Capitalization & Punctuation পড়া শেষ করুন এক মিনিটে/ Finish reading Capitalization & Punctuation in one minute
Capitalization &
Punctuation পড়া শেষ করুন এক মিনিটে/ Finish
reading Capitalization & Punctuation in one minute
Capitalization এর নিয়মঃ
১। প্রত্যেক sentence এর প্রথম word টি capital letter দিয়ে শুরু হয়। যেমনঃ He
is a good student.
২। কোনো ব্যক্তি এবং স্থান ( গ্রাম, থানা, জেলা, দেশ ইত্যাদি) এর প্রথম অক্ষর capital letter হয়। যেমনঃ My
name is Rahim. I live in Mirpur, Dhaka, Bangladesh.
৩। "আমি" অর্থ বোঝাতে I সব সময় capital letter হয়। যেমনঃ If
he wants, I shall help him.
৪। উপাধি এর প্রথম অক্ষর সব সময় capital letter হয়। যেমনঃ Mr.
Karim is our Headmaster.
৫। Abbreviation সব সময়
capital letter দিয়ে লিখতে হয়। যেমনঃ M.A, B.A, U.S.A, BSc
৬। চিঠিপত্রের সম্বোধনে capital letter ব্যাহার করা হয়। যেমনঃ My
dear Mother, Dear Sir.
৭। বই-পুস্তক, ধর্মগ্রন্থ এবং সংবাদ পত্রের নামের প্রথম অক্ষর capital letter হয়। যেমনঃ The
Quran, The Daily Star.
৮। শিক্ষা প্রতিষ্ঠান, উপাসনালয়, ব্যবসায়, সমিতি প্রভৃতির নামের প্রথম অক্ষর capital letter হয়। যেমনঃ
Dhaka City College. Mosque, Temple etc.
৯। শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়গুলোর প্রথম অক্ষর
capital letter হয়। যেমনঃ Bengali, English, Mathematics etc.
১০। জাহাজ, বিমান, ট্রেন, বিখ্যাত স্থানের নামের প্রথম অক্ষর capital letter হয়। যেমনঃ The
Titanic, the Tajmahal, Mohanagar Express.
১১। জাতি, ধর্ম সম্প্রদায়ের নামের প্রথম অক্ষর capital letter হয়। যেমনঃ The
Muslim, the Cristian, The Sunni.
১২। আল্লাহ তাআলার (God) নাম বাচক শব্দের এবং তার পরিবর্তে ব্যবহৃত Pronoun এর প্রথম অক্ষর capital letter হয়। যেমনঃ The
old sailor prayed to God and He blessed him.
১৩। বার, মাস, পর্ব ও বিখ্যাত ঐতিহাসিক ঘটনার প্রথম অক্ষর capital letter হয়। যেমনঃ My
father came home on Monday last. Our Annual Examination will be held on next
November. The Battle of Palasey took place in 1757 A.D.
১৪। ইংরেজি কবিতার প্রতি লাইনের প্রথম অক্ষর capital letter হয়। যেমনঃ
The music in my heart I bore.
Long after it was heard no more.
১৫। দিক এর (North, South, East, West) প্রথম অক্ষর
small letter হয়, কিন্তু দিক যখন ভৌগোলিক অঞ্চল/অবস্থান বোঝায় তখন তাদের প্রথম অক্ষর capital letter হয়। যেমনঃ The
sun rises in the east কিন্তু He spent his whole life in the East.
Punctuation এর নিয়মঃ
Full Stop এর ব্যবহারঃ
Full Stop দ্বারা সবচেয়ে দীর্ঘ বিরতি নির্দেশ করে।
১। সম্পূর্ণ বিরতি বোঝানোর জন্য (বাক্যের সমাপ্তি বোঝানোর জন্য) Assertive, Imperative এবং
Optative sentence এর শেষে Full Stop বসে। যেমনঃ The boy goes to school. Open the door. May you live long.
২। Abbreviation অর্থাৎ কোন
word এর সংক্ষিপ্ত রূপ এর পর Full Stop বসে। যেমনঃ M.A, U.S.A.
