়, নিয়া>নিয়ে, ইচ্ছা>ইচ্ছে ইত্যাদি
৩৯. হয়তো, নয়তো বাদে সকল তো আলাদা হবে যেমন আমি তো যাব না, সে তো আসবে না ইত্যাদি
[দ্রষ্টব্য: মূল শব্দের শেষে আলাদা তো ব্যবহারের ক্ষেত্রে বিধান প্রযোজ্য হবে]

৪০. , , , , , বর্ণগুলোর পূর্বে হবে না অর্থাৎ , , , , , = যেমন খান=খাঁ, চান/চন্দ/চন্দ্র=চাঁদ, পঞ্চ=পাঁচ, ফান্দ=ফাঁদ, গাঞ্জা=গাঁজা, চান্দা=চাঁদা, অঙ্কন=আঁকা, কঙ্কণ=কাঁকন, হংস=হাঁস, অন্ধকার/আন্ধার=আঁধার, বন্ধন=বাঁধন/বাঁধা, কণ্টক=কাঁটা, ক্রন্দন/কান্দা=কাঁদা, ইন্দুর=ইঁদুর, বান্দর=বাঁদর, সিন্দূর=সিঁদুর, চম্পা=চাঁপা ইত্যাদি
৪১. ব্য- ব্যা- ব্যবহার:  
ক্ত, , /ঞ্জ, , , , , ষ্ট, স্ত-এর পূর্বে - -ফলা (ব্য) হবে যেমন ব্যক্ত, ব্যক্তি, ব্যঞ্জন, ব্যতিক্রম, ব্যথা, ব্যর্থ, ব্যবস্থা, ব্যভিচার, ব্যষ্টি, ব্যস্ত ইত্যাদি
, , , , , , প্ত, , -এর পূর্বে - -ফলা -কার (ব্যা) হবে যেমনব্যাকরণ, ব্যাকুল, ব্যাখ্যা, ব্যাঘাত, ব্যাধি, ব্যাপক, ব্যাপার, ব্যাপ্তি, ব্যাস, ব্যাসার্ধ ব্যাহত ইত্যাদি
, , , বর্ণগুলোতে কিছুটা ব্যক্তিক্রম আছে তবে ব্যক্তিক্রম বানানগুলোর প্রচলন নেই বললেই চলে তাই ভয়ের কোনো কারণ নেই ব্যঙ্গ, ব্যয় দ্বারা গঠিত শব্দে ব্য হবে ব্যাঙাচি, ব্যাঙ্গম, ব্যাঙ্গমি, ব্যায়াম শব্দে ব্যা হবে ব্যাবসাব্যবসায়ী>ব্যাবসায়িক, ব্যবহার>ব্যবহারী>ব্যাবহারিক ৪২. -এর, -, কে এবং -কে ব্যবহার:
চিহ্নিত বাক্য বা উক্তির সাথে সমাসবদ্ধ রূপ যেমন গুলিস্তানভাসানী হকি ষ্টেডিয়াম’-এর সাইনবোর্ডে স্টেডিয়াম বানানটি ভুল[ চিহ্নিত শব্দের সাথে সমাসবদ্ধ রূপ যেমনবাবাচ’-এর পক্ষ থেকে অভিনন্দন এখানে ঊর্ধ্ব কমা দিয়ে চিহ্নিত করা হয়েছে ঊর্ধ্ব কমা তুলে দিলে অর্থাৎ চিহ্নিত না-করলে সরলভাবে ব্যবহার হবে যেমন বাবাচের পক্ষ থেকে অভিনন্দন 
শব্দের পরে যেকোনো প্রতীকের সাথে সমাসবদ্ধ রূপ যেমন হাদিস রাসুল (সা.)-এর বাণী[
বিদেশি শব্দ অর্থাৎ বাংলায় প্রতিবর্ণীকরণ নয় এমন শব্দের সাথে সমাসবদ্ধ রূপ যেমন SMS-এর মাধ্যমে টাকা পাঠাতে হবে[
গাণিতিক শব্দের সাথে সমাসবদ্ধ রূপ যেমন -এর চেয়ে কম ১৯৭১-এর সময়[
সংক্ষিপ্ত শব্দের সাথে সমাসবদ্ধ রূপ যেমন অ্যাগ্রো কোম্পানি লি.-এর সাথে চুক্তি[
প্রশ্নবোধক অর্থে 'কে' (ইংরেজিতে Who অর্থে) আলাদা ব্যবহার হয় যেমন হৃদয় কে?
প্রশ্ন করা বোঝায় না এমন শব্দে '-কে' একসাথে ব্যবহার হবে যেমন হৃদয়কে আসতে বলো
নামোজ্জ্বলে '-কে' '-এর' ব্যবহার: নাম বিচিত্রবর্ণে সাজানোর ক্ষেত্রে সমাসবদ্ধ ‘-কে’‘-এর’-কে হাইফেন দ্বারা আলাদা করা যায় যেমন মাসুদ-কে ভোট দিন (এখানে মাসুদ লেখাটি বিচিত্ররূপ ধারণ করবে) বাবাচ-এর পক্ষ থেকে (এখানে বাবাচ লেখাটি বিচিত্ররূপ ধারণ করবে) রানা-এর আগমন (এখানে রানা লেখাটি বিচিত্ররূপ ধারণ করবে) রানা- আগমন (এখানে রানা লেখাটি বিচিত্ররূপ ধারণ করবে) ছাড়া সরলভাবে বাক্য গঠনে ‘-কে’, ‘-এরএবং ‘-’-কে একসাথে লিখতে হবে যেমনজনস্বার্থে মাসুদকে ভোট দিন; বাবাচের পক্ষ থেকে অভিনন্দন; ঢাকায় রানার আগমন ‘-কেএবং ‘-এর’-কে আলাদা করতে হলে অবশ্যই হাইফেন ( -) ব্যবহার করতে হবে অনেকেই ভুলবশত হাইফেন ব্যবহার করে না এক্ষেত্রে লোপচিহ্ন ব্যবহার করা যাবে না শব্দ গঠনে -এর/- ব্যবহার হবে না যেমনরং- নয় রঙে, ভাই-এর নয় ভাইয়ের, বউ-এর নয় বউয়ের, যাচাই- নয় যাচাইয়ে, অফিস-এর নয় অফিসের, শুটিং-এর নয় শুটিংয়ের, বাংলাদেশ-এর নয় বাংলাদেশের, কোম্পানি-এর নয় কোম্পানির, শিক্ষক-এর নয় শিক্ষকের, স্টেডিয়াম- নয় স্টেডিয়ামে লিখতে হবে

Read More.........

বিসিএস, ব্যাংক জব ও সকল চাকুরির জন্য সহজ বাংলা বানানের নিয়ম (পর্বঃ০১) 

বিসিএস, ব্যাংক জব ও সকল চাকুরির জন্য সহজ বাংলা বানানের নিয়ম (পর্বঃ০২) 

 

Please Share This.................

No comments