(পর্বঃ-০২) বাংলা সাহিত্য থেকে আসা প্রশ্নোত্তর, বিসিএস, ব্যাংক জব, বিশ্ববিদ্যালয় ভর্তি ছাড়াও যে কোন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য/(Episode-02) Questions and Answers from Bangla Literature, BCS, Bank Job, For any competitive examination apart from University Admission
(পর্বঃ-০২) বাংলা সাহিত্য থেকে আসা প্রশ্নোত্তর, বিসিএস, ব্যাংক জব, বিশ্ববিদ্যালয় ভর্তি ছাড়াও যে কোন প্রতিযোগিতা
মূলক পরীক্ষার জন্য/(Episode-02)
Questions and Answers from Bangla Literature, BCS, Bank Job, For any
competitive examination apart from University Admission
২৬। কোনটি কবি ভারতচন্দ্রের উপাধি —
- রায়গুণাকর
২৭। জহির রায়হানের আরেক ফাল্গুন উপন্যাসের পটভূমিকা হলো
- একুশে ফেব্রুয়ারির ভাষা আন্দোলন
২৮। বিষাদ সিন্ধু উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র —
- ইমাম হোসেন
২৯। ইউসুফ জুলেখা কাব্য লেখেন —
- শাহ মুহাম্মদ সগীর
৩০। কোথায় স্বর্গ? কোথায় নরক? কে বলে তা বহুদূর? মানুষের মাঝে স্বর্গ, নরক মানুষেতে সুরাসুর —পংক্তিটি রচিয়তা কে?
- শেখ ফজলল করিম
৩১। কোন নাটকটি সেলিম আল দীনের?
- মুনতাসির ফ্যান্টাসি
৩২। লালসালু উপন্যাসের লেখক কে?
- সৈয়দ ওয়ালীউল্লাহ
৩৩। মরণ রে তুঁহু মম শ্যাম সমান। পংক্তিটি রচিয়তা কে?
- রবীন্দ্রনাথ
ঠাকুর
৩৪। জন্ডিস ও বিবিধ বেলুন নাটকটির রচিয়তা কে? -সেলিম আল দীন
৩৫। দেখিনু সেদিন রেলে কুলি ব'লে এক বাবু সা'ব তারে ঠেলে দিলে নীচে ফেলে পংক্তিটি রচিয়তা কে?
- কাজী নজরুল ইসলাম
রাইসুল ইসলাম হৃদয়
৩৬। অপরাহ্ন নাটকটির রচিয়তা কে?
- হুমায়ূন আহমেদ
৩৭। ময়নামতির চর কাব্যগ্রন্থটির রচিয়তা কে?
- বন্দে আলী মিয়া
৩৮। পদ্মা নদীর মাঝি কি ধরনের রচনা
- উপন্যাস
৩৯। ওয়ারিশ উপন্যাসটির লেখক হচ্ছেন —
- শওকত আলী
৪০। সধবার একাদশী একটি —
- সামাজিক নাটক
৪১। বাংলা সাহিত্যে সর্বপ্রথম প্রচুর পরিমাণ আরবি ও ফারসি শব্দের ব্যবহার করেন
- মোহিতলাল মজুমদার
৪২। গৃহদাহ উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম কি?
- সুরেশ অচলা
৪৩। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি?
- বাউন্ডেলের আত্মকাহিনী
৪৪। বাঙালির ইতিহাস বইটির লেখক কে?
- নীহাররঞ্জন রায়
৪৫। আমার প্রেম আমার প্রতিনিধি কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
- আবুল হাসান
৪৬। ওরে বিহঙ্গ নাটকটি কার রচনা —
- জুবায়দা খানম
৪৭। বৈতালিক উপন্যাসটি কে রচনা করেছেন —
- নারায়ন গঙ্গোপাধ্যায়
৪৮। জুলেখার মন কাব্যগ্রন্থটির রচিয়তা কে?
- মোহাম্মদ মাহফুজ উল্লাহ
৪৯। ছোটদের অভিনয় নাটকটি কার রচনা?
- আল কামাল আবদুল ওহাব
৫০। তেইশ নম্বর তৈলচিত্র উপন্যাস টি চলচ্চিত্রায়িত হয়েছে কি নামে?
- বসুন্ধরা
Post a Comment