বিসিএস বা যেকোন পরিক্ষার জন্য বাচ্য চেনার সহজ কয়েকটি উপায় (Some easy ways to identify voice for BCS or any other exam)
BPSC-geniusmanik.com |
বিসিএস বা যেকোন পরিক্ষার জন্য বাচ্য চেনার সহজ কয়েকটি উপায় (Some easy ways to identify voice for BCS or any other exam)
The
passive voice ( বাচ্য)
Tense (ক্রিয়ার কাল)
Present (বর্তমান)
Past (অতীত)
Future(ভবিষ্যৎ)
Tense (ক্রিয়ার কাল)
Present (বর্তমান)
Past (অতীত)
Future(ভবিষ্যৎ)
1. Indefinite
am, is, are
was, were
be
2. Continuous
being
being
being
3. perfect
been
been
been
4. perfect continuous
been being
been being
been being
1. Active voice থেকে passive voice করার সময় object কে subject করতে
হয়। Subject এবং Tense অনুযায়ী passive voice এর Table থেকে সাহায্যকারী verb লিখে
মূল verb এর past participle form হয় এবং by দ্বারা Subject কে object করতে হয়। যেমনঃ
Active : I learn English. Passive: English is learnt by me.
নিম্নে Tense এবং voice এর তুলনা মুলক আলোচনা Table এ প্রদত্ত হল
Tense (ক্রিয়ার কাল)
Present (বর্তমান)
Past (অতীত)
Future(ভবিষ্যৎ)
Tense (ক্রিয়ার কাল)
Present (বর্তমান)
Past (অতীত)
Future(ভবিষ্যৎ)
1. Indefinite
আমি ইংরেজি শিখি।
A. I learn English.
P. English is learnt by me.
আমি ইংরেজি শিখলাম।
A. I learnt English.
p. English was learnt by me.
আমি ইংরেজি শিখবো।
A. I shall learn
English.
p. English will be learnt by me.
2. Continuous
আমি ইংরেজি শিখতেছি।
A. I am learning English.
p. English is being learnt by me.
আমি ইংরেজি শিখতেছিলাম.
A. I was learnt English.
p. English was being learnt by me.
আমি ইংরেজি শিখিতে থাকিব।
A. I shall be learning English.
P. English will be being learnt by me.
3. perfect
আমি ইংরেজি শিখিয়াছি।
A. I have learnt English.
p. English has been learnt by me.
আমি ইংরেজি শিখিয়াছিলাম।
A.I had learnt English.
p. English had been learnt by me.
আমি ইংরেজি শিখিয়া থাকিব।
A. I shall have learnt English.
P. English will have been learnt by me.
4. perfect continuous
আমি ৩০ মিনিট ধরে ইংরেজি শিখিতেছি।
A. I have been learning English for 30 minutes.
p. English has been being learnt by me for 30 minutes.
আমি ৩০ মিনিট ধরে ইংরেজি শিখিতেছিলাম।
A. I had been learning English for 30 minutes.
p. English had been being learnt by me for 30 minutes.
আমি ৩০ মিনিট ধরে ইংরেজি শিখিতেথাকিব।
A. I shall have been learning English for 30 minutes.
p. English will have been being learnt by me for 30 minutes
Please Share This…………….
Post a Comment