Comma এর ব্যবহারঃ
১। Sentence এর মধ্যে একই Parts of Speech ভূক্ত দু'য়ের অধিক শব্দ পাশাপাশি থাকলে সবগুলোর মাঝে
comma এবং শেষের দুইটির মাঝে and বসে। যেমনঃ Rahim, Karim, Asad and Harun are in the same class.
২। Case in apposition (কোনো কিছুর পরিচয় বা ব্যাখ্যামূলক তথ্য) এর পূর্বে এবং পরে
comma বসে। যেমনঃ Mr. Jalaluddin Ahmed, Principal of Dhaka College, was a strict
administrator.
৩। সম্বোধন পদের পরে comma বসে। যেমনঃ Friends, listen to me.
৪। একাধিক pair words ( জোড়া শব্দ) থাকলে প্রত্যেক জোড়ার পর
comma বসে। যেমনঃ High and low, black and white, rich and poor, all are equal to
God.
৫। Direct Speech (narration/উক্তি) এ
Reporting Verb এর পরে comma বসে। যেমনঃ He said, "I shall go".
প্রশ্নবোধক চিহ্ন (note of interrogation) এর ব্যবহারঃ
Interrogative Sentence এর শেষে প্রশ্নবোধক চিহ্ন (note of interrogation) বসে। যেমনঃ
Where are you going?
কিন্তু Indirect Question বা
Depend Question এ Not of Interrogation বসে না, Full
Stop বসে। যেমনঃ He asked me what my name was.
Inverted Comma এর ব্যবহারঃ
১। Reported Speech এর পূর্বে ও পরে
Inverted Comma বসে। যেমনঃ "Are you hungry?" said the man.
২। কোন নাম বা শব্দ উদ্ধৃত করতে Inverted Comma ব্যবহার করা হয়। যেমনঃ
"Hamlet" is written by William Shakespeare.
বিস্ময়সূচক চিহ্ন (Note of Exclamation) এর ব্যবহারঃ
Exclamatory Sentence এর শেষে এবং Interjection এন পরে
Note of Exclamation বসে। যেমনঃ How fine the bird is!
Alas! I am undone.
Semi-colon এর ব্যবহারঃ
Comma এর চেয়ে অধিক সময় বিরতি চিহ্ন হিসেবে Semi-colon ব্যবহৃত হয়।
১। Co-ordinating Conjunction সমূহে যখন
Conjunction বাদ দেওয়া হয় তখন Semi-colon বসে। যেমনঃ We
went to the play ground; we played football; we enjoyed ourselves. United we
stand; devided we fall.
২। Therefore, yet, ten, however, so, otherwise, still,
nevertheless ইত্যাদি conjunction দ্বারা যুক্ত
Co-ordinate Clause গুলো বিপরীত অর্থ প্রকাশ করলে ঐ Co-ordinate Conjunction গুলোর মধ্যে
Semi-colon ব্যবহৃত হয়। যেমনঃ He had all the qualifications; yet he did not get the job
.
Colon এর ব্যবহারঃ
Semi-colon এর চেয়ে অধিক সময় বিরতি নির্দেশ করতে colon ব্যবহৃত হয়।
১। Dialogue বা Drama তে বক্তার নাম এবং তার কথার মধ্যে Colon বসে।
যেমনঃ Bokul: How are you?
Mukul: I am fine.
২। পূর্ববর্তী কোন Sentence এর বিষয়ে কোন উদ্ধৃতি, উদাহরণ ও ব্যাখ্যার পূর্বে Colon বসে।
যেমনঃ There are two kind of voice: (i) Active voice (ii) Passive voice.
Apostrophe এর ব্যবহারঃ
১। Possessive Case এ Apostrophe ব্যবহৃত হয়। যেমনঃ
This is Rahim's book.
২। কোন শব্দের অক্ষর বাদ দিলে সেখানে Apostrophe ব্যবহৃত হয়। যেমনঃ
What's (what is) the matter?
Please share this post…………….. collected
Post a Comment