Header Ads

বিসিএস প্রশাসন ক্যাডারের ভাইভা প্রস্তুতির জন্য প্রশাসন সম্পর্কে খুঁটিনাটি/The details about the administration for the viva preparation of the BCS administration cadre

The details about the administration for the viva preparation of the BCS administration cadre

বিসিএস
 প্রশাসন ক্যাডারের ভাইভা প্রস্তুতির জন্য প্রশাসন সম্পর্কে খুঁটিনাটি/The details about the administration for the viva preparation of the BCS administration cadre


👉👉👉১)সচিবালয় কি?


: সবগুলো মন্ত্রনালয়কে একসাথে সচিবালয় বলা হয়।  তবে বাংলাদেশে মোট সচিবালয় কিন্তু পাঁচটি।


) মন্ত্রীপরিষদ সচিবালয় বা ক্যাবিনেট (Cabinet)
) বাংলাদেশ সচিবালয়(secreteriate)
) সংসদ সচিবালয়(National council)
) কর্মকমিশন সচিবালয়(psc)
) নির্বাচন কমিশন সচিবালয়(EC)


👉👉👉) স্থানীয় শাসন স্থানীয় স্বায়ত্তশাসনের পার্থক্য কোথায়?


: কেন্দ্রের সরকারি নির্দেশ অনুযায়ী পরিচালিত হয় স্থানীয় শাসন। স্থানীয় শাসনের উদাহরণ হলো বিভাগীয়
প্রশাসন,জেলা প্রশাসন,উপজেলা প্রশাসন।

অন্যদিকে স্থানীয় স্বায়ত্বশাসন বলতে বোঝায় এলাকাভিত্তিক স্থানীয়ভাবে নির্বাচিত প্রতিনিধিদের শাসন।

যেমন
জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন। এই শাসনব্যাবস্থা তিন স্তর বিশিষ্ট।


👉👉👉) বিভাগীয় কমিশনার,জেলা প্রশাসক,উপজেলা নির্বাহী কর্মকর্তার মর্ঝাদাক্রম?


: বিভাগীয় কমিশনার যুগ্মসচিব,জেলা প্রশাসক উপসচিব,উপজেলা নির্বাহী কর্মকর্তা সিনিয়র সহকারী সচিবের সমমর্যাদাসম্পন্য ব্যাক্তি।


👉👉👉) সচিব কে?


: সচিব হলেন মন্ত্রনালয়ের প্রধান প্রশাসনিক কর্মকর্তা মুখ্য হিসাব নিরীক্ষক নিয়ন্ত্রক।১৯৯৭ সাল থেকে
মন্ত্রী মন্ত্রনালয়ের নির্বাহী প্রধান আর সচিব মন্ত্রীর প্রধান পরামর্শক ও উপদেষ্টা।প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সচিবকে বলা হয় মুখ্য সচিব।


👉👉👉) অধিদপ্তর পরিদপ্তর কি?

: অধিদপ্তর পরিদপ্তর: মন্ত্রনালয়ের বাইরে দুটি প্রশাসনিক ইউনিট হলো অধিদপ্তর পরিদপ্তর।অধিদপ্তরের প্রধান হলেন মহা-পরিচালক যিনি অতিরিক্ত সচিবের মর্যাদাসম্পন্য।

পরিদপ্তরের প্রধান হলেন পরিচালক যিনি যুগ্মসচিবের পদমর্যাদার।


👉👉👉) উপজেলা থানা কি?

: উপজেলা বনাম থানা: বর্তমানে উপজেলা বলতে প্রশাসনিক একটা স্তর যা উপজেলা প্রশাসনের নিয়ন্ত্রনাধীন।

আর থানা বলতে আইনশৃঙ্খলা কাজ সংক্রান্ত ইউনিট যা উপজেলা প্রশাসনের বাইরে থেকে কাজ করে।

👉👉👉৭) ক্যাবিনেট সচিবের বা Principal Secretary এর কাজ কী ?


