বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার জন্য গণিত বিষয়ে পূর্ণাঙ্গ টিপস (পর্ব-০১)/Special full tips about Mathematics for BCS Preli Test (Part-01)
BPSC-geniusmanik.com |
বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার জন্য গণিত
বিষয়ে পূর্ণাঙ্গ
টিপস (পর্ব-০১)
বিসিএস প্রিলিমিনারী তে জীবনের এক
কঠিন পরীক্ষাক্ষেত্র।
সবচেয়ে প্রতিযোগীতামূলক
এই পরীক্ষাতে
ভালো করতে
হলে গণিতের
অংশে ভালো
করার বিকল্প
কিছু নাই
৩৪ তম
বিসিএস পর্যন্ত
প্রিলিমিনারী পরীক্ষায় ১০০ টি অবজেকটিভ
প্রশ্নে গণিত
অংশে ২০
টি প্রশ্ন
হত। যেহেতু
৩৫তম বিসিএস
থেকে ১০০
নম্বর বেড়ে
২০০ নম্বর
হচ্ছে কিন্তু
আশ্চর্যজনক বিষয় হচ্ছে গণিতের নম্বর
উল্টো ৫
নম্বর কমে
১৫ করা
হইছে অর্থাৎ
১৫ টি
প্রশ্ন থাকবে।
বেশিরভাগ শিক্ষার্থী যারা গণিতে ভালো তাদের টার্গেট থাকে ১৮-২০ টিই যেন সঠিক হয় এখন যেহেতু ১৫ টি তাই আমাদের সকলেরই উচিত ১৫ টি সঠিক উত্তর করতে পারা।
গণিত বিষয়ে যে যে বই ফলো করবেনঃ
১) নিম্ন
মাধ্যমিক গণিত
[৮ম শ্রেণী]
২) মাধ্যমিক
সাধারণ গণিত
ও উচ্চতর
গণিত [৯ম
শ্রেণী]
৩) উচ্চ
মাধ্যমিক গণিত
বীজগণিত [১১শ
শ্রেণী]
৪) প্রাইমারী
লেভেলের কোনও
জ্যামিতি বই
[৫ম শ্রেণী]
গণিত অংশে কি কি পড়তে/দেখতে হবে তা নিয়ে থাকবে আজকের আলোচ্য বিষয়ঃ
গণিত অংশকে
আমরা মোটামুটি
৩ টি
অংশে ভাগ
করতে পারি
...
গণিতে মোট ১৫ টি প্রশ্ন আসবেঃ
১) পাটিগণিত
৩ টি
প্রশ্ন
২) বীজগণিত
৯ টি
প্রশ্ন
৩) জ্যামিতি
৩ টি
প্রশ্ন
১) পাটিগণিত অংশে যা যা দেখতে হবেঃ
নতুন
সিলাবাস অনুসারে
পাটিগণিতে ৩ টি প্রশ্ন আসবে।
পাটিগণিতের সিলেবাস হচ্ছেঃ বাস্তব সংখ্যা,
লসাগু ও
গসাগু, শতকরা,
সরল ও
যৌগিক মুনাফা,
লাভ-ক্ষতি,
অনুপাত-সমানুপাত।
কিন্তু পূর্বের
পরীক্ষাগুলোতে আরো যে সেগমেন্ট থেকে
প্রশ্ন হত
তা হল
অংক, সংখ্যা,
মৌলিক সংখ্যা,
মৌলিক দ্বিজোট,
মৌলিক ত্রিজোট,
পারফেক্ট নাম্বার,
সহমৌলিক নাম্বার,
বর্গের নিয়ম,
গুনের নিয়ম,গড়, চৌবাচ্চা,
কাজ, বয়স
ও সময়
সক্রান্ত অংক,
স্রোত সংক্রান্ত
অংক।
একটু খেয়াল করবেন বাস্তব সংখ্যার মধ্যেই অন্তর্গত “অংক, সংখ্যা, মৌলিক সংখ্যা, মৌলিক দ্বিজোট, মৌলিক ত্রিজোট, পারফেক্ট নাম্বার, সহমৌলিক নাম্বার, বর্গের নিয়ম, গুনের নিয়ম” এই অংশটি কিন্তু যে অংশগুলো বাদ হয়ে গেছে তা হল গড়, চৌবাচ্চা, কাজ, বয়স ও সময় সক্রান্ত অংক, স্রোত সংক্রান্ত অংক।
যেহেতু সিলেবাস
থেকে বাদ
দিয়ে দেওয়া
হয়েছে তাই
আপাতাত দেখার
দরকার নেই
তবে সিলেবাস
কাভার করে
ফেললে এই
অংশটিও দেখে
রাখতে পারেন।
[পাটিগণিত অংশের জন্য ৮ম শ্রেণীর বইটা ভালো ভাবে ফলো করা উচিত ... এই অংশে বর্গ, শতকরা, সুদকষা, লাভ-ক্ষতি, গড়, চৌবাচ্চা, কাজ, বয়স ও সময় সক্রান্ত অংক, স্রোত সংক্রান্ত অংকগুলো পাবেন . ভালোভাবে অনুশীলন করুন .]
Read More.................
বিসিএস লিখিত ও মৌখিক পরীক্ষার বিষয়ে মোট নম্বর ১১০০ (মৌখিক পরীক্ষাসহ)
**বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস এবং সর্বমোট ২০০ নম্বরের মানবন্টন
**বিসিএস (বাংলাদেশ সিভিল সার্ভিস) ক্যাডারের সংখ্যা ২৭টি
**বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আবেদন করার শিক্ষাগত যোগ্যতা, বই ও কোচিং বিষয়ে টিপস
Post a Comment