Header Ads

বিসিএস ভাইভা প্রস্তুতির জন্য মুক্তিযুদ্ধ পাঠ /Liberation War Lesson for the preparation of BCS Viva


BPSC-geniusmanik.com

বিসিএস ভাইভা প্রস্তুতির জন্য মুক্তিযুদ্ধ পাঠ


প্রভাবশালী ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের মতে, ‘শেখ মুজিব ছিলেন এক বিস্ময়কর ব্যক্তিত্ব
ফিনান্সিয়াল টাইমস বলেছে, ‘মুজিব না থাকলে বাংলাদেশ কখনই জন্ম নিত না  
"থালা বাটি কম্বল জেলখানার সম্বল" - উক্তিটি কোন গ্রন্থের ?
= কারাগারের রোজনামচা 

  অসমাপ্ত আত্মজীবনীর একটি উক্তি বলুন যা আপনাকে গভীরভাবে আলোড়িত করে
=‘‘Sincerity of purpose , honesty of purpose থাকলে জীবনে কখনও পরাজিত হবা না ‘‘-- শেখ লুতফর রহমান ( বঙ্গবন্ধুর পিতা) সূত্র : অসমাপ্ত আত্মজীবনী 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজরিত বেকার হোস্টেলের কত নম্বর কক্ষকে জাদুঘরে রুপান্তর করা হয়?
=২৪ নম্বর 

ক্যাপ্টেন মনসুর আলীকে ক্যাপ্টেন বলার কারণ কী?
= তিনি ১৯৪৮ সালে যশোর ক্যান্টোমেন্টে একটি সামরিক প্রশিক্ষণ নেন সেখানে এক পর্যায়ে তাঁকে PLG ( Pakistan Lancers Group ) এর ক্যাপ্টেন করা হয় , তখন থেকেই তিনি ক্যাপ্টেন হিসেবে পরিচিত বাকশাল প্রতিষ্ঠা হলে তিনি প্রধানমন্ত্রী হোন  

