Header Ads

বাঙ্গালীর জাতীয় পোশাক লুঙ্গির ইতিহাস ও নানান সুবিধা অনেকের নেই জানা /Many people do not know the history and various benefits of the Bengali national dress lungi

Many people do not know the history and various benefits of the Bengali national dress lungi
বাঙ্গালীর জাতীয় পোশাক লুঙ্গির  ইতিহাস ও নানান সুবিধা অনেকের নেই জানা /Many people do not know the history and various benefits of the Bengali national dress lungi  

দেহের নিচের অংশে পরার একধরনের পোষাক, ভারত, বাংলাদেশ, শ্রীলংকা ও মায়ানমারে এর প্রচলন দেখা যায়।

যদিও এটির সূচনা দক্ষিণ ভারতে কিন্তু এটি দক্ষিণ এশিয়ার অনেক সম্প্রদায়ই ব্যবহার করে থাকে।

যদিও এক রঙের লুঙ্গিই বেশি জনপ্রিয় কিন্তু সাধারণত এটি বিভিন্ন নকশা এবং রঙে সুতায় বুনা হয়।

নকশা ও রঙ ছাড়াও লুঙ্গির উপরে এবং নিচে সাদা বা কালো রঙের ডোরা কাটা দাগ থাকে।

ধূতি চাদরের মত হলেও লুঙ্গি স্কার্টের মতন করে গোল করে সেলানো থাকে।

বিভিন্ন সম্প্রদায় ভেদে লুঙ্গি পুরুষ ও মহিলা উভয়ই, বিভিন্নভাবে কোমরে বেঁধে পরে থাকে যা দৈনন্দিন কর্মকাণ্ড থেকে শুরু করে বিয়ের অনুষ্ঠানসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে পরা হয়।

লুঙ্গির  সুবিধাঃ

১। ভেন্টিলেশন ব্যবস্থা ভালো

২। ইস্ত্রির ঝামেলা নেই

৩। ভাঁজ করা সহজ

৪। ইউজার ফ্রেন্ডলী, বিশেষ করে টয়লেটে এবং

৫। প্রয়োজনে টাওয়েলের কাজ করে

৬। টিস্যুর বিকল্প হিসেবে ব্যবহার করা যায়

৭। পরতে খুলতে ঝামেলা নেই। হুক, বেল্ট, চেইন এসব লাগে না

৮। মরা গিট্টু বা ফস্কা গিট্টু দুইভাবেই পড়া যায়

৯। ফিটিং এর ঝামেলা নাই, যে কোন মাপের কোমরের জন্য উপযুক্ত

১০। চাইলে ফুল না চাইলে হাফ এমন কি শর্টস (লেংটি) হিসেবে ব্যবহারযোগ্য

১১। হাল্কা শীতে দিনে কাঁথা/চাদর হিসেবে ইউজ করা যায়

১২। পণ্য বহনে ব্যাগের ন্যায় (কোচড়) ব্যবহার করা যায়

১৩। গোছলের সময় সাবান ডলার কাজে ব্যবহার করা যায়

১৪। পরনে রেখেই সময়ে অসময়ে এটা সেটা মোছা যায়

১৫। ছিঁড়ে গেলেও কাঁথায় ব্যবহার করা যায়

১৬। ইচ্ছামতো ভিজানো শুকানো যায়

১৭। ভেতরে আন্ডার গার্মেন্টস লাগে না

১৮। ঘর মোছার ন্যাকড়া হিসেবে ব্যবহার করা যায়

১৯। আসবাবপত্র মোছতে সহায়তা করে

২০। সর্বোপরি, রান্নার পর ডেকচি মোছার কাজে লুছনি হিসেবে ব্যবহার করা যায়

২১।রাস্তায় জলাবদ্ধতা হলে লুঙি প্রয়োজন মত উচিয়ে না ভিজিয়েই পার হওয়া যায়

২২।প্রয়োজনের সময় জায়নামাজ হিসেবে ব্যবহার করা যায়

২৩।প্রকাশ্যে ড্রেস চেন্জ করার জন্য লুঙির ব্যবহার সর্বজন বিদিত সমস্যা একটাই, ইজ্জত সামলে রাখতে হয়।

২৪।কপাল খুললে সবাই অখুশি হলেও নিজে খুশি, কিন্তু লুঙ্গি খুললে সর্বনাশ

২৫। লুঙ্গির তুলনা লুঙ্গিই(সংগৃহীত )

Please Share this post…………..

1 comment

Hamid said...

Good information