Header Ads

বিসিএস বা যেকোন পরিক্ষার জন্য ক্রিয়ার কাল চেনার সহজ কয়েকটি উপায় (Some easy ways to identify Tenses for BCS or any other exam)


BPSC-geniusmanik.com

 বিসিএস বা যেকোন পরিক্ষার জন্য ক্রিয়ার কাল চেনার সহজ কয়েকটি উপায়



Tenses ক্রিয়ার কাল: ক্রিয়ার কালকে Tense বলে।ইহা তিন প্রকার।যথাঃ Present tense, Past tense, এবং Future tense.
1. যে কোন Future Tense এ Shall/ will হয়।
2. যে কোন Continuous Tense এ মূল verb এর শেষে ing যোগ হয়।
3. যে কোন Perfect Tense / Passive voice এ মূল verb এর Past participle form হয়।
4. যে কোন Present Tense এ প্রথম verb টি present form হয়।

Tense(ক্রিয়ার কাল)
Present(বর্তমান)
Past(অতীত)
Future(ভবিষ্যৎ)


1. Indefinite
Verb Present form (ই/অ/এ)গঠনঃ subject + v1 + extension
Verb past form(বাংলা ক্রিয়ার মধ্যে ল, নি, তাম, তেন, থাকে)গঠনঃ subj + v2 + extension
Verb present form(বাংলা ক্রিয়ার মধ্যে ‘ব’ থাকে)গঠনঃ subj + shall/will +extension
2. Continuous
am, is, are (তে/চ্ছ)
was, were(তেছিলাম/তেছিলেন/তেছিলে/তেছিল)
Shall be (তেথাকিব/তেথাকিবেন/তেথাকিবে )
3. Perfect
have, has(য়া/য়ে)
had (য়াছিল/য়াছিলেন/য়াছিলাম)
Shall have/will have (ইয়াথাকিব/য়াথাকিবে/য়াথাকিবেন)
4. perfect continuous
have been,has been,(তে/চ্ছ/ধরিয়া/ধরে/যাবত/হইতে/থেকে)
had been(তেছিল/তেছিলেন/তেছিলাম)
Shall have been / will have been ( তেথাকিবে/তেথাকিব/তেথাকিবেন)
Please Share This…………….

No comments