বিসিএস বা যেকোন পরিক্ষার জন্য Tag Question চেনার সহজ কয়েকটি উপায় (Some easy ways to identify Tag Question for BCS or any other exam)
BPSC-geniusmanik.com |
বিসিএস বা যেকোন পরিক্ষার জন্য Tag Question চেনার সহজ কয়েকটি উপায়
Tag Question লেখার নিয়ম কানুন সুমহ:
subject +auxiliary verb = Auxiliary verb Auxiliary verb + not =
Tag Question
He’s = is, was, has Is not = isn’t
He’d = had, would Do not = don’t
They’re = are, were Shall not = shan’t
I’m = am Will not = won’t
We’ll = shall, will Can not = can’t
Let’s = shall we Must not = mustn’t
He’s = is, was, has Is not = isn’t
He’d = had, would Do not = don’t
They’re = are, were Shall not = shan’t
I’m = am Will not = won’t
We’ll = shall, will Can not = can’t
Let’s = shall we Must not = mustn’t
1. কোন sentence এর মধ্যে not অথবা no না থাকলে tense অনুযায়ী
সাহায্যকারী verb এর পর n’t লিখে উক্ত sentence এর subject টি ডান পার্শ্বে লিখে
প্রশ্ন বোধক চিহ্ন দিতে হয়।যেমনঃ Nusrat speaks English well, doesn’t he?
2. কোন sentence এ no অথবা not থাকলে tag question করার সময় tense অনুযায়ী সাহায্যকারী verb টি লিখে উক্ত sentence এর subject লিখতে হয় এবং প্রশ্ন বোধক চিহ্ন দিতে হয়।যেমনঃi. karim can not sing, can he? ii. Sabrina does not know him, does he?
3. কোন sentence এর শুরুতে মূল verb এর present form থাকলে বা imperative sentence হলে tag question করার সময় will/would/can/can’t/could you লিখতে হয়,তারপর প্রশ্নবোধক চিহ্ন দিতে হয়।এক্ষেত্রে sentence টি দ্বারা কিছু করতে বলা হলে wil you হয়।যেমনঃ shut the door, will you?
কিন্ত sentence টি দ্বারা সম্মতি আহ্বান করা বুঝালে won’t you হয়।যেমনঃOpen the door, won’t you?
4. কোন sentence এ Let us (Let’s) থাকলে tag question করার সময় shall we লিখতে হয়।যেমনঃi. Let’s go for a walk, shall we? ii. Let us help him, shall we?
5. কোন sentence এর শুরুতে nothing, everything, anything ইত্যাদি থাকলে tag question করার সময় সাহায্যকারী verb এর পর it লিখতে হয়।যেমনঃi. Nothing was done, was it? ii. Nothing had been found there, had it?
6. কোন sentence এর শুরুতে Nobody, any body, any one, every, no one, none, neither ইত্যাদি থাকলে tag question করার সময় tense অনুযায়ী সাহায্যকারী verb এর পর they লিখতে হয়। যেমনঃi. None can do this, can they? ii. Any one is all owed, are they?
7. কোন sentence এর শুরুতে How, What থাকলে এবং উহার শেষে বিস্ময়বোধক চিহ্ন থাকলে tense অনুযায়ী সাহায্যকারী verb এর পর সংক্ষেপে (n’t) লিখতে হয়।তারপর sentence টিতে বস্ত থাকলে it এবং ব্যক্তি থাকলে ব্যক্তি বাচক pronoun এর subjective form হয়।তারপর প্রশ্নবোধক চিহ্ন দিতে হয়।যেমনঃHow beautiful the bird is, isn’t it?
8. কোন sentence এর শুরুতে it/there থাকলে tag question করার সময় tense অনুযায়ী সাহায্যকারী verb এর পর উক্ত there বা it লিখতে হয় যদি sentence টির ১ম অংশে no অথবা not থাকে।কিন্ত no অথবা not না থাকলে tense অনুযায়ী সাহায্যকারী verbএর পর সংক্ষেপে n’t লিখে শুধুমাত্র there অথবা it লিখতে হয়।যেমনঃi. There is no post office in this village, is there? ii. It is a good idea, isn’t it?
9. কোন sentence এ যদি Neither, no sooner, none, no one, nobody, nothing, without, few, little, bit, rarely, scarcely, barely, hardly, hardly ever, seldom এদের যেকোনো একটি word থাকে তাহলে তাকে একটি Negative sentence হিসাবে ধরা হয়।কারন এরা negative অর্থ প্রকাশ করে। তাই tag question করার সময় tense অনুযায়ী সাহায্যকারী verb এর পর no বা not দেওয়ার কোন দরকার নেই। যেমনঃi. He hardly ever comes here, does he? ii. None can do it, can they?
