Header Ads

বিসিএস বা যেকোন পরিক্ষার জন্য বর্ধিত বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্রের শতকরা বৃদ্ধির পরিমাণ নির্ণয়ের সহজ টেকনিক/A simple technique to determine the percentage of increments of extended squares and rectangles for BCS or any test:

www.geniusmanik.com
বিসিএস  বা  যেকোন পরিক্ষার জন্য  বর্ধিত বর্গক্ষেত্র আয়তক্ষেত্রের শতকরা বৃদ্ধির পরিমাণ  নির্ণয়ের সহজ টেকনিক/A simple technique to determine the percentage of increments of extended squares and rectangles for BCS or any test:


টাইপ -
বর্ধিত বর্গক্ষেত্র ক্ষেত্রফল নির্ণয় বর্গ ক্ষেত্রের প্রতিটি বাহু % বৃদ্ধি হলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?


টেকনিক: বর্ধিত ক্ষেত্রফল= ^2/100
উদাহরণ:
সমস্যা: একটি বর্গ ক্ষেত্রের প্রতিটি বাহু ১০ % বৃদ্ধি হলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?

সমাধান: বর্ধিত ক্ষেত্রফল= ১১০^2/100=১২১%
সুতরাং ক্ষেত্রফল বৃদ্ধি =(১২১-১০০)=২১%(উত্তর)


----------------------------
টাইপ -
বর্ধিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় আয়তক্ষেত্রের দৈর্ঘ্য % বৃদ্ধি এবং % হ্রাস পেলে ক্ষেত্রফলের শতকরাকি পরিবর্তন হবে?


টেকনিক:বর্ধিত ক্ষেত্রফল= (বর্ধিত দৈর্ঘ্য Xহ্রাসকৃত প্রস্থ)/১০০
উদাহরণ:
সমস্যা:একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বৃদ্ধি এবং ১০% হ্রাস পেলে ক্ষেত্রফলের শতকরা কি পরিবর্তন হবে?


সমাধান: বর্ধিত ক্ষেত্রফল= (১২০ X৯০)/১০০ =১০৮
সুতরাং ক্ষেত্রফল বৃদ্ধি=(১০৮-১০০)%=%(উত্তর)

★★★★ বর্গের অন্তর বা পার্থক্য দেওয়া থাকলে, বড় সংখ্যাটি নির্ণয়ের ক্ষেত্রে-
.
প্রশ্নের ধরণ:  বর্গের অন্তর বা পার্থক্য দেওয়া থাকলে, বড় সংখ্যাটি নির্ণয়ের ক্ষেত্রে-

টেকনিকঃ বড় সংখ্যা=(বর্গের অন্তর+1)÷2
উদাহরণ:

দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর যদি 47 হয় তবে বড় সংখ্যাটি কত?
সমাধানঃ বড় সংখ্যা=(47+1)/2=24


প্রশ্নের ধরণ: দুইটি বর্গের অন্তর বা পার্থক্য দেওয়া থাকলে, ছোট সংখ্যাটি নির্ণয়ের ক্ষেত্রে-

টেকনিকঃ ছোট সংখ্যাটি=(বর্গের অন্তর -1)÷2
উদাহরণ:
প্রশ্নের ধরণ: দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 33 ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে?
সমাধানঃ ছোট সংখ্যাটি =(33-1)÷2=16(উঃ)



Please Share This…………


No comments