(পর্ব-০১) বিসিএস বা যেকোন পরিক্ষার জন্য Modifier চেনার সহজ কয়েকটি উপায় (Some easy ways to identify Modifier for BCS or any other exam)(Part-01)
BPSC-geniusmanik.com |
(পর্ব-০১) বিসিএস বা যেকোন পরিক্ষার জন্য Modifier চেনার সহজ কয়েকটি উপায় (Some easy ways to identify Modifier for BCS or any other exam)(Part-01)
Modifier কী?
কোন শব্দ/বাক্যাংশ অন্য কোন শব্দ/বাক্যাংশের আগে বা পরে বসে তাকে বিশেষিত করলে বা পরিবর্তন,
রূপান্তর করলে তাকে
Modifier বলে।
Modifier কারা?
Modifier হলো Adjective, Compound
Adjective, Adverb, Definite article, Possessives words ও
Noun সহ আরো অনেকে।
Modifier কত প্রকার?
Modifier ২ প্রকার:
(i) Pre-modifier
(ii) Post-modifier
নাম শুনে নিশ্চয়ই বুঝতে পারছো, এদের একজন
Noun/Pronoun এর আগে,
অপরজন Noun/Pronoun এর পরে বসে তাদের মডিফাই করে। আজকে আমরা শুধু Pre-modifier নিয়ে আলোচনা করবো।
১। Adjective: সবসময় মনে রাখবে
Adjective Noun, Pronoun কে মডিফাই করে । উদাহরণ লক্ষ্য করি-
(a) It’s such a beautiful day
(b) She is a talented photographer
বাক্য দুটিতে
Day এবং Photographer হলো বাক্য দু’টির Noun। হ্যাঁ,
একদম ঠিক ধরেছো,
শব্দ দুটির আগে বসা Adjective “Beautiful” এবং
“Talented” হলো আমাদের
Pre-Modifier মহাশয়।
২। Adverb: মনে রাখবে, Adverb Noun, Pronoun এর কাজকে মডিফাই করে।
(a) We finally decided to stay where we were.
(b) At their age, they are still playing tennis.
উপরের বাক্য দুটিতে Finally ও
Still হচ্ছে আমাদের
Adverb যা Noun এর কাজকে মডিফাই করে।
৩। Participle as Pre-modifier: মনে রাখবে, Participle সর্বদা
Adjective কিংবা Adverb এর কাজ করে থাকে। Participle তিন প্রকার যা
Pre-modifier হিসেবে কাজ করে।
(i) Present Participle: এটি verb এর
base form এর সাথে
ing যুক্ত হয়ে গঠিত হয়।
একটি প্রবাদ তোমরা প্রায়ই শুনে থাকো-
(a) Barking dog seldom bites. (এর অর্থ: অধিক আড়ম্বরে কাজ হয় না।)
(b) He saw a running train.
বাক্য দুটিতে
Dog, Train হলো Noun আর Barking (Bark+ing),
Running (Run+ing) হলো আমাদের
Pre-Modifier। যা Present Participle Form এ রয়েছে।
(ii) Past Participle: এটি verb এর
past participle form দিয়ে গঠিত হয়। এই
past participle টি noun এর পূর্বে বসে adjective এর কাজ করে। যেমন-
(a) A broken chair
(b) I have bought some rotten fishes
এখানে Chair, Fishes হলো
Noun আর Broken, Rotten হচ্ছে
Pre-Modifier। যা Past Participle Form এ রয়েছে।
(iii) Perfect Participle: এটি having + verb এর
Past participle form + অন্যান্য শব্দ দিয়ে গঠিত হয়। এটি কোন Clause এর পূর্বে বসে উক্ত Clause-টিকে
Modify করে অর্থাৎ এটি Adverb-এর কাজ করে। একটু জটিল মনে হচ্ছে?
উদাহরণের দিকে তাকালেই বিষয়টি দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যবে!
(a) Having defeated the soldiers, the Captain sent them to
prison.
(b) Having taken her meal, Nowshin went to college.
বাক্য দুটির বোল্ড করা অংশ হচ্ছে সেই Perfect participle Pre-Modifier। স্ট্রাকচারের সাথে একবার মিলিয়ে নাও!
Read More.................
(পর্বঃ০১/৬) নবম-দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই থেকে সংগৃহিত গুরুত্ত্বপুর্ণ প্রশ্ন/
Please Share This…………….
Post a Comment