Header Ads

বিসিএস, ব্যাংক জব, এসএসসি ও সকল চাকুরির জন্য দ্বিরুক্ত শব্দ কি? উদাহরণসহ প্রকারভেদ আলোচনা কর?(পর্বঃ০২) What is the double word for BCS, bank job, SSC and all jobs? Example- Discussion of type?(Part-02)

double word-geniusmanik.com

বিসিএস, ব্যাংক জব, এসএসসি সকল চাকুরির জন্য দ্বিরুক্ত শব্দ কি? উদাহরণসহ প্রকারভেদ আলোচনা কর?(পর্বঃ০২)

#পদাত্মক_দ্বিরুক্তির_প্রয়োগ
বিশেষ্য পদের দ্বিরুক্তি(উল্লেখ্য, বিশেষ্য পদের দ্বিরুক্তি হলে সেগুলো বিশেষণ পদের মত কাজ/ আচরণ করে অর্থাৎ, বিশেষ্য পদের দ্বিরুক্তি হলে সেগুলো বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়)
. আধিক্য বোঝাতে : রাশি রাশি ধন, ধামা ধামা ধান
. সামান্য বোঝাতে : আমার জ্বর জ্বর লাগছে কবি কবি ভাব
. পরস্পরতা বা ধারাবাহিকতা বোঝাতে : তুমি দিন দিন রোগা হয়ে যাচ্ছ ওরা বাড়ি বাড়ি হেঁটে চাঁদা তুলছে
. ক্রিয়া বিশেষণ : ধীরে ধীরে যায়, ফিরে ফিরে চায়
. অনুরূপ কিছু বোঝাতে : তার সঙ্গী সাথী কেউ নেই
. আগ্রহ বোঝাতে : দাদা দাদা বলে ডাকছে
#বিশেষণ_পদের_দ্বিরুক্তি
. আধিক্য বোঝাতে : ভাল ভাল আম ছোট ছোট ডাল
. তীব্রতা বা সঠিকতা বোঝাতে : গরম গরম জিলাপী নরম নরম হাত
. সামান্যতা বোঝাতে : উড়ু উড়ু ভাব কাল কাল চেহারা
#সর্বনাম_পদের_দ্বিরুক্তি
. বহুবচন বা আধিক্য বোঝাতে : সে সে লোক কোথায় গেল? কে কে এল? কেউ কেউ বলে
#ক্রিয়াপদের/ #ক্রিয়াবাচক_পদের_দ্বিরুক্তি
. বিশেষণ রূপে : রোগীর তো যায় যায় অবস্থা তোমার নেই নেই ভাব আর গেল না
. স্বল্পকাল স্থায়ী বোঝাতে : দেখতে দেখতে আকাশ কাল হয়ে এল
. ক্রিয়া বিশেষণ : দেখে দেখে যাও ঘুমিয়ে ঘুমিয়ে শুনলে কিভাবে?
. পৌনঃপুনিকতা বোঝাতে : ডেকে ডেকে হয়রান হয়ে গেছি
#অব্যয়_পদের_দ্বিরুক্তি
. ভাবের গভীরতা বোঝাতে : সবাই হায় হায় করতে লাগল ছি ছি, তুমি এত খারাপ!
. পৌনঃপুনিকতা বোঝাতে : বার বার সে কামান গর্জে উঠল
. অনুভূতি বা ভাব বোঝাতে : ভয়ে গা ছম ছম করছে ফোঁড়াটা টন টন করছে
. বিশেষণ বোঝাতে : পিলসুজে বাতি জ্বলে মিটির মিটির
. ধ্বনিব্যঞ্জনা : ঝির ঝির করে বাতাস বইছে বৃষ্টি পড়ে টাপুর টুপুর
#বিশিষ্টার্থক_বাগধারায়_দ্বিরুক্ত_শব্দের_প্রয়োগ
সতর্কতা বোঝাতে : ছেলেটিকে চোখে চোখে রেখো
ভাবের প্রগাঢ়তা বোঝাতে : ভুলগুলো তুই আনরে বাছা বাছা
কালের বিসত্মার বোঝাতে : থেকে থেকে শিশুটি কাঁদছে
আধিক্য বোঝাতে : লোকটা হাড়ে হাড়ে শয়তান
: খাঁচার ফাঁকে ফাঁকে, পরশে মুখে মুখে, নীরবে চোখে চোখে চায়

Please Share This................................


No comments