Header Ads

বিসিএস, ব্যাংক জব ও সকল চাকুরির জন্য সহজ বাংলা বানানের নিয়ম (পর্বঃ০৫)/Simple Bengali spelling rules for BCS, bank jobs and all jobs (Part-05)


Simple Bengali spelling rules for BCS, bank jobs and all jobs
spelling rules -geniusmanik.com
বিসিএস, ব্যাংক জব ও সকল চাকুরির জন্য সহজ বাংলা বানানের নিয়ম (পর্বঃ০৫)


. -ফলা, -ফলা -ফলার উচ্চারণ:
-ফলার উচ্চারণ:
পদের প্রথমে -ফলা থাকলে সে বর্ণের উচ্চারণে কিছুটা ঝোঁক পড়ে এবং সামান্য নাসিক্যস্বর হয় যেমন শ্মশান (শঁশান্), স্মরণ (শঁরোন্) কখনো কখনোঅনুচ্চারিত থাকতেও পারে বিশেষ করে যেমন স্মৃতি (সৃতি বা সৃঁতি)

পদের মধ্যে বা শেষে -ফলা যুক্ত হলে উচ্চারণে সে বর্ণের দ্বিত্ব হয় এবং সামান্য নাসিক্যস্বর হয় যেমন আত্মীয় (আত্তিঁয়), পদ্ম (পদ্দোঁ), বিস্ময় (বিশ্শঁয়), ভস্মস্তূপ (ভশ্শোঁস্তুপ্‌), ভস্ম (ভশ্শোঁ), রশ্মি (রোশ্শিঁ) 
, , , , , বা বর্ণের সঙ্গে -ফলা যুক্ত হলে, -এর উচ্চারণ বজায় থাকে যুক্ত ব্যঞ্জনের প্রথম বর্ণের স্বর লুপ্ত হয় যেমন বাগ্মী (বাগ্মি), যুগ্ম (যুগ্মো), মৃন্ময় (মৃন্ময়), জন্ম (জন্মো), গুল্ম (গুল্মো)
-ফলার উচ্চারণ:
শব্দের প্রথমে -ফলা যুক্ত হলে উচ্চারণে শুধু সে বর্ণের উপর অতিরিক্ত ঝোঁক পড়ে যেমন ক্বচিৎ (কোচিৎ), দ্বিত্ব (দিত্তো), শ্বাস (শাশ্), স্বজন (শজোন), দ্বন্দ্ব (দন্দো)

শব্দের মধ্যে বা শেষে -ফলা যুক্ত হলে যুক্ত ব্যঞ্জনটির দ্বিত্ব উচ্চারণ হয় যেমন বিশ্বাস (বিশ্শাশ্), পক্ব (পক্কো), অশ্ব (অশ্শো) সন্ধিজাত শব্দে যুক্ত -ফলায় -এর উচ্চারণ বজায় থাকে যেমন দিগ্বিজয় (দিগ্বিজয়), দিগ্বলয় (দিগ্বলয়)
শব্দের মধ্যে বা শেষেবা’-এর সঙ্গে -ফলা যুক্ত হলে -এর উচ্চারণ বজায় থাকে যেমন তিব্বত (তিব্বত), লম্ব (লম্বো)
উৎ উপসর্গের সঙ্গে -ফলা যুক্ত হলে -এর উচ্চারণ বহাল থাকে যেমন উদ্বাস্তু (উদ্বাস্তু), উদ্বেল (উদ্বেল্‌)
’-এর পর -ফলা থাকলে +-ফলাওভউচ্চারিত হয় যেমন জিহ্বা (জিওভা), গহ্বর (গওভর), আহ্বান (আওভান) ইত্যাদি -ফলার উচ্চারণ:
-ফলার পর ব্যঞ্জনধ্বনি বা , , ধ্বনি থাকলে -ফলাঅ্যাউচ্চারিত হয় যেমন ব্যবহার (ব্যাবোহার্‌), ব্যস্ত (ব্যাস্তো) ইত্যাদি
 
-ফলার পরেধ্বনি থাকলে -ফলাউচ্চারিত হয় যেমন ব্যক্তি (বেক্তি), ব্যতীত (বেতিতো) ইত্যাদি  
-ফলা শব্দের মাঝে বা শেষে থাকলেদ্বিত্বউচ্চারিত হয় যেমন বিদ্যুৎ (বিদ্দুত্‌), বিদ্যা (বিদ্দা) ইত্যাদি  
শব্দের প্রথমে -ফলার সাথে -কার, -কার, -কার থাকলে -ফলার উচ্চারণ হয় না যেমন দ্যুতি (দুতি), জ্যোতি (জোতি) ইত্যাদি
’-এর পর -ফলা থাকলে +-ফলাজ্উচ্চারিত হয় যেমন সহ্য (শোজ্ঝো), গ্রাহ্য (গ্রাজ্ঝো) ইত্যাদি  
উদ্যোগ শব্দটির উচ্চারণ বাংলায় দুটি পাওয়া যায় উদ্দোগ উদ্জোগ তবে জনমনে বেশি প্রচলিত উদ্দোগ অনেকের মতে উদ্যোগকে যদি সংস্কৃত ভেঙে উদ্যোগ রূপে লেখা হয়তবে এর উচ্চারণ উদ্জোগ হবে  
বা -ফলার আদি বা সংস্কৃত উচ্চারণইঅ (ইয়)’ যেমন যামিনী (ইয়ামিনি), শ্যাম (শিয়াম) ইত্যাদি
[দ্রষ্টব্য: আমাদের অবশ্যই বাংলা বানান বাংলা বানানের উচ্চারণ সম্পর্কে ধারণা থাকতে হবে কারণ বাংলা বানান উচ্চারণের পার্থক্য রয়েছে যেমন আছ (আছো), দেখা (দ্যাখা), একা (অ্যাকা) ইত্যাদি]
 

Read More..................................


বিসিএস, ব্যাংক জব ও সকল চাকুরির জন্য সহজ বাংলা বানানের নিয়ম (পর্বঃ০১) 

বিসিএস, ব্যাংক জব ও সকল চাকুরির জন্য সহজ বাংলা বানানের নিয়ম (পর্বঃ০২) 


 বিসিএস, ব্যাংক জব ও সকল চাকুরির জন্য সহজ বাংলা বানানের নিয়ম (পর্বঃ০৪)

Please Share This.........................

No comments