স্বদেশ প্রত্যাবর্তন বঙ্গবন্ধুকে মুক্তি দেওয়ার কথা ২১ ডিসেম্বর , ১৯৭১ নিউইয়র্ক টাইমসে প্রকাশ করা হয় , জানুয়ারি, ১৯৭২ তাঁকে মুুক্তি দেওয়া হয় এবং ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের - ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস
.
বঙ্গবন্ধুকে সরাসরি দেশে পাঠানো হয়নি কেন? বঙ্গবন্ধুকে সরাসরি স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধুকে পাঠানো ছিল অপমানের সামিল তাছাড়া যুদ্ধের পরাজিত শক্তির বিমান বিজিত দেশে উড্ডয়ন ছিল আইন পরিপন্থি আবার জুলফিকার আলী পাকিস্তানের অখণ্ডতার আশা ছাড়েনি তাই ইরান কিংবা তুরস্কে নিয়ে গিয়ে ধর্মীয় নেতাদের দিয়ে বঙ্গবন্ধুকে চাপ দেওয়ার চেষ্টা করে কিন্তু বঙ্গবন্ধু তার চাল বুঝতে পারে এবং তাতে রাজি হন না তখন তাকে নিরপেক্ষ ভেনুর কথা বললে তিনি লন্ডনের কথা বলেন এজন্যই বঙ্গবন্ধুকে সরাসরি দেশে পাঠানো হয়নি লন্ডনে গিয়ে তিনি সেখানকার প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞ জানান এবং ভারত সরকারকে ধন্যবাদ দেওয়ার জন্য দিল্লি যান লন্ডনে সাংবাদিকদের সাথে সাক্ষাৎকার কালে দেশের পররাষ্ট্রনীতি কেমন হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন Friendship to all , malice to none .  
) বঙ্গবন্ধুর সেই দিনের লন্ডন থেকে দিল্লি পর্যন্ত আকাশযাত্রা ছিল - ১৩ ঘন্টা  
) সেই আকাশ যাত্রায় বঙ্গবন্ধুর সাথে একই বিমানে ছিলেন - ভারতীয় কূটনীতিক শশাঙ্ক ব্যানার্জি ভেদ মারওয়া , . কামাল তাঁর স্ত্রী  
) বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের আকাশ যাত্রা ছিল এমন - পাকিস্তান থেকে লন্ডনের হিথরো বিমানবন্দর, লন্ডন থেকে সাইপ্রাস, বাহরাইন, দিল্লি হয়ে ঢাকা
) হিথরো বিমান বন্দরে বঙ্গবন্ধুকে স্বাগত জানান - ব্রিটিশ পররাষ্ট্র কমনওয়েলথ বিভাগের কর্মকর্তা ইয়ান সাদার ল্যান্ড লন্ডনে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার আপা বিন পন্থ যে জেটবিমানে চড়ে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন করেছিলেন -কমেট  
) বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তনের সময় সাক্ষাৎ করেন ব্রিটিশ ভারতীয় প্রধানমন্ত্রী ছিলেন যথাক্রমে - এডওয়ার্ড হিথ ইন্দিরা গান্ধী  
) " আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি " এই গানটি বঙ্গবন্ধু অশ্রুসিক্ত নয়নে নিজে নিজে দাঁড়িয়ে গেয়েছিলেন - লন্ডন টু দিল্লি বিমানযাত্রার সময়
) বঙ্গবন্ধু আমাদের বর্তমান জাতীয় সংগীতকে বাংলাদেশে জাতীয় সংগীত হিসেবে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নেন - স্বদেশ প্রত্যাবর্তনের সেই লন্ডন টু দিল্লি বিমান যাত্রায় ভারতীয় হাইকমিশনার শশাঙ্ক ব্যানার্জির সাথে  
) বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস করেছিলেন- ১০ জানুয়ারি ১৯৭২ সালে বঙ্গবন্ধু যে ট্রাকে করে এয়ারপোর্ট থেকে রেসকোর্সের ময়দানে গিয়েছিলেন স্বদেশ প্রত্যাবর্তনের পরে সেই ট্রাকের উপর ব্যারিস্টার আমিরুল ইসলাম ছিলেন
"আমাদের স্বাধীনতা সেদিন পূর্ণতা পেলো" সত্যিই তো তাই বঙ্গবন্ধুকে ছাড়া স্বাধীনতা ছিল অসম্পূর্ণ’-ব্যারিস্টার আমিরুল ইসলাম
স্বদেশ প্রত্যাবর্তনের পর বঙ্গবন্ধু বলেছিলেন,
"ইয়াহিয়া খান আমার ফাঁসির হুকুম দিয়েছিলেন আমি বাঙালী,মানুষ,আমি মুসলমান বাঙালীরা একবারই মরতে জানে তাই আমি ঠিক করেছিলাম,আমি তাদের কাছে নতিস্বীকার করবো না ফাঁসির মঞ্চে যাবার সময় আমি বলবো,আমি বাঙালী,বাংলা আমার দেশ,বাংলা আমার ভাষা তাদের আরো বলেছি,তোমরা মারলে ক্ষতি নাই কিন্তু আমার লাশ বাংলার মানুষের কাছে পৌঁছে দিয়ো আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যে, বাংলাদেশ একটি আদর্শ রাষ্ট্র হবে এবং তার ভিত্তি কোনো ধর্মীয়ভিত্তিক হবে না রাষ্ট্রের ভিত্তি হবে গণতন্ত্র,সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা এদেশের কৃষক-শ্রমিক,হিন্দু-মুসলমান সুখে থাকবে,শান্তিতে থাকবে"
///
বঙ্গবন্ধু স্বদেশে প্রত্যাবর্তন করে বলেছিলেন সাত কোটি সন্তানের হে মুগ্ধ জননী , রেখেছে বাঙালী করে মানুষ করনি হে রবীন্দ্রনাথ ,আপনি এসে দেখে যান আমার বাঙ্গালী আজ মানুষ হয়েছে !

Please Share This……

No comments