Header Ads

মুসলিম হিসেবে জানা জরুরী ফরজ নামাজের পর দোয়া­ করলে,সেই দোয়া কবুল হয়(পর্ব্-০২)/It is important to know as a Muslim that if you pray after the obligatory prayers, that prayer is accepted (Part-02)

religius-geniusmanik.com

মুসলিম হিসেবে জানা জরুরী ফরজ
নামাজের পর দোয়া­ করলে,সেই দোয়া কবুল হয়(পর্ব্-০২)/It is important to know as a Muslim that if you pray after the obligatory prayers, that prayer is accepted (Part-02)



*******০৫. রাসুলুল্লাহ (সাঃ) ফরয সালাত শেষ করে যেই দুয়াগুলো পড়তেনঃ-

, কুরআনের শেষ তিন সূরা প্রত্যেক সালাতের পরঃ-

🌺🌺🌺০১ বার সূরা ইখলাস,


قُلْ هُوَ اللّٰهُ أَحَدٌ ﴿١﴾ اللّٰهُ الصَّمَدُ ﴿٢﴾ لَمْ يَلِدْ وَلَمْ يُوْلَدْ ﴿٣﴾ وَلَمْ يَكُنْ لَّهُ كُفُوًا أَحَدٌ ﴿٤﴾

অর্থঃ-বলুন, তিনি আল্লাহ্, এক-অদ্বিতীয়। আল্লাহ্ হচ্ছেনসামাদ’ (তিনি কারো মুখাপেক্ষী নন, সকলেই তাঁর মুখাপেক্ষী) তিনি কাউকেও জন্ম দেন নি এবং তাঁকেও জন্ম দেয়া হয় নি। আর তাঁর সমতুল্য কেউই নেই।
.
.
🌺🌺🌺 বার সূরা আল-ফালাক


قُلْ أَعُوْذُ بِرَ‌بِّ الْفَلَقِ ﴿١﴾ مِنْ شَرِّ‌ مَا خَلَقَ ﴿٢﴾ وَمِنْ شَرِّ‌ غَاسِقٍ إِذَا وَقَبَ ﴿٣﴾ وَمِنْ شَرِّ‌ النَّفَّاثَاتِ فِيْ الْعُقَدِ ﴿٤﴾ وَمِنْ شَرِّ‌ حَاسِدٍ إِذَا حَسَدَ ﴿٥﴾

অর্থঃ- বলুন, আমি আশ্রয় প্রার্থনা করছি ঊষার রবের। তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে।আর অনিষ্ট হতে রাতের অন্ধকারের, যখন তা গভীর হয়। আর অনিষ্ট হতে সমস্ত নারীদের, যারা গিরায় ফুঁক দেয়। আর অনিষ্ট হতে হিংসুকের, যখন সে হিংসা করে।
.
.
🌺🌺🌺 বার সূরা আন-নাস,


قُلْ أَعُوْذُ بِرَ‌بِّ النَّاسِ ﴿١﴾ مَلِكِ النَّاسِ ﴿٢﴾ إِلَـٰهِ النَّاسِ ﴿٣﴾ مِنْ شَرِّ‌ الْوَسْوَاسِ الْخَنَّاسِ ﴿٤﴾ الَّذِيْ يُوَسْوِسُ فِيْ صُدُوْرِ‌ النَّاسِ ﴿٥﴾ مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ ﴿٦﴾

অর্থঃ-বলুন, আমি আশ্রয় প্রার্থনা করছি মানুষের রবের, মানুষের অধিপতির, মানুষের ইলাহের কাছে, আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার অনিষ্ট হতে; যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, জিনের মধ্য থেকে এবং মানুষের মধ্য থেকে।

[আবু দাঊদ /৮৬, নং ১৫২৩ ]
[
বি.দ্র. ফজর,যোহর,আসরের পরে বার করে এবং মাগরিব এশারের সালাতের পরে বার করে পড়বেন]

*******০৬.আল্লাহুম্মা ন্নী লা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা” – বার।
اللَّهُمَّ أَعِنِّي عَلَى ذِكْرِكَ، وَشُكْرِكَ، وَحُسْنِ عِبادَتِكَ

অর্থঃ হে আল্লাহ! তুমি আমাকে তোমার স্মরণ, তোমার কৃতজ্ঞতা এবং তোমার সুন্দর ইবাদত করার ব্যাপারে আমাকে সাহায্য কর
এই দুয়াটা এতো গুরুত্বপূর্ণ যে, রাসুলুল্লাহ (সাঃ) এক সাহাবীকে এই দুয়া পড়ার জন্য বিশেষভাবে ওসিয়াত করে যান।

🌺🌺🌺ফজিলতঃ-রাসুলুল্লাহ (সাঃ) মুয়ায বিন জাবাল (রাঃ) এর হাত ধরে বলেছিলেনঃ ‘‘হে মুয়াজ! আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। অতঃপর তিনি বললেন, হে মুয়াজ! আমি তোমাকে উপদেশ দিচ্ছি যে তুমি প্রত্যেক সালাতের পর এই দুয়া করা ত্যাগ করবেনা, “আল্লাহুম্মা ন্নী লা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা।
[
আবু দাউদ /২১৩, নাসায়ী,
ইবেন হিব্বান, হাদীস সহীহ]

[ আরবীর বাংলা উচ্চারণ গুলো না পড়ে, মূল আরবী দেখে পড়বেন,,ইংশাআল্লাহ। যারা আরবীতে খুব দুর্বল,তাদের জন্য বাধ্য হয়ে উচ্চারণ দেওয়া হলো ]

আল্লাহ তায়ালা আমাদেরকে আমল করার তৌফিক দিন,
আমিন।

Read More…………..

(পর্ব্-০১):মুসলিম হিসেবে জানা জরুরী ফরজ নামাজের পর দোয়া­ করলে,সেই দোয়া কবুল হয়


Read More.................

বিসিএস লিখিত ও  মৌখিক পরীক্ষার বিষয়ে মোট নম্বর ১১০০ (মৌখিক পরীক্ষাসহ)

**বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস এবং সর্বমোট ২০০ নম্বরের মানবন্টন

**বিসিএস (বাংলাদেশ সিভিল সার্ভিস)  ক্যাডারের সংখ্যা ২৭টি

**বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আবেদন করার শিক্ষাগত যোগ্যতা, বই ও কোচিং বিষয়ে  টিপস





Please Share this post………………..


No comments