Header Ads

করোনা ভাইরাসের বিশ্বসেরা সমাধান/ The world's best solution for coronavirus /

The world's best solution for coronavirus
করোনা
ভাইরাসের বিশ্বসেরা সমাধান/ The world's best solution for coronavirus 

 

আপনি এখন কি ভাবছেন করোনা ভাইরাস নিয়ে কারো মাথা ব্যথা নেই, তাতে আমার কি? কিন্তু এই প্রাণঘাতী ভাইরাস আরো মহামারী আকার ধারন করছে। দিনদিন আরো ভয়াবহ অবস্থার দিকে যাচ্ছে আমাদের প্রিয় দেশের মানুষ। আসলে সুনাগরিক হিসেবে, একজন মানুষ হিসেবে অব্শ্যই আমাদের দ্বায়িত্ব রয়েছে।


🙋🙋🙋আপনি ভাবছেন মহামারী (করোনা ভাইরাস) ছড়িয়ে পড়েছে আপনি মারা যাবেন, শহর থেকে বের হওয়া বন্ধ করে দিচ্ছেন না অথচ- 


🌿🌿🌿পবিত্র কুরআনে আল্লাহ পাক বলছেনঃ- “কুল্লু নাফসিন জাইকাতুল মউত”

অর্থাৎ,

প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।

-মৃত্যু থেকে বাঁচার সকল রাস্তা বন্ধ

 

🙋🙋🙋আপনি ভাবছেন করোনা ভাইরাস সংক্রমণের জন্য শহর ছেড়ে পালাবেন কিন্তু-

 

🙋🙋🙋হাদীসে বলা হয়েছেঃ-

যখন মহামারী ছড়িয়ে পড়বে, আর তুমি সেখানেই রয়েছো, তখন সেখানেই অবস্থান করবে।মহামারী এলাকা থেকে পলায়ন করা জিহাদের ময়দান হতে পলায়ন করার মতোই অপরাধ। (মিশকাতুল মাসাবীহ-৬১)।

 

🙋🙋🙋আপনি বলছেন মহামারীতে (করোনা ভাইরাসে) আক্রান্ত হয়ে মারা গেলে আপনি জানাযা পাবেন না আর-

 

🙋🙋🙋রাসুলুল্লাহ সাঃ বলেছেনঃ-

মহামারীতে মারা যাওয়া প্রত্যেক ব্যাক্তিই শহীদ। (মিশকাতুল মাসাবীহ-১৫৪৬)

 

🙋🙋🙋আপনি খাদ্য সংগ্রহ করছেন করোনা ভাইরাসের ভয়ে, যেন পরিস্থিতি অস্বাভাবিক হয়ে গেলে আপনাকে খাদ্যের অভাবে মারা যেতে না হয়, কিন্তু-

 

🌿🌿🌿কুরআনে পাকে বলা হয়েছেঃ-

"জমীনের উপর বিচরণশীল এমন কোনো জাতি নেই, যার রিযিক আল্লাহ পাক নির্ধারণ করেন নি।" (সূরাঃহূদ-৬)

🌿🌿🌿🌿আপনার ঘর ভর্তি খাবার মজুদ আছে অথচ-

 

সেদিন মৃত্যুর ফেরেশতা (মালাকুল মউত) এসে হাজির হয়ে বলবেঃ- তোমাদের জন্য নিযুক্ত ফেরেশতাগণ বলবে এখন

ওহে আমি পুরো পৃথিবী সন্ধান করে আপনার জন্য এক ফোটা পানির ব্যবস্থা করতে পারি নি, এক টুকরো রুটি পর্যন্ত সংগ্রহ করতে আমি ব্যর্থ হয়েছি,সুতরাং আমাকে এখন আপনার জান কবজ করতেই হবে।

🌿🌿🌿🌿অতঃপর-সমাধান-

ধৈর্য্য ধারণ কর। আল্লাহ পাকের হুকুম-আহকাম মেনে চলুন, ইবাদত করুন, ভালো কাজ করুন, ইতিবাচক চিন্তা করুন।

 

মৃত্যু যেমনই হোক প্রস্তুত থাকুন ঈমানের সাথে, পবিত্রতার সাথে আল্লাহ পাকের ডাকে সাড়া দেওয়ার জন্য। আল্লাহই সব বাকী সব তারই নিয়ন্ত্রণাধীন।

 

Please share this………..collected


No comments