বিসিএস বা যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য সাধারণ বিজ্ঞান থেকে আসা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (পর্ব-০১)/Important Questions and Answers from General Science for BCS or any job exam preparation (Part-01)
https://www.geniusmanik.com/
বিসিএস বা যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য সাধারণ বিজ্ঞান থেকে আসা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (পর্ব-০১)/Important Questions and Answers from General
Science for BCS or any job exam preparation (Part-01)
- লাল বর্ণের
২। সোডিয়াম সিলিকেট সাবানকে
- শক্ত করে
৩। তেল বা চর্বি হচ্ছে এক ধরনের
- এস্টার
৪। ভিনেগার হিসেবে ব্যবহৃত হয় কোনটি
- অ্যাসিটিক অ্যাসিড
৫। টুথপেষ্টের প্রধান উপাদান
- সাবান ও পাউডার
৬। ইউরিয়া সারের কাঁচামাল
- মিথেন গ্যাস
৭। কাগজের প্রধান রাসায়নিক উপাদান
- সেলুলোজ
৮। ট্রিপল সুপার ফসফেট হলো
- এক জাতীয় সার
৯। পাকস্থলীতে আমিষ পরিপাক হয়ে কি হয়
- অ্যামাইনো এসিড
১০। জীব ও জড়ের মধ্যে সংযোগ রক্ষাকারী হল
- ভাইরাস
১১।রক্ত তৈরি হয়
- ভ্রূণের মেসোডার্ম থেকে
১২। রক্তের লোহিত কণিকার উৎপত্তিস্থল কোথায়
- অস্থিমজ্জায়
১৩। মুক্তা হলো ঝিনুকের
- প্রদাহের ফল
১৪। বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নাম
- রাজ কাঁকড়া
১৫। পানির জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয়
- শুশুক
১৬। কোন প্রাণী সবচেয়ে বেশিদিন বাঁচে
- কচ্ছপ
১৭। একটি রানী মৌমাছি দিনে কতবার ডিম পাড়ে
- 1000 বার
১৮। কোন প্রাণীর ধমনী শিরা নেই
- কেঁচো
১৯। মানবদেহে মেরুদন্ডের অস্থি সংখ্যা কয়টি
- 33
২০। রক্তের গ্রুপ আবিষ্কার করেন
- ল্যান্ড স্টেইনার
২১। লোহিত কণিকার আয়ুষ্কাল কত দিন
- 120 দিন
২২। রেডিও আইসোটোপ ব্যবহৃত হয়
- গলগন্ড রোগ নির্ণয়
২৩। পেনিসিলিন আবিষ্কার করেন
- আলেকজান্ডার ফ্লেমিং
২৪। ল্যাথারিজম একটি
- পায়ের রোগ
২৫। ক্লোরোফরম কি হিসেবে ব্যবহৃত হয়
- চেতনানাশক হিসেবে
২৬। মাথায় টাক পড়া রোগ কি নামে পরিচিত
- এলোপেসিয়া
২৭। রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে গেলে কোনটি খাওয়া উচিত নয়
- খাসির মাংস
২৮। অতিরিক্ত শর্করা দেহে জমা থাকে কিভাবে
- গ্লাইকোজেন রূপে
২৯। সর্বাধিক স্নেহ জাতীয় খাদ্য
- দুধ
৩০। কোন খাদ্যে প্রোটিন বেশি
- মসুর ডাল
৩১। দেহগঠন কোন উপাদানের প্রয়োজন সবচেয়ে বেশি
- আমিষ
৩২। সর্বাপেক্ষা বেশি দক্ষতা সম্পন্ন ইঞ্জিন কোনটি
- বৈদ্যুতিক ইঞ্জিন
৩৩। কোন বর্ণের আলোতে লেন্সের ফোকাস দূরত্ব বেশি
- লাল
৩৪। চুম্বকের আকর্ষণ সবচেয়ে বেশি
- মেরু বিন্দুতে
৩৫। পৃথিবী একটি বিরাট চুম্বক এটি কে প্রমাণ করেন
- ড. গিলবার্ট
৩৬। তড়িৎ চৌম্বক আবেশ এর আবিষ্কর্তা কে
- মাইকেল ফ্যারাডে
৩৭। বৈদ্যুতিক মোটর এ ব্যবহৃত চৌম্বক কে কি বলা হয়
- কম্যুটেটর
৩৮। এলনিকো এক ধরনের
- সংকর চুম্বক
৩৯। রাডারে যে তড়িৎ চৌম্বক ব্যবহার করা হয় তার নাম কি
- মাইক্রোওয়েভ
৪০। সিমেন্টে জিপসাম ব্যবহার করা হয় কেন
- দ্রুত জমাটবদ্ধ করার জন্য
৪১। মাটিতে নাইট্রোজেন সংবদ্ধন করে কোনটি
- ব্যাকটেরিয়া
৪২। স্ত্রী কিউলেক্স মশা যে রোগের জীবাণু বহন করে তার নাম কি
- ফাইলেরিয়া
৪৩। কোনো জৈব থেকে অযৌন প্রজনন প্রক্রিয়ায় সৃষ্ট জীব কে কি বলে
- ক্লোন
৪৪। নাড়ীর স্পন্দন প্রবাহিত হয়
- ধমনীর ভিতর দিয়ে
৪৫। লালারসে কোন এনজাইম থাকে
- টায়ালিন
৪৬। মানব হৃদপিন্ডের প্রকোষ্ঠ সংখ্যা কতটি
- চারটি
৪৭। নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানবদেহের
- ফুসফুস
৪৮। কোনটি ভাইরাসজনিত রোগ
- বসন্ত
৪৯। মাইগ্রেন কি
- এক ধরনের তীব্র মাথাব্যথা
৫০। গুটি বসন্ত রোগের কারণ
- ভাইরাস
Read More.................
(পর্বঃ০১/৬) নবম-দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই থেকে সংগৃহিত গুরুত্ত্বপুর্ণ প্রশ্ন/
Please Share This…………
Post a Comment