Header Ads

বিসিএস বা যেকোন পরিক্ষার জন্য সুদ কষা অঙ্ক সমাধানের টেকনিক/Interest calculation technique for BCS or any examination /

https://www.geniusmanik.com/
বিসিএস
বা যেকোন পরিক্ষার জন্য সুদ কষা অঙ্ক সমাধানের টেকনিক/Interest calculation technique for BCS or any examination /


১। শতকরা বার্ষিক কত হার সুদে কোন মুলধন ২৫ বছরে ৩গুন হবে?
২। শতকরা ২০টাকা হারে সুদে কোন মুলধন কত বছরে আসলের দ্বিগুন হবে?


টেকনিক:
যতগুন থাকবে তার থেকে বিয়োগ করে ১০০ দিয়ে গুন করে তাকে তাকে প্রদত্ত হার দিয়ে ভাগ করলে সময় বের হবে আর যদি প্রদত্ত বছর দিয়ে ভাগ করা হয় তাহলে হার বের হবে।
অর্থাত্ সূত্রটি
rxt =(n-1)x100. (
এখানে r= শতকরা হার ,t = সময় )

এখন ১নং অঙ্কটি করি
দেওয়া আছে t=২৫, n = ; r=?
r= {(n-1)x100}/t
={(
-)x১০০}২৫
={
x১০০}২৫
=
২০০/২৫
=
% (উত্তর)
.
----------

২নং অঙ্কটি করি
দেওয়া আছে t=?, n = ; r=২০
t= {(n-1)x100}/r
={(
-)x১০০}/২০
=
১০০/২০
=
বছর
============
নিজে করুন :
১। শতকরা বার্ষিক কত হার সুদে কোন মুলধন ১০বছরে ৩গুন হবে?
২।শতকরা বার্ষিক কত হার সুদে কোন মুলধন বছরে ২গুন হবে?
৩। শতকরা ১০টাকা হারে সুদে কোন মুলধন কত বছরে আসলের ৩গুন হবে?
৪।শতকরা ১৫টাকা হারে সুদে কোন মুলধন কত বছরে আসলের ৪গুন হবে?


সূত্রঃ
যখন মুলধন, সময় এবং সুদের হার সংক্রান্ত মান দেওয়া থাকবে তখন
সুদ / মুনাফা = (মুলধন x সময় x সুদের হার) / ১০০
প্রশ্নঃ .% হারে সরল সুদে ৬০০ টাকার বছরের সুদ কত?
সমাধানঃ
সুদ / মুনাফা = (৬০০ x x .) / ১০০
=
১১৪ টাকা


সূত্রঃ
যখন সুদ, মুলধন এবং সুদের হার দেওয়া থাকে তখন
সময় = (সুদ x ১০০) / (মুলধন x সুদের হার)
প্রশ্নঃ % হারে কত সময়ে ৫০০ টাকার মুনাফা ১০০ টাকা হবে?
সমাধানঃ
সময় = (১০০ x ১০০) / (৫০০ x )
=
বছর


সূত্রঃ
যখন সুদে মূলে গুণ হয় এবং সুদের হার উল্লেখ থাকে তখন
সময় = (সুদেমূলে যতগুণ) / সুদের হার x ১০০
প্রশ্নঃ বার্ষিক শতকরা ১০ টাকা হার সুদে কোন মূলধন কত বছর পরে সুদে আসলে দ্বিগুণ হবে?
সমাধানঃ
সময় = () /১০ x ১০০
=
১০ বছর


সূত্রঃ
যখন সুদে মূলে গুণ হয় এবং সময় উল্লেখ থাকে তখন
সুদের হার = (সুদেমূলে যতগুণ) / সময় x ১০০
প্রশ্নঃ সরল সুদের হার শতকরা কত টাকা হলে, যে কোন মূলধন বছরে সুদে আসলে তিনগুণ হবে?
সমাধানঃ
সুদের হার = () / x ১০০
=
২৫%


সূত্রঃ
যখন সুদ সময় মূলধন দেওয়া থাকে তখন
সুদের হার = (সুদ x ১০০) / (আসল বা মূলধন x সময়)
প্রশ্নঃ শতকরা বার্ষিক কত টাকা হার সুদে বছরের ৪০০ টাকার সুদ ১৪০ টাকা হবে?
সমাধানঃ
সুদের হার = (১৪০ x ১০০) / (৪০০ x )
=
টাকা

Please Share This…………


No comments