10. কোন sentence এ am, shall, will সাহায্যকারী verb গুলোর পর not না থাকলে, tag question করার সময় ain’t/aren’t/shan’t/won’t লিখতে হয়।যেমনঃ i. I am happy, ain’t I? or, I am happy, aren’t I? ii. I shall go home, shan’t I? iii. He will learn English, wont’ he?
11. Ought to থাকলে Tag question করার সময় should লিখতে হয়।যেমনঃ We ought to obey our parents, shouldn’t we? (Collected)
2. কোন sentence এ no অথবা not থাকলে tag question করার সময় tense অনুযায়ী সাহায্যকারী verb টি লিখে উক্ত sentence এর subject লিখতে হয় এবং প্রশ্ন বোধক চিহ্ন দিতে হয়।যেমনঃi. karim can not sing, can he? ii. Sabrina does not know him, does he?
3. কোন sentence এর শুরুতে মূল verb এর present form থাকলে বা imperative sentence হলে tag question করার সময় will/would/can/can’t/could you লিখতে হয়,তারপর প্রশ্নবোধক চিহ্ন দিতে হয়।এক্ষেত্রে sentence টি দ্বারা কিছু করতে বলা হলে wil you হয়।যেমনঃ shut the door, will you?
কিন্ত sentence টি দ্বারা সম্মতি আহ্বান করা বুঝালে won’t you হয়।যেমনঃOpen the door, won’t you?
4. কোন sentence এ Let us (Let’s) থাকলে tag question করার সময় shall we লিখতে হয়।যেমনঃi. Let’s go for a walk, shall we? ii. Let us help him, shall we?
5. কোন sentence এর শুরুতে nothing, everything, anything ইত্যাদি থাকলে tag question করার সময় সাহায্যকারী verb এর পর it লিখতে হয়।যেমনঃi. Nothing was done, was it? ii. Nothing had been found there, had it?
6. কোন sentence এর শুরুতে Nobody, any body, any one, every, no one, none, neither ইত্যাদি থাকলে tag question করার সময় tense অনুযায়ী সাহায্যকারী verb এর পর they লিখতে হয়। যেমনঃi. None can do this, can they? ii. Any one is all owed, are they?
7. কোন sentence এর শুরুতে How, What থাকলে এবং উহার শেষে বিস্ময়বোধক চিহ্ন থাকলে tense অনুযায়ী সাহায্যকারী verb এর পর সংক্ষেপে (n’t) লিখতে হয়।তারপর sentence টিতে বস্ত থাকলে it এবং ব্যক্তি থাকলে ব্যক্তি বাচক pronoun এর subjective form হয়।তারপর প্রশ্নবোধক চিহ্ন দিতে হয়।যেমনঃHow beautiful the bird is, isn’t it?
8. কোন sentence এর শুরুতে it/there থাকলে tag question করার সময় tense অনুযায়ী সাহায্যকারী verb এর পর উক্ত there বা it লিখতে হয় যদি sentence টির ১ম অংশে no অথবা not থাকে।কিন্ত no অথবা not না থাকলে tense অনুযায়ী সাহায্যকারী verbএর পর সংক্ষেপে n’t লিখে শুধুমাত্র there অথবা it লিখতে হয়।যেমনঃi. There is no post office in this village, is there? ii. It is a good idea, isn’t it?
9. কোন sentence এ যদি Neither, no sooner, none, no one, nobody, nothing, without, few, little, bit, rarely, scarcely, barely, hardly, hardly ever, seldom এদের যেকোনো একটি word থাকে তাহলে তাকে একটি Negative sentence হিসাবে ধরা হয়।কারন এরা negative অর্থ প্রকাশ করে। তাই tag question করার সময় tense অনুযায়ী সাহায্যকারী verb এর পর no বা not দেওয়ার কোন দরকার নেই। যেমনঃi. He hardly ever comes here, does he? ii. None can do it, can they?
10. কোন sentence এ am, shall, will সাহায্যকারী verb গুলোর পর not না থাকলে, tag question করার সময় ain’t/aren’t/shan’t/won’t লিখতে হয়।যেমনঃ i. I am happy, ain’t I? or, I am happy, aren’t I? ii. I shall go home, shan’t I? iii. He will learn English, wont’ he?
11. Ought to থাকলে Tag question করার সময় should লিখতে হয়।যেমনঃ We ought to obey our parents, shouldn’t we? (Collected)
Please Share This…………….
Post a Comment