Header Ads

বিসিএস বা যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য সাধারণ বিজ্ঞান থেকে আসা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (পর্ব-০২)/Important Questions and Answers from General Science for BCS or any job exam preparation (Part-02)

https://www.geniusmanik.com/
বিসিএস
বা যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য সাধারণ বিজ্ঞান থেকে আসা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (পর্ব-০২)/
Important Questions and Answers from General Science for BCS or any job exam preparation (Part-02)

 কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি

- কঠিন
পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি
-
শুক্র
বিখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াটার লু কোন দেশে অবস্থিত
-
বেলজিয়াম
নোবেল পুরস্কার প্রবর্তকের মূল আবিষ্কার প্রধানত কি কাজে ব্যবহৃত হয়
-
শিল্প উন্নয়নের জন্য
চুম্বক দ্বারা আকৃষ্ট হয় না
-
পিতল
পদার্থের জড়তার পরিমাপ হচ্ছে
-
ভর
তামার সাথে কোনটি মেশালে পিতল হয়
-
দস্তা
তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থ
-
বায়বীয় পদার্থ
কোনটি তেজস্ক্রিয় পদার্থ নয়
-
লৌহ
১০ আধুনিক মুদ্রণ ব্যবস্থায় ধাতু নির্মিত অক্ষরের প্রয়োজন ফুরাবার বড় কারণ
-
ফটোলিথোগ্রাফি
১১ কাচ তৈরির প্রধান কাঁচামাল
-
বালি
১২ পদার্থের ভর পরিমাপের আন্তর্জাতিক একক
-
কিলোগ্রাম
১৩ কোন ডুবন্ত বস্তুর ওজন সমআয়তন তরলের ওজনের
-
বেশি
১৪ গ্যালভানাইজিং হলো লোহার উপর
-
দস্তার প্রলেপ
১৫ ভূপৃষ্ঠে যে ধাতু সবচেয়ে বেশি পরিমাণে আছে
-
এলুমিনিয়াম
১৬ সংকর ধাতু ব্রোঞ্জের উপাদান
-
কপার টিন
১৭ বহুরূপী মৌল
-
কার্বন
১৮ কোনটি পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসেবে ব্যবহৃত হয়
-
গ্রাফাইট
১৯ আসল হীরা চেনার উপায়
-
এর ভেতর দিয়ে এক্সরে রশ্মি প্রবেশ করতে পারে না
২০ যে ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে
-
পারদ
২১ মধ্যাকর্ষণজনিত ত্বরণ সর্বোচ্চ কোথায়
-
ভূপৃষ্ঠে
২২ বাতাসের আদ্রতা বাড়লে শব্দের বেগ কেমন হয়
-
বাড়ে
২৩কোন ঋতুতে শব্দ বায়ু মাধ্যমে দ্রুত চলে
-
বর্ষাকালে
২৪ সরল দোলকের সুতার দৈর্ঘ্য বাড়লে দোলনকাল
-
বাড়বে
২৫ সমুদ্রের গভীরতা মাপার জন্য যে যন্ত্রটি ব্যবহার করা হয়
-
ফ্যাদোমিটার
২৬ কোন মাধ্যমের তাপমাত্রা বাড়লে মাধ্যমে শব্দের গতি
-
বাড়ে
২৭ কোন যন্ত্রের সাহায্যে প্রতিফলিত শব্দ ধারণ করা যায়
-
হাইড্রোফোন
২৮ রোগ নির্ণয় চিকিৎসার ক্ষেত্রে ব্যবহৃত হয়
-
