Header Ads

বিসিএস বা যেকোন পরিক্ষার জন্য চৌবাচ্চা সংক্রান্ত অংক করার খুব কার্যকর একটি টেকনিক/A very effective technique to do arithmetic for BCS or any examination /

www.geniusmanik.com
বিসিএস
বা যেকোন পরিক্ষার জন্য  চৌবাচ্চা সংক্রান্ত অংক  করার খুব কার্যকর একটি টেকনিক/A very effective technique to do arithmetic for BCS or any examination /


টেকনিক জানা থাকলে মাত্র ২৫ থেকে ৩০ সেকন্ডেই সমাধান করতে পারবেন এসব অংক।


টেকনিক=
যখন ২টি নল দ্বারা একটি চৌবাচ্চা পূর্ণ হয় তখন সম্পূর্ণ চৌবাচ্চাটি পূর্ণ হতে প্রয়োজনীয়
সময়, T=[mn ÷(m + n)]
এখানে,
m=
১ম নল দ্বারা চৌবাচ্চা পূর্ণ হতে প্রয়োজনীয় সময়
n=
২য় নল দ্বারা চৌবাচ্চা পূর্ণ হতে প্রয়োজনীয় সময়


প্রশ্ন-
একটি চৌবাচ্চা ২টি নল দ্বারা যথাক্রমে ২০ ৩০ মিনিটে পূর্ণ হয়। নল দুটি একসংগে খুলে দিলে চৌবাচ্চাটি কত সময়ে পূর্ণ হবে?


সমাধানঃ
প্রয়োজনীয় সময়,
T= [mn ÷ (m + n)]
= (
৩০ × ২০) ÷ (৩০ + ২০)
=
৬০০÷৫০
=
১২ মিনিট
উত্তর: ১২ মিনিট


এবার চলুন একটু ভিন্ন ধরনের ১টি অংক দেখা যাকঃ


প্রশ্ন-
সম্পুর্ণ খালি একটি চৌবাচ্চা একটি পাইপ দিয়ে ঘন্টায় সম্পুর্ণ ভর্তি করা যায়। অপর একটি পাইপ দিয়ে চৌবাচ্চাটি ভর্তি করতে ঘন্টা সময় লাগে। ২টি পাইপ একসংগে ব্যবহার করে চৌবাচ্চাটি / অংশ পূর্ন করতে কত সময় লাগবে?
লক্ষ্য করুন, প্রশ্নের শেষে লিখা আছে দুটি পাইপ একসংগে ব্যবহার করে চৌবাচ্চাটি / অংশ পূর্ণ করতে কত সময় লাগবে?
(
পুরো চৌবাচ্চাটির পূর্ণ হওয়ার কথা প্রশ্নে উল্লেখ না করে যদি (/ অংশ বা / অংশ বা / অংশ) পূর্ণ হতে কত সময় লাগে এভাবে উল্লেখ থাকে; তবে আপনি যত অংশ বলবে তত দিয়ে উত্তরকে গুণ করে দেবেন।)
যেমন উপরের অংকটির ক্ষেত্রে,

সমাধানঃ
প্রয়োজনীয় সময়,
T = [mn ÷ (m +n) ×
/]
= [(
× )÷(+) × / ]
= [
১৫/ × / ]
=
/ ঘন্টা
উত্তর : / ঘন্টা


[
বি:দ্র: নতুন কিছুই হয়নি শুধু / দিয়ে গুন করে দেয়া হয়েছে ]
পিপা/ট্যাংক/চৌবাচ্চা সংক্রান্ত অংকগুলো ৩৬ সেকেন্ডে সম্পন্ন করা খুব কঠিন ব্যাপার। শুধু ২টি টেকনিক মনে রাখুন আসাকরি এই ধরনের যে কোন প্রশ্নের উত্তর করতে পারবেন।

টেকনিক=
যখন কোন পিপা/ট্যাংক ২টি নলের ১টি পানি দ্বারা পূর্ণ করন এবং অপরটি অপসারন রত থাকে তখন-
.
পিপা/ট্যাংক পূর্ণ বা খালি হতে প্রয়োজনীয় সময়
T=[mn ÷(m - n)]
এখানে,
m=
২য় নল দ্বারা ব্যায়িত সময়
n=
১ম নল দ্বারা ব্যায়িত সময়]]

প্রশ্ন-

একটি পানির ট্যাংক ২টি নল আছে। ১ম নলটি খুলে দিলে ট্যাংক-টি ২০ ঘন্টায় পূর্ন হয়। ২য় নল দ্বারা পূর্ণ ট্যাংক-টি ৩০ ঘন্টায় খালি হয়। ২টি নল একসংগে খুলে দিলে খালি ট্যাংক কত সময়ে পূর্ন হবে?

সমাধানঃ
ট্যাংক পূর্ণ হতে প্রয়োজনীয় সময় T=[m(৩০)×n(২০) ÷ m
(
৩০) - (২০)n]
=(
৩০ × ২০) ÷(৩০-২০)
=
৬০ ঘন্টা (উঃ
)

Please Share This…………


No comments