বিসিএস প্রিলিমিনারির জন্য কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ে প্রস্তুতি একাদশ শ্রেণির আইসিটি বইয়ের প্রথম অধ্যায় / Special Preparation about Computer and information technology of HSC ICT Book 1st unit for BCS Preli Test
Computer and information technology-geniusmanik.com |
বিসিএস প্রিলিমিনারির জন্য কম্পিউটার
ও তথ্য
প্রযুক্তি বিষয়ে প্রস্তুতি একাদশ শ্রেণির আইসিটি
বইয়ের প্রথম
অধ্যায়
উত্তর: ক. মার্শাল ম্যাকুলহান
2. যোগাযোগ ব্যবস্থার পরিবর্তনের ফলে কি হচ্ছে ?- ক. বাস খ. ট্রেন গ. বিশ্বগ্রাম ঘ. ফোন
উত্তর: গ. বিশ্বগ্রাম
3. কোন ব্যবস্থার ফলে কাজের গতি বেড়েছে, সময়ের অপচয় কমেছে, অর্থ ও শ্রমের সাশ্রয় হয়েছে? ক. ইন্টারনেট খ. তথ্য প্রযুক্তি গ. বিশ্বগ্রাম ঘ. কম্পিউটার
উত্তর: খ. তথ্য প্রযুক্তি
4. কোনটির মাধ্যমে বিশ্বগ্রাম সমগ্র বিশ্বে কর্মসংস্থানের সুযোগ তৈরী হচ্ছে ? ক. অনলাইন খ. DNA গ. মোবাইল ঘ. ডাক ব্যবস্থা
উত্তর: গ. মোবাইল
5. আঙ্গুলের ছাপ নেওয়া হয় কোন পদ্ধতিতে? ক. জেনেটিক টেকনোলজী খ. ইনফরমেট্রিক্স গ. বায়োইনফরমেট্রিক্স ঘ. বায়োমেট্রিক্স
উত্তর: ঘ. বায়োমেট্রিক্স
6. বর্তমানে কোন ব্যবস্থায় একজন ছাত্র ক্লাসে না গিয়ে ঘরে বসে যে কোনো শিক্ষকের ক্লাসে অংসগ্রহন করতে পারেন? ক. ইন্টারনেট খ. শিক্ষকের প্রত্যক্ষ তত্ত্ববধান গ. যোগাযোগ ঘ. ই -কমার্স
উত্তর: ক. ইন্টারনেট
7. ভার্চুয়াল রিয়েলিটি কাল্পনিক মাল্টিমিডিয়া ব্যবহারে নিচের কোন অবস্থার সৃষ্টি করে ? ক. বাস্তব জগতে থাকা খ. অবাস্তব জগতে থাকা গ. অদ্ভূত বাস্তবতার জগতে হারিয়ে যাওয়া ঘ. প্রভাবিত হওয়া
উত্তর: গ. অদ্ভূত বাস্তবতার জগতে হারিয়ে যাওয়া
8. ভার্চুয়াল রিয়েলিটি অ্যাপ্লিকেশন তৈরির জন্য ব্যাবহার হয়? ক. কম্পিউটার খ. বিহেভিয়ার গ. তথ্য ব্যবস্থা ঘ. এনভায়ণমেন্ট
উত্তর: ঘ. এনভায়ণমেন্ট
9. প্রসেপেটর এর ব্যবহার হয়? ক. কৃত্রিম বুদ্ধিমত্তা খ. খনিজ সম্পদ খোজা গ. সমুদ্র অভিযান ঘ. মহাকাশযান
উত্তর: ঘ. মহাকাশযান
10. বিজ্ঞানের যে শাখা রোবোটিক ডিজাইন সংগঠন নিয়ন্ত্রন এবং পরিচালনায় সংযুক্ত তাকে কী বলে? ক. রোবোটিকস খ. বায়োমেট্রিক্স গ. ইনফরমেটিক্স ঘ. বিহেভিয়ার
উত্তর: ক. রোবোটিকস
11. আধুনিক যুগে চামড়ার ক্যানসার নিরাময়ে কোন প্রযুক্তির ব্যবহার হচ্ছে - ক. ভার্চুয়াল ট্রিটমেন্ট খ. হারবাল ট্রিটমেন্ট গ. ক্রায়োসার্জারি ঘ. নরমাল সার্জারি
উত্তর: গ. ক্রায়োসার্জারি
12. ক্রায়োসার্জারিতে কী রকম নাইট্রোজেন ব্যবহার করা হয়- ক. শক্ত খ. নরম গ. বাসস্থান ঘ. তরল
উত্তর: ঘ. তরল
13 . ক্রায়োসার্জারিতে নিচের কোন ক্ষেত্রে গুরুত্বপূর্ন ? ক. শিক্ষা খ. চিকিৎসা গ. বাসস্থান ঘ. সংস্কতি
উত্তর: খ. চিকিৎসা
14. মৃত ব্যক্তির DNA পর্যালোচানোর জন্য কোন প্রযুক্তি ব্যবহার করা হয় ? ক. বায়োমেট্রিক্স খ. জেনেটিক ইঞ্জিনিয়ারিং গ. ক্রায়োসার্জারি ঘ. ন্যানো সার্জারি
উত্তর: খ. জেনেটিক ইঞ্জিনিয়ারিং
15. নিচের কোনটির মাধ্যমে কৃষি পন্যের বিভিন্ন রোগ নিরাময়ের পরামর্শ দেওয়া হয় ? ক. ক্রায়োসার্জারি খ. মোবাইল গ. বায়োমেট্রিক্স ঘ. তথ্য ব্যবস্থা
উত্তর: খ. মোবাইল
16. নিচের কোন ওয়েব সাইটটি এখন সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে বহুল আলোচিত ও ব্যবহৃত হচ্ছে? ক. www.yahoo.com খ. www.google.com গ. www.youtube.com ঘ. www.facbook.com
উত্তর: ঘ. www.facbook.com
17. বৈশিক যোগাযোগের ব্যবস্থা সমৃদ্ধ স্থানকে কী বলে? ক. বৈশ্বিক ভিলেজ খ. ভিলেজ গ. গ্লোবাল ঘ. বিশ্ব ব্রক্ষান্ড
উত্তর: ক. বৈশ্বিক ভিলেজ
18. কিসের ব্যবহারের ফলে দুরত্ব এখন হাতের মুঠোয়? ক. মোবাইল গেইমস খ. কম্পিউটার গ. টেলিভিশন ঘ. ইন্টারনেট
উত্তর: ঘ. ইন্টারনেট
19. স্কাইপে এর মাধ্যমে পাওয়া যায়? ক. মহাকাশ যান খ. মহাকাশ ক্ষেপনান্ত্র গ. ফ্রি ফোন সুবিধা ঘ. লগ ইন করা
উত্তর: গ. ফ্রি ফোন সুবিধা
20. বিশ্বগ্রাম হলো তথ্য প্রযুক্তির বন্ধনে আবদ্ধ একটি- ক. অবস্থা খ. ব্যবস্থা গ. ক্ষেত্র ঘ. শিক্ষা
উত্তর: গ. ক্ষেত্র
Post a Comment