গণিতের মৌলিক সংখ্যা নির্ণয় শর্টকাট টেকনিক/Shortcut technique for determining the basic number of mathematics
Math-geniusmanik.com |
গণিতের মৌলিক সংখ্যা নির্ণয় শর্টকাট টেকনিক/Shortcut technique for determining the basic number of mathematics
১-১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২৫ টি।
কিভাবে মনে রাখবেন?
উত্তর 44 22 322 321
(৪) ১-১০ পর্যন্ত ৪ টি যথাঃ ২, ৩,৫,৭
(৪) ১১-২০ পর্যন্ত ৪ টি যথাঃ ১১,১৩, ১৭,১৯
(২) ২১-৩০ পর্যন্ত ২ টি যথাঃ ২৩,২৯
(২) ৩১-৪০ পর্যন্ত ২ টি যথাঃ ৩১,৩৭
(৩) ৪১-৫০ পর্যন্ত ৩ টি যথাঃ ৪১,৪৩, ৪৭
(২) ৫১-৬০ পর্যন্ত ২ টি যথাঃ ৫৩,৫৯
(২) ৬১-৭০ পর্যন্ত ২ টি যথাঃ ৬১,৬৭
(৩) ৭১-৮০ পর্যন্ত ৩ টি যথাঃ ৭১,৭৩, ৭৯
(২) ৮১-৯০ পর্যন্ত ২ টি যথাঃ ৮৩,৮৯
(১) ৯১-১০০ পর্যন্ত ১ টি যথাঃ ৯৭
মোট ২৫ টি।
----------------
11 থেকে 99 পর্যন্ত বর্গ করার কৌশল []
সূত্র:- (xy)^2=abc [যেখানে;b,cএকটি
করে সংখ্যা & a এক বা একাধিক সংখ্যা হতে পারে]
এবং
a=x^2
b=2xy
c=y^2
এবার 11 &25 বর্গ করি৷
(11)^2=(1^2)(2.1.1)(1^2)
=(1)(2)(1)
=121
আবার
(25)^2=(2^2)(2.2.5)(5^2)
=(4)(20)(25)
=(4)(20+2)5
=(4)(22)5
=(4+2)25
=625
Post a Comment