বিসিএস ভাইভায় এ্যাডমিন ক্যাডারে একটি প্রশ্ন ##স্থানীয় শাসন ও স্থানীয় স্বায়ত্তশাসনের মধ্যে পার্থক্য কী? A question in the admin cadre of BCS Viva ## what is the difference between local government and local autonomy?
BPSC-geniusmanik.com |
বিসিএস ভাইভায় এ্যাডমিন ক্যাডারে একটি প্রশ্ন ##স্থানীয় শাসন ও স্থানীয় স্বায়ত্তশাসনের মধ্যে পার্থক্য কী? A question in the admin cadre of BCS Viva ## what is the difference between local government and local autonomy?
***স্থানীয় সরকারঃ
স্থানীয় সরকার অর্থ হল ,এটি একটি
জনসংগঠন যা কেন্দ্রীয় অথবা প্রাদেশিক সরকারের কোন একটি ক্ষুদ্র এলাকায় সীমিত পরিমাণে দায়িত্ব পালন করে। অন্য ভাবে বলা যায় সরকার ব্যবস্থার নিম্ন অবস্থান
কারী যে সরকার ক্ষুদ্র এলাকায় থাকে এবং কেন্দ্রীয় সরকার কর্তৃক অর্পিত ক্ষমতা প্রযোগ করে তাকেই স্থানীয় সরকার বলে।
যেমন: আমাদের দেশের ইউনিয়ন,থানা, জেলা এবং বিভাগ একটি স্থানীয় সরকারের একক।
***স্থানীয় স্বায়ত্ত শাসিত সরকারঃ
স্থানীয় স্বায়ত্ত শাসনের অর্থ হল যখন
স্থানীয় সরকারগুলোর কেন্দ্রীয় সরকারের নিযুক্ত কর্মকর্তাদের দ্বারা পরিচালিত না হয়ে এলাকার জনসাধারণের প্রত্যক্ষ অথবা পরোক্ষ ভোটে নির্বাচিত অথবা সরকার কর্তক মনোনীত স্থানীয় প্রতিনিধিবৃন্দের দ্বারা পরিচালিত।
যেমন: আমাদের দেশের >ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ ,জেলা পরিষদ, সিটি কর্পোরেশন।
স্থানীয় সরকার স্থানীয় অপ্রতিনিধিত্ব মূলক সরকার এবং স্থানীয় স্বায়্ত্তশাসিত সরকার হল স্থানীয় প্রতিনিধিত্বমূলক সরকার ।
***কতগুলো প্যারামিটারের আলোকে এদের পার্থক্যগুলো নিরুপন করা যায় নিচে পার্থক্য নিরুপন করা হল:
***১.নির্বাচিত প্রতিনিধি স্থানীয় স্বায়ত্ত শাসিত সরকার পরিচালিত হয় এলাকার জনসাধারণে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে কিন্তু স্থানীয় সরকার পরিচালিত হয় সরকারী কর্মকর্তাদের দ্বারা । র্নিবাচিত প্রতিনিধিগণ মূল সিদ্ধান্ত প্রদানকারী এবং কর্মকর্তা তাদের সিদ্ধান্ত দ্বারা পরিচালিত হয় ।
***২. আইন প্রণয়ন ক্ষমতা স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার নিজেদের সুপরিচালনার জন্য দেশের আইনসভা কর্তৃক প্রণীত আইনের সাথে সঙ্গতি বিধানে উপ-আইন তৈরী করতে পারে । অপরপক্ষে স্থানীয় সরকার দেশের প্রচলিত আইন দ্বারা কেবল পরিচালিত হয়। আবশ্যক বশত:উপবিধি প্রণয়নের ক্ষমতা সকল স্ব-শাসিত সরকারের থাকে।
***৩. দায়িত্বশীলতা স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের প্রতিনিধিবৃন্দ কাজের জন্য এলাকার জনসাধারণের কাছে দায়ী থাকেন। কিন্তু স্থানীয় সরকারের কর্মকর্তাবৃন্দ কার্যাবলীর জন্য কেন্দ্রীয় সরকারের কাছে দায়ী থাকে।
***৪. জনসাধারণের অংশগ্রহণ জনসাধারণ স্থানীয় স্বায়ত্ত শাসিত সরকারে অবাধে অংশ নিতে পারে। স্থানীয় সরকারে সে সুবিধা নেই।
***৫.রাজনীতিতে অংশগ্রহণ স্থানীয় স্বায়ত্ব শাসিত সরকারের জনপ্রতিনিধিবৃন্দ দেশের রাজনৈতিক ক্রিয়াকর্মে অবাধে অংশগ্রহণ রতে পারেন। কিন্তু স্থানীয় সরকারের কর্মকর্তা দেশের রাজনীতিতে প্রত্যক্ষ এমন কি পরোক্ষভাবেও অংশগ্রহণ কিংবা মৌন সমর্থনও দিতে পারে না
***৬. স্থায়ীত্ব স্থানীয় স্বায়ত্ত শাসিত সরকার একটি অস্থায়ী প্রতিষ্ঠান । সামান্য কয়েক বছরের জন্য নির্বাচনের মাধ্যমে গঠিত হয় এবং মেয়াদ শেষ হলে এর পরিসমাপ্তি ঘটে। অপরপক্ষে স্থানীয় সরকার একটি স্থায়ী প্রতিষ্ঠান। কেন্দ্রীয় সরকার স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারকে স্থগিত বা বাতিল করতে পারে কিন্তু স্থানীয় সরকারকে করতে পারে না
***৭. কর্মচারীবৃন্দ স্থানীয় স্বায়ত্ত শাসিত সরকারের কর্মচারীবৃন্দ স্থানীয় পরিষদ কর্তৃক নিযুক্ত হয় ।স্থানীয় সরকারের ক্ষেত্রে তারা কেন্দ্রীয় সরকার কর্তৃক নিয়োগ লাভ এবং সরকারী সিদ্ধান্তদ্বারা পরিচালিত হয়।
***৮. স্বশাসন/সুশাসন স্থানীয় স্বায়ত্ত শাসিত সরকারের উদ্দেশ্য হল স্বশাসন অপরপক্ষে স্থানীয় সরকারে উদ্দেশ্য হল সুশাসন।
***৯. করধার্য করণের ক্ষমতা স্থানীয় স্বায়ত্ত শাসিত সরকার জনকল্যাণকর কার্যাবলী তরান্বিত করার জন্য এলাকার জনসাধারণের উপর করারোপ করতে পারে। অথচ স্থানীয় সরকার কোন প্রকার করারোপ করতে পারে না।এটি কেন্দ্রীয় সরকারের অনুদানে পরিচালিত হয়।
***১০. পরিকল্পনা প্রণয়ন ক্ষমতা স্থানীয় স্বায়ত্ত শাসিত সরকার নিজস্ব পরিকল্পনা প্রণয়ন ও দা বাস্তবায়ন করতে পারে । স্থানীয় সরকার কেন্দ্রীয় সরকারের নির্দেশমত নির্ধারিত ও নির্দেশমত কার্যাবলী সম্পাদন করে মাত্র। নিজস্ব পরিকল্পনা নেবার কর্তৃত্ব
তাদের অর্পন করা হয় না
***১১. সংযুক্তি স্থানীয় স্বায়ত্ত শাসিত সরকারের সাথে পরিষদ, কাউন্সিল বা বোর্ড কথা সংযুক্তি থাকে অপরপক্ষে স্থানীয় সরকারের সাথে তা থাকে না ।
Please Share This………
Post a Comment