Header Ads

বিসিএস বা যেকোন পরিক্ষার জন্য ক্যালকুলেটর ছাড়া অনুপাতের ভাগ করার খুব কার্যকর একটি টেকনিক/A very effective technique for dividing ratios without a calculator for BCS or any test /

www.geniusmanik.com
বিসিএস
বা যেকোন পরিক্ষার জন্য ক্যালকুলেটর ছাড়া অনুপাতের ভাগ  করার খুব কার্যকর একটি টেকনিক/A very effective technique for dividing ratios without a calculator for BCS or any test /

✅৪৫০ কে : ভাগে ভাগ করুন।

টেকনিক-:
৪৫০ এর শুন্য বাদ দিন। ৪৫ হবে....তারপর অনুপাতের (+) করলে ৯হয়।
এখন ৪৫কে ৯দিয়ে ভাগ করে দিয়ে গুন করলে ২৫ হয়।
অপরদিকে, ৪৫কে ৯দিয়ে ভাগ করে ৪দিয়ে গুন করলে হয় ২০।
এখন ২৫এর সাথে একটি শুন্য() এবং ২০এর সাথে একটি শুন্য() বসিয়ে দিলেই--- কেল্লাফতে!!!!!
উত্তর হবে:- ২৫০:২০০।
এখনো না বুঝলে, আরেকবার পড়ুন।

১০০০ কে :: অনুপাতে ভাগ করুন

টেকনিক-:
(
সমস্যা:- এর মতই)
প্রথমে মনে মনে ১০০০ এর একটি শুন্য রেখে, বাকি দুইটা বাদ দিন। তারপর (++) করলে ১০ হবে।
১০কে ১০দিয়ে ভাগ,দুই দিয়ে গুন করলে ২হবে।
১০কে ১০দিয়ে ভাগ,তিন দিয়ে গুন করলে ৩হবে।
১০কে ১০দিয়ে ভাগ,পাঁচ দিয়ে গুন করলে ৫হবে


[
বলে রাখা ভাল, এখানে ১ম ১০ হলো ১০০০থেকে দুটি শুন্য বাদ
দেয়া ১০। আর,২য় ১০ হলো ++ যোগ করা ১০ ]


এখন, ,, এর সাথে দুটি করে শুন্য() বসিয়ে দিলেই কাজ শেষ!!!
উত্তর: ২০০:৩০০:৫০০।


ক্যালকুলেটর ছাড়া যে কোন সংখ্যাকে 5 দিয়ে ভাগ করার একটি effective টেকনিক

(০১) 13/5= 2.6 (ক্যালকুলেটর ছাড়া মাত্র সেকেন্ডে এটি সমাধান করা যায়)


টেকনিকঃ 5 দিয়ে যে সংখ্যাকে ভাগ করবেন তাকে 2 দিয়ে গুণ করুন তারপর ডানদিক থেকে 1 ঘর আগে দশমিক বসিয়ে দিন। কাজ শেষ!!! 13*2=26, তারপর থেকে 1 ঘর আগে দশমিক বসিয়ে দিলে 2.6


(০২) 213/5=42.6 (213*2=426)0.03/5= 0.006 (0.03*2=0.06 যার একঘর আগে দশমিক বসালে হয় 0.006) 333,333,333/5= 66,666,666.6 (এই গুলা করতে আবার ক্যালকুলেটর লাগে না কি!)

(০৩) 12,121,212/5= 2,424,242.4
এবার নিজে ইচ্ছেমত 5 দিয়ে যে কোন সংখ্যাকে ভাগ করে দেখুন, . সেকেন্ডের বেশি লাগবে না!!


ক্যালকুলেটর ছাড়া যে কোন সংখ্যাকে 25 দিয়ে ভাগ করার একটি effective টেকনিক

০১. 13/25=0.52

(ক্যালকুলেটর ছাড়া মাত্র সেকেন্ডে এটিও সমাধান করা যায়)
টেকনিকঃ 25 দিয়ে যে সংখ্যাকে ভাগ করবেন তাকে 4 দিয়ে গুণ করুন তারপর ডানদিক থেকে 2 ঘর আগে দশমিক বসিয়ে দিন। কাজ শেষ!!! 13*4=52, তারপর থেকে 2 ঘর আগে দশমিক বসিয়ে দিলে 0.52

০২. 210/25 = 8.40

০৩. 0.03/25 = 0.0012
০৪. 222,222/25 = 8,888.88
০৫. 13,121,312/25 = 524,852.48


ক্যালকুলেটর ছাড়া যে কোন সংখ্যাকে 125 দিয়ে ভাগ করার একটি effective টেকনিক


০১. 7/125 = 0.056

টেকনিক-:
125 দিয়ে যে সংখ্যাকে ভাগ করবেন তাকে 8 দিয়ে গুণ করুন তারপর ডানদিক থেকে 3 ঘর আগে দশমিক বসিয়ে দিন। কাজ শেষ!!! 7*8=56, তারপর থেকে 3 ঘর আগে দশমিক বসিয়ে দিলে 0.056


০২. 111/125 = 0.888
০৩
. 6 00/125 = 4.800

 

Please Share This…………


No comments