Header Ads

বিসিএস প্রিলিমিনারির জন্য কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ে প্রস্তুতি একাদশ শ্রেণির আইসিটি বইয়ের প্রথম অধ্যায় / Special Preparation about Computer and information technology of HSC ICT Book 1st unit for BCS Preli Test


Special Preparation about Computer and information technology of HSC ICT Book 1st unit for BCS Preli Test
 Computer and information technology-geniusmanik.com

বিসিএস প্রিলিমিনারির জন্য কম্পিউটার তথ্য প্রযুক্তি বিষয়ে প্রস্তুতি একাদশ শ্রেণির আইসিটি বইয়ের প্রথম অধ্যায়

1. সর্ব প্রথম বিশ্ব গ্রাম ধারনা কে প্রদান করেন ? . মার্শাল ম্যাকুলহান . দ্যা গুটেনবার্গ গ্যালাক্রি . ইনটারর পল . . ইউনুস
উত্তর: . মার্শাল ম্যাকুলহান
2. যোগাযোগ ব্যবস্থার পরিবর্তনের ফলে কি হচ্ছে ?- . বাস . ট্রেন . বিশ্বগ্রাম . ফোন
উত্তর: . বিশ্বগ্রাম
3. কোন ব্যবস্থার ফলে কাজের গতি বেড়েছে, সময়ের অপচয় কমেছে, অর্থ শ্রমের সাশ্রয় হয়েছে? . ইন্টারনেট . তথ্য প্রযুক্তি . বিশ্বগ্রাম . কম্পিউটার
উত্তর: . তথ্য প্রযুক্তি
4. কোনটির মাধ্যমে বিশ্বগ্রাম সমগ্র বিশ্বে কর্মসংস্থানের সুযোগ তৈরী হচ্ছে ? . অনলাইন . DNA . মোবাইল . ডাক ব্যবস্থা
উত্তর: . মোবাইল
5. আঙ্গুলের ছাপ নেওয়া হয় কোন পদ্ধতিতে? . জেনেটিক টেকনোলজী . ইনফরমেট্রিক্স . বায়োইনফরমেট্রিক্স . বায়োমেট্রিক্স
উত্তর: . বায়োমেট্রিক্স
6. বর্তমানে কোন ব্যবস্থায় একজন ছাত্র ক্লাসে না গিয়ে ঘরে বসে যে কোনো শিক্ষকের ক্লাসে অংসগ্রহন করতে পারেন? . ইন্টারনেট . শিক্ষকের প্রত্যক্ষ তত্ত্ববধান . যোগাযোগ . -কমার্স
উত্তর: . ইন্টারনেট
7. ভার্চুয়াল রিয়েলিটি কাল্পনিক মাল্টিমিডিয়া ব্যবহারে নিচের কোন অবস্থার সৃষ্টি করে ? . বাস্তব জগতে থাকা . অবাস্তব জগতে থাকা . অদ্ভূত বাস্তবতার জগতে হারিয়ে যাওয়া . প্রভাবিত হওয়া
উত্তর: . অদ্ভূত বাস্তবতার জগতে হারিয়ে যাওয়া
8. ভার্চুয়াল রিয়েলিটি অ্যাপ্লিকেশন তৈরির জন্য ব্যাবহার হয়? . কম্পিউটার . বিহেভিয়ার . তথ্য ব্যবস্থা . এনভায়ণমেন্ট
উত্তর: . এনভায়ণমেন্ট
9. প্রসেপেটর এর ব্যবহার হয়? . কৃত্রিম বুদ্ধিমত্তা . খনিজ সম্পদ খোজা . সমুদ্র অভিযান . মহাকাশযান
উত্তর: . মহাকাশযান
10. বিজ্ঞানের যে শাখা রোবোটিক ডিজাইন সংগঠন নিয়ন্ত্রন এবং পরিচালনায় সংযুক্ত তাকে কী বলে? . রোবোটিকস . বায়োমেট্রিক্স . ইনফরমেটিক্স . বিহেভিয়ার
উত্তর: . রোবোটিকস
11. আধুনিক যুগে চামড়ার ক্যানসার নিরাময়ে কোন প্রযুক্তির ব্যবহার হচ্ছে - . ভার্চুয়াল ট্রিটমেন্ট . হারবাল ট্রিটমেন্ট . ক্রায়োসার্জারি . নরমাল সার্জারি
উত্তর: . ক্রায়োসার্জারি
12. ক্রায়োসার্জারিতে কী রকম নাইট্রোজেন ব্যবহার করা হয়- . শক্ত . নরম . বাসস্থান . তরল
উত্তর: . তরল
13 . ক্রায়োসার্জারিতে নিচের কোন ক্ষেত্রে গুরুত্বপূর্ন ? . শিক্ষা . চিকিৎসা . বাসস্থান . সংস্কতি
উত্তর: . চিকিৎসা
14. মৃত ব্যক্তির DNA পর্যালোচানোর জন্য কোন প্রযুক্তি ব্যবহার করা হয় ? . বায়োমেট্রিক্স . জেনেটিক ইঞ্জিনিয়ারিং . ক্রায়োসার্জারি . ন্যানো সার্জারি
উত্তর: . জেনেটিক ইঞ্জিনিয়ারিং
15. নিচের কোনটির মাধ্যমে কৃষি পন্যের বিভিন্ন রোগ নিরাময়ের পরামর্শ দেওয়া হয় ? . ক্রায়োসার্জারি . মোবাইল . বায়োমেট্রিক্স . তথ্য ব্যবস্থা
উত্তর: . মোবাইল
16. নিচের কোন ওয়েব সাইটটি এখন সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে বহুল আলোচিত ব্যবহৃত হচ্ছে? . www.yahoo.com . www.google.com . www.youtube.com . www.facbook.com
উত্তর: . www.facbook.com
17. বৈশিক যোগাযোগের ব্যবস্থা সমৃদ্ধ স্থানকে কী বলে? . বৈশ্বিক ভিলেজ . ভিলেজ . গ্লোবাল . বিশ্ব ব্রক্ষান্ড
উত্তর: . বৈশ্বিক ভিলেজ
18. কিসের ব্যবহারের ফলে দুরত্ব এখন হাতের মুঠোয়? . মোবাইল গেইমস . কম্পিউটার . টেলিভিশন . ইন্টারনেট
উত্তর: . ইন্টারনেট
19. স্কাইপে এর মাধ্যমে পাওয়া যায়? . মহাকাশ যান . মহাকাশ ক্ষেপনান্ত্র . ফ্রি ফোন সুবিধা . লগ ইন করা
উত্তর: . ফ্রি ফোন সুবিধা
20. বিশ্বগ্রাম হলো তথ্য প্রযুক্তির বন্ধনে আবদ্ধ একটি- . অবস্থা . ব্যবস্থা . ক্ষেত্র . শিক্ষা
উত্তর: . ক্ষেত্র

Please Share This………………..

No comments