মুসলিম হিসেবে জানা জরুরী ফরজ নামাজের পর দোয়া করলে,সেই দোয়া কবুল হয়(পর্ব্-০১)/It is important to know as a Muslim that if you pray after the obligatory prayers, that prayer is accepted (Part-01)
muslim-geniusmanik.com
মুসলিম হিসেবে জানা জরুরী
ফরজ নামাজের পর
দোয়া করলে,সেই দোয়া কবুল
হয়(পর্ব্-০১)/It is
important to know as a Muslim that if you pray after the obligatory prayers,
that prayer is accepted (Part-01)
🌺🌺🌺কোনোটা ঠিক: অনেকেই ফরয নামায শেষ করেই মুনাজাত শুরু করেন। আবার অনেকে আছে ফরয নামায শেষ করে সাথে সাথে সুন্নত নামায পড়েন। দুটোর কোনোটাই ঠিক না।
🌺🌺🌺মুনাজাত: সুন্নাহ হচ্ছে ফরয নামায পড়ে মাসনুন কিছু যিকির করে তারপর সুন্নত নামায পড়া। মুনাজাত করবেন নফল/সুন্নত নামাযের পরে। আর ফরয নামাযের পরে মুনাজাত না করে যিকির করবেন যেই যিকিরগুলো রাসুলুল্লাহ (সাঃ) করেতেন। সামান্য হলেও করবেন, যার পক্ষে যতগুলো সম্ভব।
🌺🌺🌺রাসুলুল্লাহ (সাঃ) ফরয সালাত শেষ করে যেই দুয়াগুলো পড়তেনঃ-
*******০১. “আসতাগফিরুল্লা-হ” -
৩ বার ।
أَسْتَغْفِرُ اللَّهَ
অর্থঃ হে আল্লাহ!আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি।
*******০২. “আল্লাহুম্মা আংতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবা-রাকতা ইয়া যাল-জালা-লী ওয়াল ইকরাম” –
১ বার।
اللَّهُمَّ أَنْتَ السَّلاَمُ، وَمِنْكَ السَّلاَمُ، تَبَارَكْتَ يَا ذَا
الْجَلاَلِ وَالْإِكْرَامِ
অর্থঃ হে আল্লাহ্! তুমি শান্তিময়, তোমার কাছ থেকেই শান্তি অবতীর্ণ হয়। তুমি বরকতময়, হে পরাক্রমশালী ও মর্যাদা প্রদানকারী।
🌺🌺🌺 ফজিলতঃ-সাওবান (রাঃ) থেকে বর্ণিতঃ-
তিনি বলেন “রাসুল (সাঃ) যখন সালাম ফেরাতেন তখন তিনি তিনবার ইস্তেগফার পড়তে্ন অর্থাত ‘আস্তাগফিরুল্লাহ’ বলতেন। তারপর বলতেনঃ “আল্লাহুম্মা আংতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল-জালা-লী ওয়াল ইকরাম”।
[মুসলিম ১/২১৮, আবু দাউদ ১/২২১, তিরমিযী ১/৬৬]
*******০৩.তারপর তাসবিহে ফাতেমি পড়বেনঃ-
৩৩ বার সুবহানাল্লাহ,
৩৩ বা আলহামদুলিল্লাহ,
৩৩ বার আল্লাহু আকবার।
🌺🌺🌺ফজিলতঃ-‘আয়িশা (রাঃ) থেকে বর্ণিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) একবার তাঁর নিকট আসেন, তাঁর নিকট তখন এক মহিলা ছিলেন। আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) জিজ্ঞেস করলেনঃ ‘ইনি কে?’
‘ আয়িশা (রাঃ) উত্তর দিলেন, অমুক মহিলা, এ বলে তিনি তাঁর সলাতের উল্লেখ করলেন। আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ ‘থাম, তোমরা যতটুকু সামর্থ্য রাখ, ততটুকুই তোমাদের করা উচিত। আল্লাহর শপথ! আল্লাহ তা‘আলা ততক্ষণ পর্যন্ত (সওয়াব দিতে) বিরত হন না, যতক্ষন না তোমরা নিজেরা পরিশ্রান্ত হয়ে পড়। আল্লাহর নিকট অধিক পছন্দনীয় আমল সেটাই, যা আমলকারী নিয়মিত করে থাকে।
[সহিহ বুখারী, হাদিস নং ৪৩]
“লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহ্দা’হু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হা’মদু, ওয়া হুয়া আ’লা কুল্লি শাইয়িন ক্বাদীর” -
১ বার। [মুসলিম ১২৪০]
لاَ إِلَهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَـرِيْكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ
الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ
*******০৪. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন: যে ব্যক্তি প্রত্যেক নামাযের পর আয়াতুল কুরসী পাঠ করবে, মৃত্যু ব্যতীত কোন কিছু তাকে জান্নাতে প্রবেশ করা থেকে বিরত রাখতে পারবে না।
(সুনানে কুবরা নাসাঈ হাদীস নং-৯৯২৮)
আল্লাহ তায়ালা আমাদেরকে আমল করার তৌফিক দিন, আমিন।
Read more............
মুসলিম হিসেবে জানা জরুরী ফরজ নামাজের পর দোয়া করলে,সেই দোয়া কবুল হয়(পর্ব্-০২)
Read More.................
বিসিএস লিখিত ও মৌখিক পরীক্ষার বিষয়ে মোট নম্বর ১১০০ (মৌখিক পরীক্ষাসহ)
**বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস এবং সর্বমোট ২০০ নম্বরের মানবন্টন
**বিসিএস (বাংলাদেশ সিভিল সার্ভিস) ক্যাডারের সংখ্যা ২৭টি
**বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আবেদন করার শিক্ষাগত যোগ্যতা, বই ও কোচিং বিষয়ে টিপস
Please
Share this post………………..
Post a Comment