(পর্বঃ-০১) ইংরেজিতে অনর্গল কথা বলার জন্য উচ্চারণ শেখার গুরুত্বপূর্ণ নিয়ম /(Part-01) Important rules for learning pronunciation to speak English fluently
(পর্বঃ-০১) ইংরেজিতে অনর্গল কথা বলার জন্য উচ্চারণ শেখার গুরুত্বপূর্ণ নিয়ম /(Part-01) Important rules for learning pronunciation to speak English fluently
➤Rule-1
⇨শব্দের শুরুতে KN থাকলে তার উচ্চারণ হবে “ন” এক্ষেত্রে K অনুচ্চারিত থাকে।
উদাহরণ:
☞Knowledge
(নলেজ) – জ্ঞান
☞Knight
(নাইট) – অশ্ব।
☞Knee
(নী) – হাটু।
➤Rule-2
⇨W এর পরে h/r থাকলে w উচ্চারণ হয় না।
উদাহরণ:
☞Write
(রাইট) – লেখা।
☞Wrong
(রং) – ভুল।
☞Who
(হু) – কে।
☞Wrestling
(রেস্টলিং) – কুস্তি।
➤Rule-3
⇨শব্দের শেষে “e” থাকলে “e” এর উচ্চারণ হয়না।
উদাহরণ:
☞Name
(নেইম) – নাম।
☞Come
(কাম) – আসা।
☞Take
(ঠেইক) – নেওয়া।
☞Fake
(ফেইক) – ভূয়া।
➤Rule-4
⇨M+B পর পর থাকলে এবং B এর পর কোন Vowel না থাকলে B উচ্চারিত হয় না।
উদাহরণ:
☞Bomb
(বম) – বোমা।
☞Comb
(কৌম) – চিরুনি।
☞Thumb
(থাম) – হাতের বুড়ো আঙ্গুল।
☞Thumbnail
(থামনেল) – ছোট।
➤Rule-5
⇨Word এর শেষে I G N থাকলে তার উচ্চারণ “আইন” হয়। এ ক্ষেত্রে G অনুচ্চারিত থাকে।
☞Design
(ডিজাইন) – আকা।
☞Resign
(রিজাইন) – পদত্যাগ করা।
☞Reign
(রেইন) – রাজত্ব।
☞Feign
(ফেইন) – উদ্ভাবন করা।
➤Rule- 6
⇨L+ M পর পর থাকলে এবং পরে vowel না থাকলে L অনুচ্চারিত থাকে।
উদাহরণ:
☞Calm
(কাম) – শান্ত।
☞Alms
(আমজ) – ভিক্ষা।
☞Palm
(পাম) – তালগাছ।
➤Rule- 7
⇨শব্দে T থাকলে T এর পরে U থাকলে T এর উচ্চারণ “চ” এর মত হয়।
উদাহরণ:
☞Lecture
(লেকচার) – বক্তৃতা।
☞Century
(সেঞ্চুরী) – শতক।
☞Furniture
(ফার্নিচার) – আসবাবপত্র।
☞Structure
(স্ট্রাকচার) – গঠন।
➤Rule-8
⇨Consonant+ I A+ Consonant এভাবে Word গঠিত হলে, I A এর উচ্চারণ (আইঅ্যা) মত হয়।
উদাহরণ:
☞Dialogue
(ডায়ালগ) – কথোপকথন।
☞Diamond
(ডায়ামন্ড) – হীরক।
☞Liar
(লায়ার) – মিথ্যাবাদী।
☞Liability
(লাইয়াবিলিটি) – দায়।
➤Rule-9
⇨I+ R+ Consonant এভাবে Word গঠিত হলে “I” এর উচ্চারণ “আই” না হয়ে “অ্যা” হয়।
উদাহরণ:
☞First
(ফার্স্ট) – প্রথম।
☞Birth
(র্বাথ) – জন্ম।
☞Bird
(বার্ড) – পাখি।
☞Circle
(সার্কেল) – বৃত্ত।
➤Rule-10
⇨৩ বর্ণ বিশিষ্ট Word এ Consonant+ I+ E এভাবে ব্যবহৃত হলে তার উচ্চারণ “আই” এর মত হয়।
উদাহরণ:
☞Mice
(মাইস) – ইদুর।
☞Rice
(রাইস) – চাউল।
☞Wise
(ওয়াইস) – বিজ্ঞ
☞Size
(সাইজ) – আয়তন।
Please
Share this post…………. collected
Post a Comment