Header Ads

বিসিএস বা যেকোন পরিক্ষার জন্য চক্রবৃদ্ধি সুদ নির্ণয়ের সহজ টেকনিক/Simple technique to determine compound interest for BCS or any examination /


math-geniusmanik.com

বিসিএস বা যেকোন পরিক্ষার জন্য চক্রবৃদ্ধি সুদ নির্ণয়ের সহজ টেকনিক/Simple technique to determine compound interest for BCS or any examination /

টেকনিক:
যে সুদের হার দেওয়া থাকবে তাকে বছর অনুযায়ী যোগ করুন এবং হারের বর্গকে ১০০ দিয়ে ভাগ করে ভাগফলের সাথে হারের যোগফল যোগ করে যা পাওয়া যাবে সেটা মোট টাকার শতকরা বের করলেই চক্রবৃদ্ধি সুদ পাওয়া যাবে।


উদাহরণ >২৫০০ টাকার উপর ১২% হারে বছরের চক্রবৃদ্ধি সুদ কত?

উত্তর:বছর দ্বিগুন থাকায় হারেকে ডাবল করুন এবং হারকে বর্গ করে ১০০ দিয়ে ভাগ দিন। তারপর হারের যোগফলের সাথে ভাগফল যোগ করুন ব্যাস হয়ে গেল।


(
১২+ ১২) = ২৪ + .৪৪ = ২৫.৪৪% ধরুন ২৫০০ টাকার উপর ৬৩৬ চক্রবৃদ্ধি সুদ।
*** শতকরা মাত্র / সেকেন্ডে কিভাবে Percent বের করবেন তার জন্য নিচের টেকনিকটি দেখুন-------------
1. 30% of 50= 15 (3*5=15)
কিভাবে মাত্র কয়েক সেকেন্ডে এর উত্তর বের করবেন? প্রশ্নে উল্লেখিত সংখ্যা দুটি হল 30 এবং 50 এখানে উভয় সংখ্যার এককের ঘরের অংকশুন্যআছে। যদি উভয় সংখ্যার এককের ঘরের অংকশুন্যহয় তাহলে উভয় সংখ্যা থেকে তাদেরকে (শুন্য) বাদ দিয়ে বাকি যে সংখ্যা পাওয়া যায় তাদেরকে গুণ করলেই উত্তর বের হয়ে যাবে অর্থাৎ এখানে 3 এবং 5 কে গুণ করলেই উত্তর বের হয়ে যাবে।

2. 40% of 60= 24 (4*6=24)
3. 20% of 190= 38 (2*19=38)
4. 80% of 40= 32 (8*4=32)
5. 20% of 18= 3.6 (2*1.8=3.6)

এখানে দুটি সংখ্যার মধ্যে একটির এককের ঘরের সংখ্যাশুন্য
তাহলে এখন কি করব? শুন্যটাকে বাদ দেব আর যে সংখ্যায়শুন্যনেই সেই সংখ্যার এককের ঘরের আগে একটাদশমিকবসিয়ে দেব। বাকী কাজটা আগের মতই।
6. 25% of 44=11 (2.5*4.4=11)
7. 245% of 245=600.25 (24.5*24.5=600.25)
8.
১২৫ এর ২০% কত? =২৫ (১২.*=২৫)
9.
৫০ এর ১০% কত? = (*=)
10.
১১৫২৫ এর ২৩% কত? =২৬৫০.৭৫ (১১৫২.*.=২৬৫০.৭৫)
------------------------------------
প্রশ্নের ধরণ:

অঙ্কে দুটো শতকরা হার থাকবে ; একটি বৃদ্ধি হার, অন্যটি হ্রাস হার/ অথবা উভয়টি বৃদ্ধিহার / উভয়টি হ্রাসহার বলা হবে শতকরা হ্রাস বৃদ্ধির পরিমাণ বের কর।

উদা: একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বৃদ্ধি প্রস্থ ১০% হ্রাস করা হলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে?


টেকনিক :

ক্ষেত্রফলের বৃদ্ধি হার = 1st % + 2nd % +{(1st % x 2nd% )/100}
=
২০+(-১০) + {(২০x-১০)/১০০}
=
১০+{-২০০/১০০}
=
১০-
=
%(উত্তর)
মনে রাখবেন বৃদ্ধি পেলে + চিহ্ন আর হ্রাস পেলে বিয়োগ চিহ্ন হয়


নিজে করুন


1 .
একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ২০% প্রস্থ ২৫% হ্রাস করা হলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে?


2. If the length and breadth of a rectangle are both increased by 4% , then what is the increase in its area ?


3.
একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 1% প্রস্থ ১০% হ্রাস করা হলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে?


.২০১৪সালে গ্রামীণ সিমের দাম ১০০টাকা এবং পরবর্তী দুই বছরের জন্য প্রতিবছর সিমের দাম ২০% করে বৃদ্ধি পায় তাহলে ২০১৬সালে সিমের দাম কত?


5. Successive increase of 20% and 15% is equal to what single Increase rate%?

6. চিনির মূল্য ২০% কমলো, কিন্তু চিনির ব্যবহার ২০% বৃদ্ধি পেলো এতে চিনি বাবদ ব্যয় শতকরা কত বাড়লো বা কমলো?(কমলো %)


. একজন ব্যবসায়ী একটি পণ্যের মূল্য ২৫% বাড়ালো , অত:পর বর্ধিত মূল্য থেকে ২৫% কমালো। সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূলের তুলনায় শতকরা কত বাড়লো বা কমলো?


.চালের দাম ২০১৫সালে পূর্বের তুলনায় ২০% হ্রাস পেয়েছে। ২০১৬সালে উত্পাদন বৃদ্ধির জন্য চালের দাম ১০% বৃদ্ধি পেলে ২০১৪সালের তুলনায় চালের দাম কতটুকু হ্রাস পেয়েছে?

Please Share This…………


No comments