Header Ads

বিসিএস প্রিলি পাসের জন্য গুরুত্বপূর্ণ টিপস, কি কি, কোত্থেকে পড়লে প্রিলি পাশ করবেন ই! (শুধু পাশ করবেন না, ২০/৩০ মার্ক্স সারপ্লাস থাকবে)/Important tips for passing BCS preli, what if you pass the preli! (Don't just pass, there will be 20/30 marks surplus)

BCS  tips


বিসিএস প্রিলি পাসের জন্য গুরুত্বপূর্ণ   টিপস, কি কি, কোত্থেকে পড়লে প্রিলি পাশ করবেন ই! (শুধু পাশ করবেন না, ২০/৩০ মার্ক্স সারপ্লাস থাকবে)/
Important tips for passing BCS preli, what if you pass the preli! (Don't just pass, there will be 20/30 marks surplus)

প্রিয় বিসিএস প্রার্থী,

আমি শুরু করার আগে, এক জিনিস যা আমি স্পষ্টভাবে বলতে চাই যে আপনি নিজেকে "শিক্ষানবিস"ভাববেন। কিভাবে আপনি বিসিএস পরীক্ষায় ভাল করবেন তা যথেষ্ট যোগ্য বলে বিবেচনা করবেন।আমি শুধু আমার অভিজ্ঞতা ভাগ করছি। যদি আপনি এই "টিপস" দরকারী এবং অনেক বড় সাফল্য অর্জন করার জন্য মনে করেন,  তাহলে আমি আমার প্রচেষ্টা সফল বলে বিবেচনা করবো চলুন শুরু করা যাক!!!

 

আমার মতে, প্রারম্ভিক সব পরীক্ষার সবচেয়ে কঠিন পরীক্ষার একটি প্রার্থী পুরো প্রক্রিয়া। আপনি ২০০ টি প্রশ্নের উত্তর দেয়ার জন্য মাত্র দুই ঘন্টা পান এবং পাঠ্যক্রম সমুদ্রের মত বড়- এই দুটি জিনিস মিলিয়ে প্রাথমিক পরীক্ষাটি সবচেয়ে চ্যালেঞ্জিং। অদ্ভুতভাবে, প্রাথমিক পরীক্ষার চিহ্ন নির্বাচন প্রক্রিয়ার মধ্যে যোগ করা হয় না - আপনাকে যা করতে হবে তা হল পাস!আর পাসের জন্য যা যা পড়তে হবে.

 

. বিষয়ঃ বাংলা৩৫ (ভাষা-১৫+সাহিত্য-২০) mp3, প্রোফেসর বিশেষ সংখ্যা
. বিষয়ঃ ইংরেজি ৩৫ (Language-20+Literature-15), Assurance digest, প্রচুর ভোকাবুলারি, যে কোন ভাল গ্রামার বই, বিশেষ সংখ্যা।
. বিষয়ঃ বাংলাদেশ বিষয়াবলী - ৩০, mp3/Assurance digest, বিশেষ সংখ্যা।
. বিষয়ঃ আর্ন্তজাতিক বিষয়াবলী ২০, mp3/ Assurance digest, বিশেষ সংখ্যা
. বিষয়ঃ ভূগোল- ১০,  ৮ম /নবম শ্রেনীর ভূগোল বই, বিশেষ সংখ্যা, Assurance digest
. বিষয়ঃ সাধারণ বিজ্ঞান -১৫,  নবম শ্রেনীর সাধারন বিজ্ঞান, বিশেষ সংখ্যা, Assurance digest
. বিষয়ঃ কম্পিউটার তথ্য প্রযুক্তি -১৫,  Easy computer, Assurance digest, বিশেষ সংখ্যা
. বিষয়ঃ গাণিতিক যুক্তি -১৫,  নবম শ্রেনির টেক্সট, Assurance digest, খাইরুলস ম্যাথ 
. বিষয়ঃ মানসিক দক্ষতা/মেন্টাল এবিলিটি -১৫,  Assurance digest, oracle mental ability
১০.বিষয়ঃ নৈতিকতা,মূল্যবোধ সু-শাসন -১০,  Assurance digest, তবে না পড়লেও / টা পারা যায়। ইচ্চা মত যে কোন বই থেকে।

সময় কাজে লাগান, রুটিন মতো, প্ল্যান করে, পড়ালেখা করেন, সফল হবেন। ইনশাল্লাহ……..


Read More.................

বিসিএস লিখিত ও  মৌখিক পরীক্ষার বিষয়ে মোট নম্বর ১১০০ (মৌখিক পরীক্ষাসহ)

**বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস এবং সর্বমোট ২০০ নম্বরের মানবন্টন

**বিসিএস (বাংলাদেশ সিভিল সার্ভিস)  ক্যাডারের সংখ্যা ২৭টি

**বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আবেদন করার শিক্ষাগত যোগ্যতা, বই ও কোচিং বিষয়ে  টিপস



Please share this………..


1 comment

Anonymous said...

Excellent