শব্দোত্তর তরঙ্গ
২৯ ক্যাসেটের ফিতার শব্দ সংরক্ষিত থাকে কি হিসেবে?
-
চুম্বকক্ষেত্র হিসেবে
৩০ তড়িৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয় কোন যন্ত্রের মাধ্যমে
-
লাউডস্পিকার
রাইসুল ইসলাম হৃদয়
৩১ যে সর্বোচ্চ শ্রুতিসীমার উপরে মানুষ বধির হতে পারে তা হচ্ছে
-
১০৫ ডেসিবল
৩২ উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র
-
টেকোমিটার
৩৩ মানবদেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র
-
স্ফিগমোম্যানোমিটার
৩৪ সৌরকোষের বিদ্যুৎ রাতেও ব্যবহার করা সম্ভব যদি এর সঙ্গে থাকে
-
ষ্টোরেজ ব্যাটারি
৩৫ সাধারণত ড্রাইসেলে ইলেকট্রোড হিসেবে থাকে
-
কার্বন দন্ড দস্তার কৌটা
৩৬ যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হয় তাকে বলে
-
ডায়নামো
৩৭ সূক্ষ্ম সময় মাপার যন্ত্র কে বলা হয়
-
ক্রনোমিটার
৩৮ যে যন্ত্রের সাহায্যে পরবর্তী উচ্চ বিভবকে নিম্ন বিভব নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তরিত করা যায় তার নাম
-
ট্রান্সফর্মার
৩৯ সর্বাপেক্ষা বেশি দক্ষতা সম্পন্ন ইঞ্জিন কোনটি
-
বৈদ্যুতিক ইঞ্জিন
৪০ অধিকাংশ ফটোকপি মেশিন কাজ করে
-
পোলারয়েড ফটো পদ্ধতিতে
৪১ ডুবোজাহাজ কোন যন্ত্রের সাহায্যে পানির নিচ থেকে উপরের দৃশ্য দেখে
-
পেরিস্কোপ
৪২ ট্রানজিস্টরে ব্যবহৃত সেমিকন্ডাক্টরের নাম কি
-
সিলিকন
৪৩ কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়
-
কালো
৪৪ রেফ্রিজারেটরে হিমায়ক পদার্থ হিসেবে কোন পদার্থটি ব্যবহৃত হয়
-
ফ্রেয়ন
৪৫ গরমের দিনে কি রঙের কাপড় পরা আরামদায়ক
-
সাদা
৪৬ আমরা পৃথিবীতে যে তাপ পায় তা প্রধানত কোন পদ্ধতিতে পৃথিবীতে সঞ্চালিত হয়
-
বিকিরণ
৪৭ বর্ষাকালে ভেজা কাপড় শুকাতে দেরি হয় কারণ
-
বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে
৪৮ কোনটি তাপের অফ পরিবাহক
-
ফেল্ট
৪৯ একখণ্ড বরফকে গলিয়ে পানিতে পরিণত করলে এর আয়তন
-
কমবে
৫০ কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে
-
ব্রোমিন
৫১ বায়ুর তাপের প্রধান উৎস কি
-
সূর্য
৫২ পরম শূন্য তাপমাত্রায় গ্যাসের আয়তন
-
শূন্য
৫৩ তাপমাত্রা বৃদ্ধি পেলে কার্বনের রোধ
-
হ্রাস পায়
৫৪ সূর্যের প্রখর উত্তাপে গরম হয় না
-
গাছের পাতা
৫৫ এক অশ্ব শক্তি
- 746
ওয়াট
৫৬ ফিশন প্রক্রিয়ায় প্রচন্ড শক্তি উৎপাদিত হয়
-
এটম বোমা
৫৭ যন্ত্র থেকে প্রাপ্ত শক্তিকে বলে
-
যান্ত্রিক শক্তি
৫৮ পৃথিবীর বিভব কত ধরা হয়
- 0
৫৯ সাধারণত বৈদ্যুতিক বাল্বের ভিতর কি গ্যাস ব্যবহার করা হয়
-
নাইট্রোজেন
৬০ শক্তির মধ্যে সবচেয়ে দ্রুতগতি
-
বিদ্যুৎ আলোক
শক্তি



Please Share This…………


No comments