: Bangladesh Civil Service এর সর্বোচ্চ পদ ক্যাবিনেট সচিব বা মন্ত্রিপরিষদ সচিব তিনি সচিবদের সচিব হিসেবে পরিচিত

ক্যাবিনেট সচিব কিছু গুরুত্বপূর্ণ কাজ করে থাকেন । যেমন -
. তিনি মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীদের শপথ অনুষ্ঠানে প্রধান সঞ্চালকের আসনটি অলঙ্কিত করেন পদাধিকার বলে তিনি এটি করে থাকেন এটি তাঁর জন্য একটি অনন্য সম্মান
. মন্ত্রিপরিষদ বিভাগের সাচিবিক দায়িত্ব পালন করেন
. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের মিটিং এর আলোচনার বিষয় তিনিই নির্ধারণ করেন মিটিং গৃহীত সিদ্ধান্ত প্রেস ব্রিফিং এর মাধ্যমে প্রকাশ করেন
পদধিকার বলে তিনি Superior Selection Board ( SSB ) এর সভাপতি


👉👉👉৮) বাংলাদেশের সরকার প্রধানের কার্যালয় এর কাজ কী?
 

: প্রধানমন্ত্রীর কার্যালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকার প্রধানের কার্যালয়।
এই কার্যালয়ের গুরুত্বপূর্ণ কার্যক্রমঃ
১। মাননীয় প্রধানমন্ত্রীকে তাঁর দায়িত্ব পালনে সাচিবিক সহায়তা প্রদান
২। প্রয়োজন অনুযায়ী প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনে সহায়তা প্রদান
৩। জাতীয় সংসদ বিষয়ক দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীকে সহায়তা প্রদান
৪। রাজনীতি সংশ্লিষ্ট বিষয়াদি
৫। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রশাসনিক আর্থিক বিষয়াদি
৬। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা
৭। সকল গোয়েন্দা সংস্থার সমন্বয়
৮। এনজিও
৯। বিনিয়োগ বোর্ড সংশ্লিষ্ট কার্যাদি
১০। বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ
১১। অধীনস্থ দপ্তরসমূহের প্রশাসনিক আর্থিক সংশ্লিষ্ট কার্যক্রম
১২। বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) প্রধানমন্ত্রীর নিরাপত্তা
১৩। প্রধানমন্ত্রীর এখতিয়ারাধীন বিভিন্ন তহবিল পরিচালনা
১৪। প্রধানমন্ত্রীর বাণী বক্তৃতা
১৫। বৈদেশিক সরকার প্রধান, প্রতিনিধির প্রটোকল
১৬। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার ব্যবস্থাপনা
১৭। প্রধানমন্ত্রীর দেশের অভ্যন্তরীণ ভ্রমণ বিষয়াদি
১৮। আন্তর্জাতিক সংস্থার সাথে যোগাযোগ রক্ষা এবং বিভিন্ন দেশ আন্তর্জাতিক সংস্থাসমূহের সাথে সন্ধি/চুক্তি সম্পাদন বিষয়াদি
১৯। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাথে সম্পর্কযুক্ত আইন বিষয়াদি
২০। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাথে সম্পর্কযুক্ত জিজ্ঞাসা পরিসংখ্যান সংক্রান্ত
২১। কোর্ট ফিস বহির্ভূত প্রধানমন্ত্রীর কার্যালয়ের অন্যান্য নির্ধারিত ফিস সংক্রান্ত
২২। সময় সময়ে নির্ধারিত যে কোন অর্পিত
দায়িত্ব।

Please share this post…………. collected


2 comments

Anonymous said...

Thanks for publishing

Anonymous said...

আমি যদি প্রশাসন ক্যাডার হতে চাই তাহলে কি ইংরেজিতে অনেক ভালো থাকতে হবে আর ভাইবাতেকি ইংরেজিতে প্রশ্ন করবে